সুজুকি মোটরসাইকেল ৬মাসের ০% কিস্তি সুবিধা

This page was last updated on 06-Jan-2025 04:15pm , By Raihan Opu Bangla

সুজুকি মোটরসাইকেল ৬মাসের ০% কিস্তি সুবিধা:

বাংলাদেশে মোটরসাইকেল এর দাম ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। তাই যারা মোটরসাইকেল ক্রয় করতে চাচ্ছে তারা কিছুটা হলেও সমস্যায় পরছেন। এই সমস্যা সমাধানে সুজুকি মোটরসাইকেল বাংলাদেশ তাদের কাস্টোমারদের জন্য এসেছে দারূণ এক অফার।

আপনি চাইলে এখন আপনার প্রিয় সুজুকি মোটরসাইকেল কিস্তি সুবিধা ও ৬ মাসের ০% ইন্টারেস্ট রেট হারে বাইক ক্রয় করতে পারবেন। তবে আপাতত এই সুবিধা ঢাকা ও চট্টগ্রামের ফ্ল্যাগশীপ শোরুমে পাওয়া যাবে। 

সুজুকি ফ্ল্যাগশীপ শোরুম –

  • ঢাকা ফ্ল্যাগশীপ শোরুম (তেজগাও)
    ২২৬ তেজগাও ১/এ (গুলশান-তেজগাও লিংক রোড), ঢাকা 
  • ঢাকা ফ্ল্যাগশীপ শোরুম (ধানমন্ডি)
    নতুন ৮০, র‍্যাংফস পানোরামা, সাত মসজিদ, ধানমন্ডি ২৭, ঢাকা
  • চট্টগ্রাম ফ্ল্যাগশীপ শোরুম
    মৌজা-পূর্ব নাসিরাবাদ, ১, শহীদ আব্দুল হালিম রোড, জিইসি ক্রসিং, চট্টগ্রাম

যেসব ব্যাংক থেকে এই কিস্তি সুবিধা পাওয়া যাবে যেই ব্যাংক গুলো হচ্ছে, Bank Asia PLC, Eastern Bank PLC, Brac Bank PLC, Meghna Bank PLC, Dutch-Bangla Bank, NRB Bank, City Bank, এবং Mutual Trust Bank PLC। তবে এই অফারটি শুধু মাত্র ক্রেডিট কার্ডের জন্য প্রযোজ্য হবে। 

এই অফার সম্পর্কে জানতে এবং গ্রহণ করতে সরাসরি সুজুকি ফ্ল্যাগশীপ শোরুমে যোগাযোগ করুন। তবে শুধু মাত্র ঢাকা ও চট্টগ্রামে অবস্থিত ফ্ল্যাগশীপ শোরুমের জন্য প্রযোজ্য হবে। তাই আপনি যদি এই অফারটি সম্পর্কে জানতে আগ্রহী হয়ে থাকেন তবে সুজুকি ফ্ল্যাগশীপ শোরুমে যোগাযোগ করুন। 

Also Read: কিস্তিতে মোটরসাইকেল কিনতে চাই - কি করনীয়? বাইকবিডি

এছাড়া মোটরসাইকেল সম্পর্কিত সকল সাম্প্রতিক খবর, মোটরসাইকেল ব্র্যান্ড, মোটরসাইকেলের দাম, রাইডিং টিপস সহ সব জানতে আমাদের ওয়েব সাইটে চোখ রাখুন। ধন্যবাদ।