সুজুকি সার্ভিস অফার - ৬৬% পর্যন্ত ডিস্কাউন্ট অফার
This page was last updated on 07-Jan-2025 11:05am , By Raihan Opu Bangla
সুজুকি সার্ভিস অফার - ৬৬% পর্যন্ত ডিস্কাউন্ট অফার
জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ডের কথা যদি বলা হয় তবে বাংলাদেশে সুজুকির নামটি চলে আসবে। সুজুকি তাদের জিক্সার মডেলটির মধ্যে বাইকারদের মনে জায়গা করে নিয়েছে। সম্প্রতি সুজুকি তাদের কাস্টোমারদের জন্য নিয়ে এসেছে মোটরসাইকেল সার্ভিস অফার।
সুজুকি মোটরবাইকদের জন্য নিয়ে এলো সর্বোচ্চ ৬৬% ছাড়ে আকর্ষণীয় সার্ভিস প্যাকেজ। সর্বমোট ৩টি প্যাকেজে রয়েছে, ৫৫৫ টাকা, ৭৭৭ টাকা এবং ১,৪৪৪ টাকা। এই তিনটি প্যাকেজ আলাদা আলাদা নামে পরিচিত।
এই তিনটি প্যাকেজ হচ্ছে এক্সিকিউটিভ, প্রিমিয়াম এবং সিগনেচার। কাস্টোমারদের সুলভ মুল্যে সার্ভিস দেয়ার জন্য সুজুকি তাদের এই অফারটি দিচ্ছে। এই অফারটি পরবর্তি কোন ঘোষণা না দেয়া পর্যন্ত চলবে।
আপনি যদি এই অফারটি গ্রহণ করতে চান তবে সুজুকির সার্ভিস ও শোরুম সেন্টারে যোগাযোগ করুন। বিস্তারিত জানতে দ্রুত যোগাযোগ করুন।
এছাড়া বর্তমানে বাংলাদেশ উচ্চ সিসির বাইকের মার্কেটে প্রবশ করেছে। আমরা আশা করছি সুজুকি তাদের উচ্চ সিসির বাইক গুলো বাংলাদেশ দ্রুত লঞ্চ করবে এবং আমরা কিছু নতুন ও এক্সক্লুসিভ মডেলের মোটরসাইকেল বাংলাদেশে দেখতে পাবো।