বাংলাদেশের বাজারে নতুন মডেলের অ্যাডভেঞ্চার ট্যুরিং বাইক Honda NX200 লঞ্চ করলো বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড

This page was last updated on 20-Dec-2025 12:55pm , By Arif Raihan Opu

বিশ্ববিখ্যাত জাপানিজ ব্র্যান্ড হোন্ডা নিয়ে বাইকারদের আগ্রহ এবং জনপ্রিয়তা কতটা বেশি তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। বাইকাররা অধীর আগ্রহে দীর্ঘদিন ধরে হোন্ডার নতুন কোন মডেলের বাইক বাংলাদেশে আসার অপেক্ষায় ছিলেন। আর সেটাই সত্য হয়েছে, বাংলাদেশে হোন্ডার নতুন মোটরসাইকেল লঞ্চ হয়েছে। 

বাংলাদেশে লঞ্চ হল হোন্ডার নতুন বাইক Honda NX200

বাংলাদেশে লঞ্চ হল হোন্ডার নতুন বাইক Honda NX200

বেশ কিছুদিন যাবৎ বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড তাদের ফেসবুক পেজে নতুন বাইক আসছে এমন ইঙ্গিত প্রকাশ করার পর অবশেষে ইতিমধ্যেই আন্তর্জাতিক বাজারে ২০০ সিসি সেগমেন্টে ভালো সাড়া ফেলা অ্যাডভেঞ্চার ট্যুরিং বা ADV বাইক। আর সেই ধারাবাহিকতায় Honda NX200 বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিক ভাবে লঞ্চিং করেছে হোন্ডা।

শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ তারিখে আইসিসিবি হল ৪ এ আমন্ত্রিত অতিথি এবং সাধারণ বাইকারদের সাথে নিয়ে Honda NX 200 বাইকটি আনুষ্ঠানিকভাবে লঞ্চিং করে। এই লঞ্চিং ইভেন্টে উপস্থিত ছিলেন হোন্ডা মোটর কো লিমিটেড এর চিফ অফিসার, মিনারু কাতু, ম্যানেজিং ডিরেক্টরএবং সিইও সুসুমু মোরিসাওয়া, চিফ মার্কেটিং অফিসার, শাহ মোঃ আশিকুর রহমান ।

বাইকপ্রেমী, মটোভ্লগার, ইনফ্লুয়েন্সার সহ অনেকই উপস্থিত ছিলেন। টিম বাইকবিডি থেকে বাইকবিডির ফাউন্ডার ও চেয়ারম্যান শুভ্র সেন, সিইও হাসান সেতু সহ অনেকেই উপস্থিত ছিলেন। এছাড়া ওসমান বিন হাদি এর মৃত্যুতে লঞ্চিং অনুষ্ঠানে সকলে ১ মিনিট নিরবতা পালন করেছেন। 

আরও পড়ুনঃ Honda NX200 Price In Bangladesh

Honda NX200 বাইকটিতে দেওয়া হয়েছে ১৮৪.৪ সিসি সিঙ্গেল সিলিন্ডার, ২ ভাল্ভ, ৪ স্ট্রোক এয়ার কুলড PGM-FI ইঞ্জিন যা ১৬.৫ হর্সপাওয়ার শক্তি এবং ১৫.১ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। ফ্রন্ট টায়ার সাইজ ১১০-৭০-১৭ ও পিছনের টায়ার সাইজ ১৪০-৭০-১৭। এছাড়া এসিস্ট স্লিপার ক্লাচ, এবিএস সহ আধুনিক প্রযুক্তি যুক্ত করা হয়েছে। 

honda-nx200-price

উভয় চাকায় মাল্টিপারপাস টায়ার, ডুয়াল ডিস্ক ও ডুয়াল চ্যানেল এবিএস ব্রেকিং থাকায় যে কোন ধরণের রাস্তায় কন্ট্রোলিং হবে খুবই স্মুথ। সাথে আপসাইড ডাউন (USD) সাসপেনশন থাকায় আর ADV এর আপরাইট হ্যান্ডেলবার পজিশনিং থাকায় যে কোন বাইকার কমফোর্টেবল রাইডিং এক্সপিরিয়েন্স নিতে পারবেন। 

বাইকটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৩,১৫,০০০/- টাকা মাত্র।  

সাধারণ বাইকারদের সমন্বয়ে লঞ্চিং ইভেন্টটি অনুষ্ঠিত হওয়ায় বাইকাররা বেশ সন্তুষ্টি প্রকাশ করেছেন। প্রায় সকল বাইকারের মন্তব্য ছিল এতদিন বাংলাদেশের বাজারে তেমন কোন ADV বাইক অফিশিয়ালি এভেইলেবল ছিল না, বর্তমানে হোন্ডা NX200 এর মত একটি অ্যাডভেঞ্চার ট্যুরিং বা ADV বাইক বাংলাদেশে নিয়ে আসার ফলে যারা লং ট্যুর ও অ্যাডভেঞ্চার রাইড পছন্দ করেন তাদের জন্য বেশ ভাল একটি চয়েস হতে পারে। 

আমরাও আশাবাদী হোন্ডা বরাবরের মতই সহজলভ্য পার্টস এবং আপোষহীন আফটার সেলস সার্ভিস নিশ্চিত করার মাধ্যমে বাংলাদেশে নতুন সেগমেন্টের NX200 মডেলটির জনপ্রিয়তা দ্রুত ছড়িয়ে দিতে সক্ষম হবে। 

বাইক ও বাইকিং কম্যুনিটি বিষয়ক সকল তথ্যের জন্য বাইকবিডির সাথেই থাকুন।