বাইকবিডির নতুন পার্টনার হচ্ছে বিডি মোটোশপ

This page was last updated on 31-Jul-2024 05:44am , By Raihan Opu Bangla

বাইকবিডির নতুন পার্টনার হিসেবে যুক্ত হয়েছে বিডি মোটোশপ। সাম্প্রতিক সময় এক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে বাইকবিডি নতুন পার্টনার হিসেবে বিডি মোটোশপ যুক্ত হয়েছে। 

বাইকবিডির নতুন পার্টনার বিডি মোটোশপ

বাইকবিডির নতুন পার্টনার হচ্ছে বিডি মোটোশপ

বিডি মোটোশপ বাংলাদেশের অন্যতম শপ যারা বাইকের কালার, কোটিং, করে থাকে। এছাড়াও তারা হাইড্রো ড্রিপিং, সিরামিক কোটিং, ন্যানো কোটিং সহ মোটরসাইকেলের মডিফিকেশনের কার্যক্রম পরিচালনা করে থাকে। 

সাম্প্রতিক এক সমোঝতা চুক্তি স্বাক্ষরের মাধ্যমে বাইকবিডি ও বিডি মোটোশপ একত্রে কাজ করা সিদ্ধান্ত নিয়েছে। বিডি মোটোশপ ও বাইকবিডি একত্র বাইকাদের জন্য নতুন কিছু নিয়ে আসতে পারবে বলেই আমরা আশা করছি।

Also Read: Motorcycle Price In Bangladesh 

এছাড়া বিডি মোটোশপ বাইকের প্লাস্টিক ভাঙা, রং করা সহ প্রয়োজনীয় সকল মেরামত ও মেইনটেনেন্স করে থাকে। 

বাইকবিডি এবং বিডি মোটোশপ

আমরা আশা করছি বাইকবিডি ও বিডি মোটোশপ একত্রে বাইকাদের জন্য নতুন ধারা নিয়ে আসবে এবং বাইক ও বাইকিং কমিউনিটিকে নতুন কিছু উপহার দেয়ার চেষ্টা করবে। ধন্যবাদ।