হ্যাভোলিন ইঞ্জিন ওয়েল এবং মাসদাক চৌধুরীর মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর
This page was last updated on 30-Jul-2024 03:35am , By Raihan Opu Bangla
হ্যাভোলিন বাংলাদেশের অন্যতম একটি ইঞ্জিন ওয়েল কোম্পানি। হ্যাভোলিন শুধু মাত্র মোটরসাইকেলের জন্য ইঞ্জিন ওয়েল তৈরি করে থাকে এমন নয়। তারা গাড়ি, হেভি মেশিনারীসহ অন্যান্য যন্ত্রাংশের জন্য ইঞ্জিন ওয়েল তৈরি করে থাকে।
মাসদাক চৌধুরী বাংলাদেশের একজন সনামধন্য মোটো-ভ্লগার। যিনি মোটরসাইকেল নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও কন্টেন্ট তৈরি করে থাকেন। এছাড়া উনি ভ্রমণ করতে পছন্দ করেন। তিনি বাংলাদেশের বেশির ভাগ জায়গা মোটরসাইকেল দিয়ে ভ্রমন করেছেন।
সম্প্রতি মাসদাক চৌধুরী এবং হ্যাভোলিন বাংলাদেশের মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর হয়েছে। এই চুক্তি স্বাক্ষরের সময় সেখানে হ্যাভোলিন বাংলাদেশের উধ্বর্তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বাংলাদেশের মোটো-ভ্লগিং জগতে মাসদাক চৌধুরীর নাম সবার উপরের দিকেই থাকবে। কারণ বাংলাদেশের মোটো-ভ্লগিং জগতে একমাত্র ব্যক্তি যিনি হজ্জ করার উদ্দেশ্য মোটরসাইকেল নিয়ে বাংলাদেশ থেকে সৌদি-আরব যাচ্ছেন।
যদিও উনি এর আগে একবার ওমরাহ পালনের উদ্দেশ্য নিয়ে রওনা হয়েছিলেন কিন্তু তখন করোনা শুরু হবার কারণে রাইড শেষ করতে পারেননি। তবে এবার আর সেই বাধা নেই। কিন্তু এবার তার সঙ্গী হয়ে হজ্জ পালন করতে যাচ্ছেন ওনার স্ত্রী।
এই যাত্রায় মাসদাক চৌধুরী সহযোগী হিসেবে পাচ্ছে হ্যাভোলিনকে। যারা তার এই যাত্রায় তাকে সহযোগিতা করবে। হ্যাভোলিন সব সময় প্যাশনেট বাইকারদের নিয়ে কাজ করে থাকে। যারা বাইক এবং বাইকিং জগতে অবদান রাখছেন, হ্যাভোলিন সব সময় তাদের পাশে থেকে এক সাথে কাজ করে যাচ্ছে।
এছাড়া এই যাত্রায় হ্যাভোলিন শুধু মাত্র সহযোগি হিসেবে থাকছে এমন নয়। তারা মাসদাক চৌধুরীকে এই যাত্রায় অন্যান্য সকল সুযোগ সুবিধা প্রদান করে থাকবে। এর সাথে বাইক, বাইকিং এবং বাইকারদের ভেতর ভাতৃত্ববোধ তৈরিতে উৎসাহি করে তুলবে।
অপরদিকে হ্যাভোলিন এর উদ্যোগ অন্যান্য কোম্পানিকেও উৎসাহি করবে। আমরা আশা করছি যে তাদের এই উদ্যোগ বাংলাদেশের মোটরসাইকেলের সংস্কৃতিকে আরও বেশি এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ।