এসিআই মোটরস নিয়ে এসেছে ইয়ামাহা হট ডিল অফার জুলাই ২০১৮

This page was last updated on 11-Jul-2024 03:03am , By Saleh Bangla

বাংলাদেশে জাপানী ব্র্যান্ডের গুলোর মধ্যে ইয়ামাহা মোটরসাইকেল অন্যতম । বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের অফিশিয়াল ডিস্ট্রিবিউটর হচ্ছে এসিআই মোটরস লিমিটেড । একমাত্র এসিআই লিমিটেড ইয়ামাহার মোটরসাইকেল গুলো সিবিউ কন্ডিশনে ইমপোর্ট করে থাকে । সম্প্রতি ইয়ামাহা দিচ্ছে ক্যাশব্যাক অফার “ ইয়ামাহা হট ডিল অফার ” শুধু মাত্র জুলাই ২০১৮ এর জন্য ।

ইয়ামাহা হট ডিল অফার জুলাই ২০১৮

ইয়ামাহা হট ডিল অফার - জুলাই ২০১৮

ModelCurrent PriceCash Back
FZS FI V2 Knight Red2,49,000Gifts
Saluto1,46,0004,000/-
SZRR V21,85,0005,000/-
SZRR V2 Special edition1,90,00010,000/-

এই ইয়ামাহা হট ডিল অফার এ ইয়ামাহা দিচ্ছে সর্বোচ্চ ১০,০০০/- টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর গিফট হিসেবে থাকছে ইয়ামাহা এক্সেসরিজ । ইয়ামাহার এক্সেসরিজ থাকছে তাদের প্রিমিয়াম কোয়ালিটির বাইক ইয়ামাহা এফজেডএস এফআই ভি২ নাইট রেড এই মডেলের সাথে রয়েছে এক্সেসরিজ ১১,০০০ টাকা সম মুল্যের এক্সেসরিজ । এই এক্সেসরিজ এর মধ্যে থাকছে ইয়ামাহা রাইডিং স্যুট ও ইয়ামাহা ওয়াটারুফ ব্যাকপ্যাক । আপনি যদি স্যালুট বাইকটি ক্রয় করেন তবে আপনি ৪,০০০/- টাকা পর্যন্ত ক্যাশব্যাক । আর ইয়ামাহা এসজেডআরআর ভি ২ বাইকটি তে থাকছে ৫,০০০/- টাকা এবং এর স্পেশাল এডিশন এর জন্য থাকছে ১০,০০০/- পর্যন্ত ডিস্কাউন্ট । 

বাংলাদেশে বর্তমানে প্রিমিয়াম কোয়ালিটির ব্যালেন্সড বাইক হচ্ছে ইয়ামাহা এফজেডএস । এই বাইকটির ব্রেকিং সিস্টেম ব্যালেন্সড হওয়াতে বাইকটি স্টান্ট এর ক্ষেত্রে বহুল ভাবে ব্যবহৃত হয় । তবে ইয়ামাহা এফজেডএস এফআই ভি২ নাইট রেড এর এই নতুন ভার্সনটি তে যুক্ত করা হয়েছে ১৪৯সিসি এর ইঞ্জিন ও সাথে যুক্ত করা হয়েছে ৫ স্পিড গিয়ার বক্স । ইঞ্জিনটি ১৩ বিএইচপি @ ৮০০০ আরপিএম ও ১২.৮ এনএম টর্ক @ ৬০০০ আরপিএম পর্যন্ত ক্ষমতা উতপাদন করতে সক্ষম । ইঞ্জিনের সাউন্ড অনেক বেশি স্মুথ । এছাড়া এই বাইকটি সম্পর্কে বিস্তারিত জানতে আপনারা আমাদের ইয়ামাহা এফজেডএস এফআই টেস্ট রাইড রিভিউ পড়তে পারেন । জুলাই মাসে  FZS FI V2 Knight Red  কিনলে পাবেন ১১,০০০ টাকার সমমূল্যের ইয়ামাহা এক্সেসরিজ ফ্রি (৭ জুলাই পর্যন্ত)। এক্সেসরিজের মধ্যে রয়েছে জ্যাকেট, রেইন কোট এবং ব্যাকপ্যাক । 

 এছাড়াও ইয়ামাহা আরো দুটি মডেলের বাইকের উপর দিচ্ছে ক্যাশব্যাক অফার । যার একটি হচ্ছে ইয়ামাহা স্যালুটো এবং ইয়ামাহা এসজেডআরআর ভি২ । ইয়ামাহা স্যালুট ১২৫ সেগমেন্টেড বাইক । এই ইঞ্জিন হচ্ছে ফোর স্ট্রোক, সিঙ্গেল সিলিন্ডার, এসওএইচসি, দুটি ভালব এয়ার কুল্ড ইঞ্জিন । ইঞ্জিনটিতে ইয়ামাহা ব্লু কোর টেকনোলজি ব্যবহার করা হয়েছে । বিস্তারিত জানতে আমাদের ইয়ামাহা স্যালুটো টেস্ট রাইড রিভিউ পড়তে পারেন ।

ইয়ামাহা এসজেডআরআর ভি২ মোটরসাইকেল টি এর আগের ভার্সনের চেয়ে অনেক বেশি স্টাইলিশ । বাইকটিতে ১৪৯সিসি সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড, দুটি ভালব, এসওএইচ ব্লু কোর ইঞ্জিন ব্যবহার করা হয়েছে । ইঞ্জিন থেকে ১২.১ বিএইচপি @ ৭৫০০ আরপিএম এবং ১২.৮ এনএম টর্ক @ ৬,০০০ আরপিএম ক্ষমতা উতপন্ন করতে পারে ।  ইয়ামাহা শুধু মাত্র এই জুলাই মসের জন্য নিয়ে এসছে ইয়ামাহা হট ডিল অফার । এই অফার চলবে ৩১শে জুলাই ২০১৮ পর্যন্ত । যদি আপনি এই সময়ের মধ্যে ইয়ামাহার যেকোন মডলের বাইক ক্রয় করেন তবে আপনি পাবেন ফ্রী রেইন কোট । আজ এই পর্যন্ত ই লেটেস্ট আপডেট এর জন্য আমাদের ওয়েভ সাইট ও ফেসবুক পেজে চোখ রাখুন ।