হিরো এইচএফ ডিলাক্স এর ফিচার রিভিউসমূহ
This page was last updated on 04-Jan-2025 10:21pm , By Saleh Bangla
হিরো এইচএফ ডিলাক্স হচ্ছে বাংলাদেশের সব থেকে বড় মোটরসাইকেল কোম্পানি হিরো মটকর্প এর মোটরসাইকেল । হিরো তার কমিউটার বাইক দ্বারা সাউথ এশিয়ান ও নর্থ আমেরিকান দেশের মোটরসাইকেল মার্কেট জুড়ে তাদের বিস্তার রয়েছে। হিরো এইচএফ ডিলাক্স হিরো কোম্পানির কমিউটার সেগমেন্টের মোটরসাইকেল । আবার হিরো বাইকের দাম কমানোর ফলে আরো বিক্রি বেড়ে গেছে । তাহলে চলুন দেখে আসি হিরো এইচএফ ডিলাক্স এর ফিচার রিভিউ ।
আপনারা জানেন যে হিরো কোম্পানি কমিউটার সেগমেন্টের উপর বেশি গুরুত্ব দেয় তাই তাদের বেশির ভাগ মোটরসাইকেল কমিউটার ক্যাটাগরির । এছাড়াও তাদের মোটরসাইকেলের দাম, ফিচার এবং মাইলেজও কমিউটার টাইপের । হিরো কোম্পানির স্পোর্টস বাইকগুলোও কমিউটিং ফোকাসড । যার কারনে তাদের বাইকের দাম কম হওয়া , মাইলেজ এবং সেলস সার্ভিস ভাল থাকায় বেশ জনপ্রিয় । হিরো এইচএফ ডিলাক্স ১০০ সিসির কমিউটার ক্যাটাগরির একটি বাইক । মোটরসাইকেলটি বেশির ভাগ কমিঊটার ব্যবহারকারীর উপর নির্ভর করে ডিজাইন করা হয়েছে ।
হিরো এইচএফ ডিলাক্স – ডিজাইন হিরো এইচএফ ডিলাক্স বেসিক টাইপ এবং হিরো মটকর্প এর মোটরসাইকেল থেকে ডিজাইন করা হয়েছে । মোটরসাইকেলটি বেশির ভাগ কমিউটিং এর নির্ভর করে ডিজাইন করা হয়েছে । বাইকটি স্পোর্টি না কিন্তু ডিজাইন ও কালার স্কিম অনেকটা ট্রেন্ডি করা হয়েছে । মোটরসাইকেলটিতে কালার স্কিম গ্লোসি সাথে গুড লুকিং স্টিকার দেওয়া আছে । ব্লোটেড মেটাল ফুয়েল ট্যাংক এ দুটি কার্ভ আছে আর দুই পাশে প্ল্যাস্টিক প্যানেল যেটার ডিজাইন খুব সিম্পল । সিট বেশ বড় এবং কর্ম্ফোটেবল । মোটরসাইকেলের হেডল্যাম্প এসেম্ববেলি দেখতে বেশ সুন্দর । হেড এসেম্ববেলি অনেকটা ডায়মন্ড শেপ এর এবং অডো প্যানেল এ্যানালগ সাথে ডাবল রাউন্ড পিট এসেম্ববল রয়েছে । সবদিক দিয়ে মোটরসাইকেলের লুকস এবং ডিজাইন বেশ সুন্দর এবং সিম্পল ।
হিরো এইচএফ ডিলাক্স – হুইল,ব্রেক এন্ড সাস্পেনশন হিরো এইচএফ ডিলাক্স কমিউটিং ফোকাসড মোটরসাইকেল । সিটিং এবং রাইডিং পজিশন স্ট্রেট এবং আপরাইট সাথে হ্যান্ডেল বার সলিড পাইপ, ফুট রেস্ট এবং অন্যান্য কন্ট্রোল লেভারস আছে বাইকটিতে । বাইকটির মেটাল গ্রাব রেইল, শাড়ি গার্ড এবং লেগ গার্ড কমিউটিং ফিচারসকে আরো উন্নত করে তুলেছে । কন্ট্রোলিং এবং রাইডিং ফিচার যেকোন বয়সের ব্যবহারকারীর জন্য বেশ ভাল । হিরো এইচএফ ডিলাক্স এর হুইলে এ্যালয় রিম সাথে আছে টিউব টাইপ টায়ার । এখানে দুটো হুইলে আছে ড্রাম টাইপ ব্রেক । এই ফিচারগুলো বাইকটির দাম অনেকখানি কমিয়েছে এবং যারা নতুন চালানো শিখছে তাদের জন্য খুব ভাল। হিরো এইচএফ ডিলাক্স দুটো সাস্পেনশনই অনেক ভারী জিনিস বহন করতে পারে । ফ্রন্ট সাস্পনশন হল হাইড্রোলিক টেলিস্কোপ টাইপ । রিয়ার সাস্পেনশন হল কয়েল স্প্রিং লোডেড ডাবল ইউনিট সাথে এ্যাটাচড সুইং আর্মস।
