স্বাধীনতার শপথ - চলুন সবাই মিলে গড়ি গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড
This page was last updated on 28-Jul-2024 02:10am , By Saleh Bangla
এসিআই মোটরস বাংলাদেশে ইয়ামাহার একমাত্র অফিশিয়াল ডিস্ট্রিবিউটর। তারা গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড গড়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। এই ওয়ার্ল্ড রেকর্ডটি ২৬শে মার্চ ২০১৮ তে করার পরিকল্পনা করা হয়েছে। এই তারিখে করার অন্যতম কারন হচ্ছে এটি বাংলাদেশে স্বাধীনতা দিবস। আজকে এসিআই এর কনফারেন্স হলে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে তারা এই রেকর্ড গড়ার ঘোষনা দেয়। এখানে উপস্থিত ছিলেন মিস্টার সুব্রত রঞ্জন দাস এক্সিকিউটিভ ডিরেক্টর এসিআই মোটরস লিমিটেড। এসিআই মোটরস বাংলাদেশে তাদের যাত্রা শুরু করে ২০০৭ সালে। ২০১৬ সালে এসিআই এর সাথে ইয়ামাহা যোগ দেয় এবং অফিশিয়ালি ইয়ামাহা তাদের যাত্রা শুরু করে। পুরো বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের ৪০টির উপরে অথরাইজড ডিলার রয়েছে। প্রতিটি ডিলার শপ থ্রিএস সেন্টার, এর মানে হচ্ছে সেলস, সার্ভিস এবং স্পেয়ার্স একই জায়গাতেই পাওয়া যাবে।
স্বাধীনতার শপথ - চলুন সবাই মিলে গড়ি গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড
বাংলাদেশের ৪৭তম স্বাধীনতা দিবসে ইয়ামাহা ৩টি গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড গড়তে যাচ্ছে। রেকর্ড গুলো হচ্ছেঃ
- এক সাথে সব গুলো মোটরসাইকেল স্টার্ট দেয়া
- এক সাথে সব বাইকার মিলে বাইকের লোগো তৈরি করা
- এক সাথে সব বাইকাররা মিলে বাইক দিয়ে ইয়ামাহার লোগো
গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড এই প্রধান তিনটি আকর্ষন ছাড়াও থাকবে স্টান্ট শো এবং বাংলাদেশের অনেক জনপ্রিয় সংগীত শিল্পী গান পরিবেশন করবেন। এসিআই চেষ্টা করছে বাংলাদেশ কে নতুন ভাবে তুলে ধরার এই বিশ্ব রেকর্ড গুলো করার মাধ্যমে।
<<<<<< Guinness World Record – For Registration Click Here>>>>>>
এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের বাইকাররা কিভাবে এই প্রোগ্রামে অংশ গ্রহন করবে? প্রথমে এই ইভেন্টে অংশ নিতে হলে মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এরপর সাইন আপ করতে মানে অন লাইন রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রশন করার পর কনফার্মেশন এর জন্য অপেক্ষা করতে হবে। অনলাইন রেজিস্ট্রশন লিমিটেড তাই দেরি না করে এখন ই রেজিস্ট্রেশন করুন এবং অংশ নিন গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে।
ঢাকা বাইক কার্নিভাল ২০১৭ ছিল বাংলাদেশের অন্যতম সবচেয়ে বড় ইভেন্ট। তবে আমাদের বিশ্বাস স্বাধীনতার শপথ হবে বাংলাদেশের সবচেয়ে বড় ইভেন্টে যেখানে এক সাথে অনেক বাইকার জড়ো হবে। আমরা ধারনা করছি যে ৪০০০-৫০০০ বাইকার এই গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড এ অংশ গ্রহন করবে। এই ওয়ার্ল্ড রেকর্ড বাংলাদেশ কে রিপ্রেজেন্ট করবে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে। তাই দেরি না করে এখন ই রেজিস্ট্রেশন করুন এবং গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডের অংশীদার হন।