হেমন্ত অফার ২০১৮ রোডমাস্টার বাংলাদেশ

This page was last updated on 08-Jul-2024 02:49pm , By Saleh Bangla

বাংলাদেশ মোটরসাইকেল ব্র্যান্ডের একটি ব্র্যান্ড হল রোডমাষ্টার । তারা তাদের বাইকে ট্যাগ লাইন ব্যবহার করে যেটি হল “মেড ইন বাংলাদেশ” । কমিউটার সেগমেন্টে তাদের ভাল মানের মোটরসাইকেল আছে । কিন্তু নেকড স্পোর্টস সেগমেন্টেও তাদের একটি মোটরসাইকেল আছে তা হল রোডমাষ্টার র‍্যাপিডো ১৫০ । কিছুদিন আগেই বাইকবিডি রোডমাষ্টার র‍্যাপিডো এর টেস্ট রাইড করে । বর্তমানে রোডমাষ্টার তাদের বাইকের উপর অফার দিচ্ছে । অফার এর নামকরন করা হয়েছে “হেমন্ত অফার ২০১৮” । 

হেমন্ত অফার ২০১৮

Roadmaster Hamanto Offer 2018

ModelPriceOffer Price
Prime 80cc67,90063,900
Prime 100cc91,90080,900
Delight96,90086,900
Velocity 100cc1,09,9001,04,900
Sprout 100cc92,90082,900
Plight95,90085,900
Rapido1,68,9001,56,900

 

<<<<< Click To See The Test Ride Review Of Roadmaster Rapido 150>>>>>

এই “হেমন্ত অফার ২০১৮” তে তারা তাদের বাইকের উপর ডিস্কাউন্ট দিয়েছে । তারা সর্বোচ্চ ১২,০০০/- টাকার ডিস্কাউন্ট দিয়েছে তাদের বাইকের উপর । রোডমাষ্টার তাদের র‍্যাপিডো ১৫০ বাইকে সর্বোচ্চ ১২,০০০ টাকার ডিস্কাউন্ট দিয়েছে । এই অফারে রোডমাষ্টার তাদের প্রত্যেকটি মোটরসাইকেলে ডিস্কাউন্ট দিচ্ছে । 

   রোডমাষ্টার র‍্যাপিডো ১৫০ হল ১৫০ সিসি সেগমেন্টের বাইক । যদিও বাইকটি নেকড স্পোর্টস সেগমেন্টের কিন্তু বাইকটি কমিউটিং এর জন্যও বেশ ভাল । এই সেগমেন্টের বেশ পাওয়ারফুল ইঞ্জিন এই বাইকটির । যদি আপনি এই বাইকটি সর্ম্পকে আরো বিস্তারিত জানতে চান তাহলে রোডমাষ্টার র‍্যাপিডো  সর্ম্পকে আমাদের টেস্ট রাইড আর্টিকেল পড়তে পারেন । 

Also Read: ১.৫ লক্ষ টাকার মধ্যে রোডমাস্টার বাইক এর দাম | বাইকবিডি September 2023   

১০০ সিসি সেগমেন্টে তাদের আছে রোডমাষ্টার প্রাইম ১০০সিসি । বাইকটি দেখতে বেশ চমৎকার । কমিউটার বাইক হিসেবে বাইকটি বেশ সুন্দর । বাইকটির ইঞ্জিন ১০০সিসি এর । ইঞ্জিনটিতে ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড ইউরো আইআইআই ইঞ্জিন দেওয়া আছে । ইঞ্জিনটি প্রায় ৬.০৫ বিএইচপি @ ৮০০০ আরপিএম এবং ৬.৫ এনএম টর্ক @ ৫০০০ আরপিএম দিতে সক্ষম । 

   ১০০ সিসি সেগমেন্টে রোডমাষ্টার এর বেশ স্টাইলিশ একটি বাইক আছে । সেই বাইকটি হল রোডমাষ্টার ভেলোসিটি । ১০০ সিসি সেগমেন্টে এই বাইকটি হল তাদের সব থেকে স্টাইলিশ বাইক । আপনি বাইকটির লুকস দেখে প্রথমে ভাববেন যে বাইকটি ১৫০সিসি । হ্যান্ডেলবার আপরাইট এবং স্পিডোমিটার ফুল ডিজিটাল সাথে ডিজিটাল রেভ কাউন্টার । বাইকটিতে পাওয়ারফুল ১০০সিসি ইঞ্জিন দেওয়া আছে । আপনি এই বাইকটি বিষয়ে আরো জানতে চাইলে আমাদের রোডমাষ্টার ভেলোসিটি এর টেস্ট রাইড রিভিউ দেখে আসতে পারেন । 

   এই “হেমন্ত অফার ২০১৮” মোটরসাইকেল মার্কেটে আলাদা একটি প্রতিদ্বন্দীতা নিয়ে আসবে । শীতকাল খুব শীঘ্রই আসছে । বর্তমানে প্রতিটা বাইক কোম্পানি অফার নিয়ে আসবে শীতকাল উপলক্ষ্যে । হয়ত রোডমাষ্টার এর অফারটির কারনে অন্যান্য কোম্পানি তাদের অফার জলদি উপস্থাপন করবে ।