বিশ্বে সবচেয়ে বেশি মোটরসাইকেল ব্যবহৃত স্থান এবং বাংলাদেশের অবস্থান

This page was last updated on 14-Dec-2025 12:48pm , By Badhan Roy

ব্যস্ত নগরীতে সহজে এবং দ্রুত যাতায়াতের জন্য মোটরসাইকেল খুবই জনপ্রিয় একটি বাহন। এক সময় মানুষ কেবলমাত্র শখে মোটরসাইকেল ব্যবহার করলেও বর্তমানে এটি মানুষের প্রয়োজন হিসেবে বিবেচিত হচ্ছে। সেই দিক বিবেচনায় দিন দিন মোটরসাইকেলের চাহিদা এবং ব্যবহারকারীর সংখ্যা বেড়েই চলেছে। 

সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক জরিপ সংস্থা পিউ রিসার্চ সেন্টারের গবেষণা অনুযায়ী বিশ্বে সর্বাধিক জনপ্রিয় মোটরসাইকেল ব্যবহারকারী পাওয়া গিয়েছে এশিয়া মহাদেশে। তো চলুন সেসূত্রে জেনে নেওয়া যাক বিশ্বে কোন কোন দেশে মোটরসাইকেল ব্যবহারকারীর সংখ্যা বেশি এবং বাংলাদেশের অবস্থান কত তম।

 বিশ্বে সবচেয়ে বেশি মোটরসাইকেল ব্যাবহৃত স্থান এবং বাংলাদেশের অবস্থান

বিশ্বে সবচেয়ে বেশি মোটরসাইকেল ব্যবহৃত স্থান এবং বাংলাদেশের অবস্থান

যুক্তরাষ্ট্রভিত্তিক জরিপ সংস্থা পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক গবেষণা অনুযায়ী এশিয়ায় সর্বাধিক বেশি মোটরসাইকেল ব্যবহারকারী রয়েছে থাইল্যান্ডে। অধিকাংশই স্কুটার ব্যবহারকারী হওয়ার কারনে থাইল্যান্ড কে কোটি স্কুটারের দেশ ও বলা হয়ে থাকে। থাইল্যান্ডে প্রায় ১ কোটি ৮০ লক্ষ পরিবারের বসবাস রয়েছে এবন আশ্চর্য্যের বিষয় এখানে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা প্রায় ১ কোটি ৫০ লক্ষ। অর্থাৎ জরিপ অনুযায়ী প্রায় ৮৭% মানুষ থাইল্যান্ডে মোটরসাইকেল ব্যবহার করেন। 

বিশ্বে মোটরসাইকেল ব্যবহারকারীদের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনাম। ভিয়েতনামেও প্রায় ৮৬ শতাংশ পরিবারের কাছে অন্তত একটি করে মোটরসাইকেল রয়েছে এবং এই সংখ্যা ক্রমশই বাড়ছে। যদিও ভিয়েতনামে বর্তমানে যানজটের একটি বড় কারন প্রয়োজনের অতিরিক্ত মোটরসাইকেল এবং দুঃখের বিষয় হচ্ছে সম্প্রতি মোটরসাইকেল ব্যবহার নিরৎসাহিত করার উদ্দেশ্যে ভিয়েতনাম সরকার কিছু পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন। 

ইন্দনেশিয়ান বাইক এবং বিভিন্ন পার্টস আমাদের বরাবরই প্রিয়। মোটরসাইকেল ব্যবহারকারীদের মধ্যে শীর্ষে থাকা ৩য় দেশ হিসেবে রয়েছে সেই ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়াতে শুধুমাত্র রাজধানী জাকার্তা শহরেই প্রতিদিন ১.৫ লক্ষ মোটরসাইকেল চলাচল করে যেখানে অন্যান্য গাড়ি চলাচল করে সব মিলিয়ে ৫০ লক্ষের ও কম। গবেষণা অনুযায়ী ইন্দোনেশিয়াতে ৮৫ শতাংশ মানুষ মোটরসাইকেল ব্যবহার করে। 

তালিকায় চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছে মালয়েশিয়া এবং চীন। মালয়েশিয়াতে মোট জনসংখ্যার অনুপাতে ৮৩ শতাংশ পরিবারে অন্তত একটি করে মোটরসাইকেল রয়েছে। অপরদিকে চায়নায় সহজে যাতায়াতের জন্য বর্তমানে প্রায় ৬০ শতাংশ মানুষ মোটরসাইকেল বা ই-বাইক ব্যবহার করেন। 

এই গবেষণার তথ্য অনুযায়ী বাংলাদেশের অবস্থান কিন্তু বিশ্বের শীর্ষ ১০ দেশের মধ্যেই। বাংলাদেশের অবস্থান তালিকার নবম স্থানে। বাংলাদেশে প্রায় ১৮ শতাংশ পরিবারের অন্তত একজন মোটরসাইকেল ব্যবহার করেন। অন্যান্য যানবাহন থেকে তূলনামূলক অনেক কম দাম, সহজ মেইনটেইনেন্স এর সুবিধা, সহজ ও কম পার্কিং স্পেস এবং জ্বালানী সাশ্রয় এর কারনে দিন দিন মোটরসাইকেল ব্যাবহারকারীদের সংখ্যা বাংলাদেশেও বাড়ছে।

বাইক বিষয়ক সকল তথ্য ও আপডেটের জন্য বাইকবিডির সাথেই থাকুন।