ঈদ উপলক্ষ্যে লিফান নিয়ে এসেছে লিফান ঈদ অফার ২০১৮ ।

This page was last updated on 11-Jul-2024 04:11am , By Saleh Bangla

লিফান বাংলাদেশের চাইনিজ মোটরসাইকেল কোম্পানিগুলোর মধ্যে অন্যতম। তারা বাংলাদেশের অন্যতম জনপ্রিয় চাইনিজ মোটরসাইকেল কোম্পানি, এবং তারা তাদের এই সুখ্যাতি পেয়েছে মূলত লিফান কেপিআর ১৫০ বাইকটির মাধ্যমে। রমজান মাস এবং ঈদ উপলক্ষ্যে তারা নিয়ে এসেছে লিফান ঈদ অফার ২০১৮ ।

 ঈদ উপলক্ষ্যে লিফান নিয়ে এসেছে লিফান ঈদ অফার।

lifan-kpr-165r-price-in-bagnladesh-lifan-eid-offer-2018

লিফান ঈদ অফার ২০১৮ 

মডেলপূর্বের মূল্যবর্তমান মূল্য
KPR 165R২,১৯,৯০০২,১৫,০০০
KPS 150১,৭৫,০০০১,৬৯,০০০
Glint 100৯৩,০০০৮৩,০০০
V80 Xpress৮১,০০০৭৪,০০০

সম্প্রতি লিফান বাংলাদেশে লিফান কেপিআর ১৬৫আর বাইকটি লঞ্চ করেছে। যেহেতু বাংলাদেশের অনেক কোম্পানিই ১৬০ সিসির বাইক লঞ্চ করছে, কাজেই এই ট্রেন্ডের মধ্য থেকেই লিফান কেপিআর ১৬৫আর বাইকটি লঞ্চ করা হয়েছে। 

lifan-eid-offer-2018-kpr-165r-price-2018

 লিফান কেপিআর ১৬৫আর বাইকটিতে রয়েছে একটি ১৬৫ সিসি ফোর স্ট্রোক, সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুলড ইঞ্জিন। ইঞ্জিনটিতে ইলেকট্রনিক ফুয়েল ইনজেকশন সিস্টেম রয়েছে। ইঞ্জিনটি ১৬.৮ বিএইচপি শক্তি এবং ১৭ নিউটন মিটার টর্ক উতপন্ন করে। বাইকটিতে ৬ স্পীড ট্রান্সমিশন রয়েছে, এবং বাইকটির ফুয়েল ট্যাংক ১৪ লিটার তেল ধারনক্ষমতা সম্পন্ন।

>>Lifan KPR165R এর ফার্স্ট ইমপ্রেহসন ভিডিও দেখতে এখানে ক্লিক করুন<<


এছাড়াও আরেকটি বাইকে ঈদ অফারে ডিসকাউন্ট চলছে, এবং সেটি হচ্ছে লিফান কেপিএস ১৫০। এটি একটি ১৫০ সিসির বাইক। এতে একটি ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার ওয়াতার কুলড ইঞ্জিন রয়েছে। বাইকটির ইঞ্জিন ১৪.৮ বিএইচপি শক্তি এবং ১৪ নিউটন মিটার টর্ক উতপন্ন করে। লিফান কেপিএস ১৫০ বাইকটি সম্পর্কে বিস্তারিত জানতে দেখুন আমাদের লিফান কেপিএস ১৫০ টেস্ট রাইড রিভিউ আর্টিকেল।

lifan-kps-150-review

 লিফান আরো দুটি বাইকের দাম কমিয়েছে। একটি হচ্ছে লিফান গ্লিন্ট ১০০, অন্যটি হচ্ছে ভিক্টর আর ভি৮০ এক্সপ্রেস। লিফান গ্লিন্ট ১০০ একটি ১০০ সিসি কমিউটার বাইক। বাইকটিতে একটি ৯৯ সিসি ইঞ্জিন রয়েছে যেটা ৫.৮ বিএইচপি শক্তি এবং ৭.৮ বিএইচপি টর্ক উতপন্ন করে। ১০০ সিসি বাইক হিসেবে এটি একইসাথে পাওয়ারফুল এবং কমফোর্টেবল।

Lifan Glint 100 এর ফার্স্ট ইমপ্রেশন ভিডিও

ভিক্টর-আর ভি৮০ একটি ৮০ সিসি বাইক। বাইকটি ইঞ্জিন হচ্ছে ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড ইঞ্জিন। ইঞ্জিনটি ৫ বিএইচপি শক্তি এবং ৪.৫ নিউটন মিটার টর্ক উতপন্ন করে। 

lifan-eid-offer-2018

 যদিও লিফান ঈদ অফার উপলক্ষ্যে লিফান কেপিআর ১৬৫আর এর দাম কমিয়েছে, কিন্তু লিফান কেপিআর ১৫০ এর বিক্রয়মূল্য একই রয়েছে। এই লিফান ঈদ অফার ২০১৮ চলবে ঈদের আগের রাত পর্যন্ত চলবে।