জন মির ২০২০ ওয়ার্ল্ড মটোজিপি চ্যাম্পিয়ন - টিম সুজুকি

This page was last updated on 27-Jul-2024 01:11am , By Raihan Opu Bangla

জন মির ২০২০ Team Suzuki Ecstar এর হয়ে ২০২০ সালের মটোজিপি চ্যাম্পিয়ন হয়েছেন। করোনা মহামারীর কারণে এবারে মৌসুম শুরু হয় জুলাই এর মাঝামাঝি সময়। ১৮-১৯ রেস হবার কথা থাকলেও এবার ১৪টি রেস হয়েছে, তবে এবার এই মৌসুমের অন্যতম সেরা একটি রেস হয়েছে।motogp world champion 2020 team suzuki joan mir

১টি রেস বাকি থাকতেই জন মির ২০২০ এর মটোজিপি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছেন। যদি অন্য বাইকারদের সাথে তুলনা করা হয় তবে তিনি এই বছর একটি মাত্র গ্রান্ড প্রি জয় করেছেন, তাও ইউরোপিয়ান জিপি ভ্যালেন্সিয়াতে। তবে তিনি সব সময় ধারাবাহিক ছিলেন এবং ৬ বার পোডিয়াম ফিনিশ করেছেন।


মটোজিপি রাইডারদের বেতন – Marc Marquez – $14.5 Million


জন মির গত বছর টিম সুজুকিতে জয়েন করেছেন। তারপর থেকে সুজুকির মটোজিপিতে পারফর্মেন্স এভারেজ ছিল। তবে এই বছর সকল সমীকরণ পরিবর্তন করে দিয়েছে। গত বছর তিনি ১২তম পজিশনে থেকে বছর শেষ করেছিলেন। 

Also Read: সর্বশেষ মটোজিপি বাইক নিউজ বাংলাদেশ

এছাড়া তারা নতুন একটি বাইক নিয়ে এসেছে। সুজুকির বাইকের কর্নারিং এর গ্রিপ অনেক ভাল অন্যান্য বাইকের তুলনায়। সুজুকি টায়ার এর দিক থেকে অন্যদের চেয়ে কিছুটা হলেও এগিয়ে রয়েছে। যদিও ইয়ামাহা ৭ রেস জয় করেছে, তবে তাদের তিনজন রাইডার খুব মারাত্মক ভাবে আহত হয়েছেন। ফাবিয়ো শেষের দুই রেস এ ক্রাশ করেছেন।motogp world champion team suzuki bike front tire

অনেকেই বলছেন যে, মার্ক মারকুইজ এর অনুস্থিতি মির এর জন্য দরজা খুলে দিয়েছে, তবে আমি এই বিষয়ে ভিন্নমত পোশন করছি। কারণ ক্রাশ এবং আহত হওয়া মটোজিপি এর অন্যতম পার্ট। যখন জন মির কে জিজ্ঞেস করা হলো আপনার কি মত। 


জন মির উত্তর দিয়েছেনঃ “People who say this, it’s because they do not know much about motorcycles. Marc is not here because they have kidnapped him, they have not gone to his house to kidnap him and he has disappeared.“Marc was in the first race, risking to win and trying to win the championship, and he made a mistake that cost him the season. 


That’s it. That this [Marquez’s absence] detracts from the title? Well, it would be necessary to detract from many titles of other riders during history that they won when, in theory, the favourites fell and were not champions.joan mir champion of world motogp 2020 জন মির

“This is part of the game, of the sport and of MotoGP. I do not consider this title has less merit to have achieved it because Marquez is not there when he has been injured.


মটোজিপি গত ৫ বছরে অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে পুরো বিশ্ব জুড়ে। আমরা আশা করছি যে, আগামী ২০২১ সালের চ্যাম্পিয়নশিপ আরও দারূন উপভোগ্য হবে।