১২ মাসের কিস্তিতে লিফান মোটরসাইকেল!

This page was last updated on 31-Jul-2024 06:21am , By Raihan Opu Bangla

কোভিড-১৯ এর পর অনেকেই টু-হুইলার মানে বাইক বা স্কুটার এর দিকে অনেক বেশি আগ্রহী হয়ে উঠেছেন। বর্তমানে আমরা রাস্তায় অনেক বেশি বাইক বা স্কুটার দেখতে পাচ্ছি। আর এই কারণে মোটরসাইকেল কোম্পানি গুলো তাদের বাইক ও স্কুটারের উপর বিভিন্ন ধরনের অফার প্রদান করছে। রাসেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশে লিফান মোটরসাইকেল এর একমাত্র অফিশিয়াল ডিস্ট্রিবিউটর। রাসেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড তাদের কাস্টোমারদের জন্য নিয়ে এসেছে এক সুবর্ণ সুযোগ। এখন লিফানের যেকোন বাইক বা স্কুটার ক্রয় করা যাবে ১২ মাসের ০% ইনস্টলমেন্ট কিস্তি সুবিধা নিয়ে।

১২ মাসের কিস্তিতে লিফান মোটরসাইকেল!

  

বাংলাদেশে চাইনিজ ব্র্যান্ড গুলোর মধ্যে লিফান অনেক বেশি জনপ্রিয় একটি ব্র্যান্ড। লিফানই বাংলাদেশে প্রথম বাজেট স্পোর্টস বাইক নিয়ে আসে। যারা স্পোর্টস বাইক চালাতে চাচ্ছেন, কিন্তু বাজেট এর কারণে ক্রয় করতে পারছেন না। তাদের জন্য লিফান নিয়ে আসে Lifan KPR সিরিজ।

তাই যাদের বাজেট কম কিন্তু স্পোর্টস বাইক রাইড করতে চাচ্ছেন তারা কেপিআর সিরিজ ক্রয় করতে পারেন। এছাড়া লিফানের নেকেড স্পোর্টস, ক্রুজার, ট্যুরিংসহ ভিন্ন ভিন্ন সেগমেন্টে ভিন্ন ভিন্ন মডেলের বাইক রয়েছে। এখন রাসেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড নিয়ে এসেছে ১২ মাসের ০% ইন্টারেস্ট সুবিধা। যেখানে কাস্টোমাররা কয়েকটি সিলেক্টেড ব্যাংক থেকে এই সুবিধা নিতে পারবেন।

  • লংকা বাংলা ফাইন্যান্স লিমিটেড
  • ব্র্যাক ব্যাংক লিমিটেড
  • ইস্টার্ণ ব্যাংক লিমিটেড
  • সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড
  • প্রিমিয়ার ব্যাংক লিমিটেড

Lifan KPR165R NBF2 Test Ride Review

 

উপরোক্ত ব্যাংক গুলো থেকে কাস্টোমাররা কিস্তি সুবিধার মাধ্যমে বাইক ক্রয় করতে পারবেন। আর ১২ মাসের জন্য কোন ধরনের ইনস্টলমেন্ট দিতে হবে না। এতে করে কাস্টোমাররা খুব সহজেই বাইক ক্রয় করতে পারবেন। অপরদিকে লিফান সম্প্রতি বাংলাদেশে লঞ্চ করেছে তাদের স্টাইলিশ স্কুটার Lifan KPV 150। এই স্কুটারটির তিনটি ভার্সন রয়েছে। একটি এবিএস ছাড়া ও অপর দুটি হচ্ছে এবিএসসহ। এদের মধ্যে কালার ভার্সন আলাদা রয়েছে কুইন এবং ইয়াং এডিশন। প্রতিটি এডিশনের প্রাইস হচ্ছে -

  • Lifan KPV 150 (Non ABS) is BDT 280 000
  • Lifan KPV 150 (With ABS) is BDT 299 000
  • Lifan KPV 150 (Queen and Youth Edition with ABS) is BDT 310 000

 

বর্তমানে স্কুটারটির প্রি-অর্ডার চলছে। এই প্রি-অর্ডারের সাথে অফার হিসেবে থাকছে দুই বছর রেজিস্ট্রেশন ফি ফ্রী। এই প্রি-অর্ডারের সময় খুব সীমিত সময়ের জন্য। লিফানের স্পোর্টস, নেকেড এবং ট্যুরিংসহ ভিন্ন সেগমেন্ট অনেক গুলো মডেলের বাইক রয়েছে। এই ইনস্টলমেন্ট সুবিধা লিফান বাইকপ্রেমীদের সহায়তা করবে তাদের পছন্দের লিফান বাইকটি ক্রয় করতে। ধন্যবাদ।