ইয়ামাহা বাংলাদেশ দিচ্ছে সেপ্টেম্বর টু রিমেম্বার ক্যাশব্যাক অফার ২০২৩
This page was last updated on 01-Aug-2024 05:56am , By Raihan Opu Bangla
বাংলাদেশের প্রিমিয়ার মোটরসাইকেল ব্র্যান্ড হচ্ছে ইয়ামাহা মোটরসাইকেল। ইয়ামাহা তাদের কাস্টোমারদের জন্য সব সময় ভিন্ন ভিন্ন অফার নিয়ে হাজির হয়ে থাকে। তাই সেপ্টেম্বর মাস উপলক্ষ্যে ইয়ামাহা তাদের কাস্টোমারদের জন্য নিয়ে এসেছে “সেপ্টেম্বর টু রিমেম্বার”।
ইয়ামাহা বাংলাদেশ দিচ্ছে সেপ্টেম্বর টু রিমেম্বার ক্যাশব্যাক অফার ২০২৩
এই অফারটি মুলত একটি ক্যাশব্যাক অফার। তাছাড়া এই অফারটি দেয়া হচ্ছে ইয়ামাহা এর জনপ্রিয় সিরিজ Yamaha FZS সিরিজে। এই সিরিজের সবচেয়ে জন প্রিয় মোটরসাইকেল হচ্ছে Yamaha FZS Fi V2।
বাংলাদেশে FZS Fi V3 মডেলটি লঞ্চ হবার পর থেকেই ইয়ামাহা লাভারদের মাঝে বেশ সাড়া ফেলে। বিশেষ ভাবে নেকেড কমিউটার স্পোর্টস মডেল হিসেবে বাইকটি বেশ জনপ্রিয়।
ইয়ামাহা এর “সেপ্টেম্বর টু রিমেম্বার” ক্যাশব্যাক অফারে FZS Fi V2 DD বাইকটিতে ইয়ামাহা দিচ্ছে ৫,০০০ টাকার ক্যাশব্যাক। এছাড়া FZS Fi V3 ভিন্ন ভিন্ন মডেলে থাকছে ভিন্ন ভিন্ন ক্যাশব্যাক অফার।
- FZ-S FI V2 DD-এ থাকছে ৫,০০০ টাকা ক্যাশব্যাক!
- FZ-S FI V3 ABS (BS4)-এ থাকছে ৭,৫০০ টাকা ক্যাশব্যাক!
- FZ-S FI V3 ABS (BS6)-এ থাকছে ৫,০০০ টাকা ক্যাশব্যাক!
- FZ-S FI V3 ABS Vintage Edition-এ থাকছে ১৩,৫০০ টাকা ক্যাশব্যাক!
বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের অথোরাইজড শোরুম থেকে এই ক্যাশব্যাক অফারটি উপভোগ করতে পারবেন। এই অফারটি পরবর্তি কোন ঘোষণা না দেয়া পর্যন্ত চলবে।
তবে ইয়ামাহা তাদের নেকেড স্পোর্টস মডেল Yamaha MT15 ও স্পোর্টস সিরিজ Yamah R15 এর কোন ভার্সনে কোন ধরনের ক্যাশব্যাক বা ছাড় দিচ্ছে না। যদিও আমরা আশা করছি পরবর্তিতে এই মডেল গুলোর উপর ইয়ামাহা ক্যাশব্যাক বা ছাড় প্রদান করবে।
বাংলাদেশে ইয়ামাহা এর অফিশিয়াল ডিস্ট্রিবিউটর হচ্ছে এসিআই মোটরস লিমিটেড। তারা ইয়ামাহা লাভারদের জন্য সব সময় অফার এবং বিভিন্ন ধরনের আয়োজন নিয়ে হাজির হয়ে থাকে।
Also Read: ইয়ামাহা ভ্যালেন্টাইন ক্যাশব্যাক অফার
আপনি যদি ইয়ামাহার FZS সিরিজের ফ্যান হয়ে থাকেন। তবে এই ক্যাশব্যাক অফারটিতে আপনি আপনার পছন্দর বাইকটি ক্রয় করতে পারবেন। মোটরসাইকেলের দাম, তথ্য ও টিপস জানতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ।