অবশেষে বাংলাদেশে লঞ্চ হতে যাচ্ছে Hero Karizma XMR 210 এবং Hero Thriller 160R 4V
This page was last updated on 11-Aug-2024 07:43am , By Raihan Opu Bangla
অবশেষে অপেক্ষার অবসান হল, বাংলাদেশের প্রতিটি বাইকার যেই বাইকের লঞ্চিংয়ের অপেক্ষায় ছিলেন তাদের জন্য আজ আমরা একটি সুখবর নিয়ে হাজির হয়েছি। হিরো মোটরসাইকেল বাংলাদেশ তাদের উচ্চ সিসির এক্সক্লুসিভ Hero Karizma XMR 210 বাইকটি বাংলাদেশের বাজারে লঞ্চ করতে যাচ্ছে।
লঞ্চ হতে যাচ্ছে Hero Karizma XMR 210 এবং Hero Thriller 160R 4V
হ্যা, এটা আর গুজব নয়। সত্যি হিরো বাংলাদেশ Hero Karizma XMR 210 বাইকটি বাংলাদেশে লঞ্চ করতে যাচ্ছে। ভারতীয় বাজারে লঞ্চ হবার পর থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল যে বাংলাদেশেও বাইকটি লঞ্চ হতে পারে।
সেই গুঞ্জনকে সত্য প্রমানিত করে হিরো মোটরসাইকেল বাংলাদেশ তাদের কাস্টোমার ও বাইকারদের চাহিদাকে সামনে রেখে বাংলাদেশে লঞ্চ করতে যাচ্ছে Hero Karizma XMR 210।
আমরা আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে অনেক প্রশ্ন পেয়েছি যে এই বাইকটি কবে নাগাদ বাংলাদেশে লঞ্চ হবে। তখন আমরা আসলে সেভাবে এই ব্যাপারে কোন তথ্য দিতে পারিনি। তবে আপনাদের জানিয়ে রেখেছি যে এই বছর ই বাইকটি বাংলাদেশে লঞ্চ হবে।
আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে বাংলাদেশের বাজারে বাইকটি লঞ্চ করতে যাচ্ছে হিরো মোটরসাইকেল বাংলাদেশ। তবে বাইকটি এখনই সব হিরো মোটরসাইকেল শোরুমে পাওয়া যাবে কিনা সেই বিষয়ে আমরা কোন তথ্য পাইনি।
কারিজমা একটি সুদীর্ঘ ইতিহাস রয়েছে। সেই ইতিহাস ও ঐতিহ্যকে সামনে রেখেই এই নতুন ক্যারিজমা এক্সএমআর বাইকটি লঞ্চ করা হয়েছে। এতে দেয়া হয়েছে 210 সিসি, 4 স্ট্রোক, 4 ভাল্ভ, লিকুইড কুল্ড, DOHC, ফুয়েল-ইঞ্জেকটেড ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে সর্বোচ্চ 25.5 PS @ 9250 rpm এবং 20.4 Nm @ 7250 rpm টর্ক উৎপন্ন করতে সক্ষম।
এছাড়া কারিজমা বাইকটির সাথে হিরো আরও একটি নতুন বাইক লঞ্চ করতে যাচ্ছে, যেটি হচ্ছে Hero Thriller 160R 4V। বাইকটি থ্রিলার সিরিজের নতুন ভার্সন হিসেবে বাংলাদেশের বাজারে লঞ্চ হচ্ছে।
থ্রিলারের এই নতুন ভার্সনটি আরও আধুনিক ও প্রযুক্তি সমৃদ্ধ করার পাশাপাশি বাইকটি নতুন ডিজাইন ও গ্রাফিক্স দেয়া হয়েছে। এছাড়া বাইকটিকে আরও স্পোর্টি লুকস প্রদান করা হয়েছে, যা একে এই সেগমেন্টের অন্যতম সেরা লুকস বলে ধরা হচ্ছে।
আমরা আপাতত দামের ব্যাপারে কোন কিছু জানতে পারিনি। হিরো অফিশিয়ালস থেকেও কোন ঘোষণা আসেনি দাম কত হতে পারে। তাই দামের জানার জন্য আপনাদের আরও একটু অপেক্ষা করতে হবে।
তবে আমরা ধারণা করছি Hero Karizma XMR এর দাম ৩,৫০,০০০ থেকে ৪,৫০,০০০ টাকা পর্যন্ত হতে পারে। অপর Hero Thriller 160R 4V এর দাম হতে পারে ২,০০,০০০ থেকে ৩,০০,০০০ টাকার মধ্যে।
আমরা আশা করছি বাইক দুটি বাইকাদের প্রত্যশা পুরন করবে। এছাড়া হিরো তাদের উচ্চ সিসির আরও নতুন মোটরসাইকেল দ্রুত বাংলাদেশে লঞ্চ করবে।
বাইকের দাম ও বাইক সম্পর্কিত সকল তথ্য এবং সর্বশেষ খবরের জন্য আমাদের ওয়েব সাইটে চোখ রাখুন। ধন্যবাদ।