সাইলেন্সার থেকে ধোঁয়া বের হওয়ার কারন এবং এমন হলে কি করনীয়
This page was last updated on 27-Jul-2024 10:33am , By Raihan Opu Bangla
বাইকের সাইলেন্সার থেকে ধোঁয়া বের হওয়ার কারন এবং এমন হলে কি করনীয় এটা আমরা অনেকেই জানি না। আবার আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা বাইকের সাইলেন্সার থেকে ধোঁয়া বের হলে অনেক চিন্তায় পরে যান। কিন্তু আপনি যদি বাইকের সাইলেন্সার থেকে ধোঁয়া বের হওয়ার কারন জানেন তাহলে আপনার অতিরিক্ত চিন্তা করার কোন প্রয়োজন হবে না।
বাইকের সাইলেন্সার থেকে কালো ধোঁয়া অথবা সাদা ধোঁয়া বিভিন্ন কারনে বের হতে পারে। তবে বেশির ভাগ সময় যে কারনে সাইলেন্সার থেকে ধোঁয়া বের হয় সেই কারণগুলো আজ আপনাদের সামনে তুলে ধরা হলো।
সাইলেন্সার থেকে ধোঁয়া বের হওয়ার কারনঃ
১- ইঞ্জিন অয়েলের কারনেঃ
আপনার বাইকে যদি কোন কারনে নকল ইঞ্জিন অয়েল দিয়ে থাকেন অথবা খারাপ কোয়ালিটির ইঞ্জিন অয়েল দিয়ে থাকেন তাহলে বাইকের সাইলেন্সার থেকে ধোঁয়া বের হতে পারে। আবার অনেক সময় আমাদের বাইকের ইঞ্জিন অয়েল কমে যায়, বাইকের ইঞ্জিন অয়েল যদি কমে যায় তাহলে বাইকের সাইলেন্সার থেকে ধোঁয়া বের হতে পারে।
বাইকের ইঞ্জিন অয়েল যেমন কমে যাওয়া ঠিক না ঠিক তেমনি বাইকে যদি অতিরিক্ত ইঞ্জিন অয়েল দিয়ে দেন তাহলেও অনেক সময় আপনার বাইকের সাইলেন্সার থেকে ধোঁয়া বের হতে পারে।
২- খারাপ ফুয়েল ব্যবহার করলেঃ
আমাদের বাইকের সাইলেন্সার থেকে ধোঁয়া বের হওয়ার অন্যতম প্রধান কারন হচ্ছে খারাপ ফুয়েল ব্যবহার করা। আমাদের দেশে খারাপ ফুয়েলের জন্য অধিকাংশ বাইকের ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। আপনি যখন বাইকে খারাপ ফুয়েল নিবেন তখন আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হবে বাইকের মাইলেজ কম পাবেন এবং বাইকে বিভিন্ন সমস্যা দেখা দিবে।
এখন কথা হচ্ছে ভালো ফুয়েল আপনি কিভাবে চিনবেন ? ভালো ফুয়েল চেনার বেশ কিছু উপায় আছে। সেই সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের লিংকে দেয়া আর্টিকেলটি পড়ুন।
আরও পড়ুন >> ভালো অকটেন চেনার উপায় । জানুন বিস্তারিত। বাইকবিডি
৩- ফুয়েল ইঞ্জেক্টর অথবা ইঞ্জিনে সমস্যা হলেঃ
আমাদের দেশে অধিকাংশ নতুন বাইকগুলোতে ফুয়েল ইঞ্জেক্টর সিস্টেম ব্যবহার করা হচ্ছে। যদি আপনার বাইকের ফুয়েল ইঞ্জেক্টর ঠিকভাবে কাজ না করে অথবা আপনি যদি বাইকের ফুয়েল ইঞ্জেক্টর অনেকদিন ধরে পরিষ্কার না করে থাকেন তাহলে আপনার বাইকের সাইলেন্সার থেকে সাদা ধোঁয়া বের হতে পারে। আবার আপনার বাইকের সিলিন্ডার পিস্টনে যদি কোন সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনার বাইকের সাইলেন্সার থেকে ধোঁয়া বের হতে পারে।
৪- কুলেন্ট সিস্টেমে সমস্যা হলেঃ
আপনার বাইকে যদি কুলেন্ট সিস্টেম থাকে এবং এই সিস্টেম যদি ঠিকভাবে কাজ না করে তাহলে আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হয়ে যাবে এবং বাইকের ইঞ্জিন অয়েল কমে যাওয়ার সম্ভাবনা থাকে। বাইকের কুলেন্ট সিস্টেম যদি কাজ না করে অনেক সময় বাইকের ইঞ্জিন থেকে ধোঁয়া বের হয়।
৫- বাইক ওয়াশের সময় তেল জাতীয় পর্দাথ লাগলেঃ
আমরা অনেকেই বাইক ওয়াশের পর বাইকে তেল দিয়ে থাকি। কিন্তু এই তেল যদি আপনার সাইলেন্সারের আশেপাশে অথবা ইঞ্জিনের অন্য অংশে লেগে থাকে তাহলে উক্ত স্থান থেকে ধোঁয়া বের হবে। আর এমনটা হলে আমরা অনেকেই চিন্তায় পরে যায়। কিন্তু বাইক ওয়াশের পর এমন কোন সমস্যা হলে চিন্তার কোন কারন নেই এটা একাই ঠিক হয়ে যায়।
সাইলেন্সার থেকে ধোঁয়া বের হওয়ার কারন এবং এমন হলে কি করনীয় সেটা জানা থাকলে আপনি নিজেই এই সমস্যার সমাধান করতে পারবেন। যদি এই সব কিছু ঠিক থাকার পরও আপনার বাইকের সাইলেন্সার থেকে ধোঁয়া বের হতে থাকে তাহলে আপনার বাইকটি সার্ভিস সেন্টারে নিয়ে যান এবং অভিজ্ঞ কারো সাহায্য নিন।