হিরো এইচএফ ডিলাক্স – ইঞ্জিন এন্ড স্পেসিফিকেশন হিরো এইচএফ ডিলাক্স এর ইঞ্জিন ১০০ সিসি কমিউটিং ফোকাসড ইঞ্জিন । বাইকটিতে খুব কম পাওয়ারে ভাল ফুয়েল এফেন্সি এবং টর্ক পাওয়া যায় । ইঞ্জিনটি সিঙ্গেল সিলিন্ডার, ফোর স্ট্রোক এবং এয়ার কুল্ড । ইঞ্জিনটি প্রায় ৮.৩৬ পিএস পাওয়ার এবং ৮.৫এনএম টর্ক দিতে সক্ষম । ইঞ্জিনে চারটি গিয়ার দেওয়ার ব্যবস্থা আছে এবং মানুয়্যাল কিক এবং ইলেক্ট্রিক সিস্টেম দ্বারা স্টার্ট করা যাবে । নিচে আরো তথ্য দেওয়া হল বাইকটির ফিচারস সর্ম্পকেঃ
Specification | Hero HF Deluxe |
Engine | Single Cylinder, Four Stroke, Air Cooled, OHC 2-Valve Engine |
Displacement | 97.2cc |
Bore x Stroke | 50.0mm x 49.5mm |
Compression Ratio | 9.9:1 |
Maximum Power | 6.15 KW (8.36 PS) @ 8,000RPM |
Maximum Torque | 8.5NM @ 5,000RPM |
Fuel Supply | Carburetor |
Ignition | DC, Digital CDI |
Starting Method | Electric & Kick Start |
Clutch Type | Wet, Multiple-Disc |
Lubrication | Wet Sump |
Transmission | 4-speed |
Dimension | |
Frame Type | Tubular Double Cradle |
Dimension (LxWxH) | 1,965mm x 720mm x 1,045mm |
Wheelbase | 1,235 mm |
Ground Clearance | 165 mm |
Saddle Height | 805 mm |
Weight (Kerb) | 107 kg (Kick) / 110 (Self) |
Fuel Capacity | 9.5 Liters |
Engine Oil | 1.0 Liters |
Wheel, Brake & Suspension | |
Suspension (Front/Rear) | Telescopic Hydraulic Shock Absorber / Swing arm with 2 step adjustable Hydraulic Shock Absorber |
Brake system (Front/Rear) | 130mm Drum / 110mm Drum |
Tire size (Front / Rear) | Front: 2.75 x 18 – 4 PR / 42 P Rear: 2.75 x 18 – 6 PR / 48 P |
Battery | 12V- 3 Ah (MF Battery) |
Head lamp | 12 V – 35 / 35 W (Halogen Bulb) |
Speedometer | Full Digital |
হিরো এইচএফ ডিলাক্স – ফিচারস ফিচারের দিক দিয়ে হিরো এইচএফ ডিলাক্স আমরা আগেই বলেছি কমিউটিং ফোকাসড । যদিও মোটরসাইকেলের ডিজাইন সিম্পল কিন্তু কমিউটার বাইকে যা যা লাগবে সব আছে । চলুন দেখে আসি ফিচারসগুলোঃ
- বাইকটির ডিজাইন সিম্পল এবং সলিড ।
- প্রতিদিনের কমিউটিং লাইফের জন্য বেশ ফোকসড বাইকটি ।
- কর্ম্ফোটেবল এবং কন্ট্রোলিং এর দিক দিয়ে বেশ ভাল ।
- সিটিং, রাইডিং এবং হ্যান্ডেলিং সব বয়সের জন্য ভাল ।
- ভাল পার্ফমেন্সের ইঞ্জিন যেটার ফিচার হিরো স্পেলন্ডার সিরিজ এর মতন ।
- শাড়ি গার্ড, ওয়াইডার গ্রাব রেইল এবং লেগ গার্ডও আছে ।
- ফুয়েল ট্যাংকের নিচে টুল কিট এবং ডকুমেন্ট বক্স আছে ।
- কিক এবং ইলেক্ট্রিক দুই সিস্টেমে চালু করা যায় ।
- ব্যাটারি মেইন্টেন্স ফ্রি এমএফ টাইপের তাই মেইন্টেন্স এর জন্য কোন সমস্যা হয় না ।
তাই পাঠকেরা , এই ছিল হিরো এইচএফ ডিলাক্স মোটরসাইকেলের ফিচারস রিভিউ । আশা করি আমরা আপনাদের কাছে বাইকটির সর্ম্পকে পুরো তুলে ধরতে পেরেছি । আপনি যদি কমিউটার বাইক ব্যবহার করতে চান তাহলে আপনার জন্য এই বাইকটি পারফেক্ট । সেলস সার্ভিস এর দিক দিয়ে আপনারা জানেন যে পুরো বিশ্বে এর সার্ভিস খুব সহজে পাওয়া যায় । তাই আমাদের মতে হয়ত বাইকটি আপনাদের চয়েজ লিস্টে জায়গা করে নেবে ।Also Read: Hero HF Deluxe price in BD