লিফান ঈদ উল ফিতর ২০২৫ ফ্ল্যাশ সেল

This page was last updated on 18-Mar-2025 02:45pm , By Raihan Opu Bangla

লিফান নিয়ে নতুন করে বলার কিছু নেই। চাইনিজ ব্র্যান্ড গুলোর মধ্যে বাংলাদেশের বাজারে বর্তমানে অন্যতম সেরা অবস্থানে আছে লিফান। ঈদের খুশি বাইকারদের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে লিফান বাংলাদেশ নিয়ে এসেছে তাদের নতুন অবিশ্বাস্য বিগেস্ট ফ্ল্যাশ সেল অফার। এই অফারে বাইকাররা তাদের পছন্দের লিফান বাইকগুলো কিনতে পারবেন আকর্ষণীয় মূল্যে।

লিফান ঈদ উল ফিতর ২০২৫ ফ্ল্যাশ সেল

lifan-kpt-4v-eid-ul-fitr-2025-offer

গত ১৬ ই মার্চ লিফান বাংলাদেশ এর অফিশিয়াল ফেসবুক পেজ থেকে জানা যায়, তারা তাদের মোটরসাইকেল গুলোর নতুন মূল্য তালিকা প্রকাশ করেছেন।

Also Read: Bike Price In Bangladesh

  • 𝐋𝐈𝐅𝐀𝐍 𝐊𝐏 𝐊𝐏𝐫𝐨 𝟒𝐕 – বর্তমান মূল্য – ২,৭৫,০০০ টাকা মাত্র, পূর্ব মূল্য – ৩,১০,০০০ টাকা মাত্র
  • 𝐋𝐈𝐅𝐀𝐍 𝐊𝐏𝐓 𝟒𝐕 – বর্তমান মূল্য – ২,৮৫,০০০ টাকা মাত্র, পূর্ব মূল্য – ৩,৩৩,০০০ টাকা মাত্র। 
  • 𝐋𝐈𝐅𝐀𝐍 𝐊𝐏𝐕 𝐑𝐚𝐜𝐞 – বর্তমান মূল্য- ৩,৫০,০০০ টাকা মাত্র, পূর্ব মূল্য- ৩,৮৯,০০০ টাকা মাত্র।
  • 𝐋𝐈𝐅𝐀𝐍 𝐓𝟏𝟑 𝟏𝟓𝟎 𝐒𝐜𝐨𝐨𝐭𝐞𝐫 – বর্তমান মূল্য- ১,৭৫,০০০ টাকা মাত্র, পূর্ব মূল্য- ১,৯৯,০০০ টাকা মাত্র। 
  • 𝐋𝐈𝐅𝐀𝐍 𝐗𝐏𝐞𝐜𝐭 𝐍𝐁𝐒 – বর্তমান মূল্য – ২,৭৫,০০০ টাকা মাত্র, পূর্ব মূল্য- ৩,২০,০০০ টাকা মাত্র। 

lifan-k-pro-eid-ul-fitr-2025-offer

শুধু তাই ই নয়, এই ফ্ল্যাশ সেল এ নতুন মূল্য তালিকার পাশাপাশি থাকছে প্রত্যেক বাইকের দেশের যে কোন প্রান্তে ফ্রি হোম ডেলিভারি সার্ভিস সহ আরো অনেক সারপ্রাইজ!

অফারটি সীমিত সময়ের জন্য। বিস্তারিত জানতে নিকটস্থ লিফান শো-রুম অথবা রাসেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর অফিশিয়াল ফেসবুক পেজ ভিজিট করুন।