ইয়ামাহা এক্সাইটিং স্প্রিং অফার - ফেব্রুয়ারি ২০২২

This page was last updated on 30-Jul-2024 12:09am , By Raihan Opu Bangla

জানুয়ারি ২০২২ শেষ হয়েছে মাত্র - আর ফেব্রুয়ারির শুরুতেই ইয়ামাহা তাদের নতুন অফার নিয়ে এসেছে। নতুন এই অফারটি হচ্ছে ইয়ামাহা এক্সাইটিং স্প্রিং অফার - ফেব্রুয়ারি ২০২২ এবং এটি একটি ক্যাশব্যাক অফার।

ইয়ামাহা এক্সাইটিং স্প্রিং অফার - ফেব্রুয়ারি ২০২২

এই ক্যাশব্যাক অফারে ইয়ামাহা দিচ্ছে সর্বোচ্চ ২০,০০০ টাকার ক্যাশব্যাক এবং সর্বোনিম্ন ৫,০০০ টাকার ক্যাশব্যাক। এই অফারের সাথে ইয়ামাহার বাইক ক্রয় করলেই কাস্টোমার পেয়ে যাবেন ইয়ামাহা ব্র্যান্ড এর টি-শার্ট।yamaha exciting spring offer february 2022 - ইয়ামাহা এক্সাইটিং স্প্রিং অফার ২০২২

Yamaha R15 V3 স্পোর্টস বাংলাদেশের অন্যতম জনপ্রিয় স্পোর্টস সেগমেন্টের বাইক। বাংলাদেশের বাইক প্রেমীদের অনেকেরই স্বপ্নের বাইক হচ্ছে এই স্পোর্টস বাইক।

বাইকটিতে দেয়া হয়েছে ১৫৫সিসি, সিঙ্গেল সিলিন্ডার, SOHC, লিকুইড কুল, ফোর ভাল্ব যুক্ত, Variable Valve Actuation ইঞ্জিন দেয়া হয়েছে।

যদি আপনি স্পিডের ব্যাপারে ভেবে থাকেন তবে বাইকটি স্পিডের দিক থেকেও অন্যতম একটি সেরা বাইক। এই বাইকটির ইঞ্জিন থেকে 19.3 PS @10,000 RPM & 14.7Nm @8500 RPM শক্তি উৎপন্ন হয়ে থাকে।yamaha r15 v3 dual abs blue color brake front headlightএই স্পোর্টস বাইকটিতে ইয়ামাহা দিচ্ছে ২০,০০০ টাকার ক্যাশব্যাক। যা R15 লাভারদের জন্য অনেক বড় একটি সুখবর। এর সাথে ইয়ামাহা MT15 বাইকটিতেও দিচ্ছে ১৫,০০০ টাকার ক্যাশব্যাক।

Yamaha MT15 কে অনেকেই বলে থাকে এটি R15 V3 এর নেকেড ভার্সন। হ্যা, এক্ষেত্রে বলা যায় তবে টর্ক এর দিক থেকে একে বলাই যায়। MT-15 বাইকটিতে দেয়া হয়েছে সিঙ্গেল সিলিন্ডার, SOHC, লিকুইড কুল্ড, ফোর ভাল্ব, এবং VVA ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে 19.3 PS @10000 RPM & 14.7 Nm @ 8500 RPM শক্তি উৎপন্ন হয়ে থাকে।

Yamaha Ray ZR Street Rally 125 Fi First Impression Review


ইয়ামাহা ১০,০০০ টাকা ক্যাশব্যাক দিচ্ছে Fazer Fi V2 বাইকটিতে এবং Ray ZR Street Rally 125 Fi স্কুটারটিতে দিচ্ছে ৫,০০০ টাকা। এসিআই মোটরস সম্প্রতি এই স্কুটারটি বাংলাদেশে লঞ্চ করেছে।

Ray ZR Street Rally স্কুটারটিতে দেয়া হয়েছে ১২৫সিসি এয়ার কুল্ড, ফোর স্ট্রোক, সিঙ্গেল সিলিন্ডার, ফুয়েল ইঞ্জেক্টেড ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে 8.2PS @ 6500RPM, and 9.7Nm @ 5000RPM শক্তি উৎপন্ন হয়ে থাকে।yamaha ray zr street rally 125 fi quiz contest১২৫সিসি সেগমেন্টে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাইক হচ্ছে ইয়ামাহা স্যালুটো ১২৫। ইয়ামাহা এই Saluto 125 বাইকটিতে দিচ্ছে ৫,০০০ টাকার ক্যাশব্যাক অফার।

এই অফারটি চলবে পুরো ফেব্রুয়ারি ২০২২ ধরে। আশা করা যাচ্ছে এই সিজনে ইয়ামাহা এক্সাইটিং স্প্রিং অফার এ ইয়ামাহা লাভাররা তাদের প্রিয় বাইকটি ক্রয় করতে পারবেন। ধন্যবাদ।