ঢাকা ও আশে পাশের বাইকারদের নিয়ে আয়োজিত হল বাইকবিডি মটো মিট আপ মে ২০২৩

This page was last updated on 30-Jul-2024 07:45am , By Raihan Opu Bangla

সম্প্রতি বাইকবিডি ঢাকা এবং এর আশে পাশে থাকা গ্রুপ মেম্বারদের নিয়ে আয়োজন করেছে “Moto Meet Up”। খুব ছোট পরিসরে ঢাকাস্থ এক রিসোর্টে বাইকবিডি গ্রুপের একটিভ মেম্বারদের নিয়ে আয়োজন করা হয়েছে এই মটো মিট আপ।

গত ২৬মে, ২০২৩ তারিখে ঢাকাস্থ পূর্বাচল ৩০০ফিট এ অবস্থিত জঙ্গল বাড়ি রিসোর্টে আয়োজিত হয়েছে “Moto Meet Up”। বাইকবিডি গ্রুপের একটিভ মেম্বারদের নিয়ে আয়োজিত হয়েছে এই মটো মিট আপ। এরপর দেশের প্রতিটি জায়গাতেই গ্রুপের একটিভ মেম্বারদের নিয়ে আয়োজন করা হবে মটো মিট আপ। 

কি ছিল এই মটো মিট আপ বা কিভাবে আয়োজন করা হল এই মটো মিট আপ। কারা অংশ গ্রহণ করলেন এবং তাদের জন্য কি কি আয়োজন ছিল এখানে। 

মুলত বাইকবিডি গ্রুপে যারা বর্তমানে অনেক বেশি একটিভ বা যাদের একটিভিটি অনেক বেশি পরিমাণে পরিলক্ষিত হয়েছে সেই সমস্ত মানুষদের নিয়ে আয়োজিত হয়েছে এই মটো মিট আপ। আর মটো মিট আপ এ তাদের জন্য নানা ধরনের আয়োজন ছিল। 

শুরুতেই সকালে সকলে সারি বদ্ধ ভাবে রেজিস্ট্রেশনের মাধ্যমে রিসোর্টে প্রবেশ করেন। এরপর বাইকারদের নিয়ে সারা দিনের কার্যক্রম শুরু হয়। 

সেখানে সুইমিং পুলে সবার জন্য আলাদা গেমসের ব্যবস্থা করা হয়। যেখানে বিজয়ীদের জন্য ছিল আকর্ষণীয় উপহার। এছাড়া গরমে সুইমিং পুলে সবাই অনেক আনন্দ করেন এবং এর সাথে গেমস গুলো অংশ গ্রহন করেন। 

সুইমিং পুলের পর সবাই এক সাথে দুপুরের খাবার পরিবেশন করা হয়। এরপর বাইকারদের জন্য ছিল বিকেলের আয়োজন যেখানে র‍্যাফল ড্র, গেমস সহ অনেক ইভেন্ট ছিল। বাইকবিডির সাথে যুক্ত ছিল হ্যাভোলিন, মটোমেক্স, টোটাল টুলস, মটো কেয়ার ইভেন্টের পার্টনার হিসেবে যুক্ত ছিল। এছাড়া সার্বিক সহযোগীতায় ছিল পার্টস বিক্রয় ডট কম।  

পার্টনারদের পক্ষ থেকে মটোমেক্স আমন্ত্রিত অতিথিদের জন্য বাইকের সার্ভিসের সু-ব্যবস্থা করেছিল। এতে করে যারা অনেক দিন বাইক সার্ভিস করেননি তারা এখান থেকে বাইক সার্ভিসের সুবিধা পেয়েছেন। এছাড়া টোটাল টুলসের প্রেশার ওয়াশ মেশিন দিয়ে বাইক ওয়াশ করার ব্যবস্থাও ছিল।

এর সাথে সাথে মটো কেয়ারে পক্ষ থেকেও বাইকের যত্ন নেয়ার জন্য পলিশ থেকে শুরু করে অন্যান্য প্রয়োজনীয় বাইক কেয়ার পন্য ছিল। 

ইভেন্টের শেষ পর্যায়ে র‍্যাফল ড্র অনুষ্ঠিত হয়। যেখানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এরপর বিকেলের নাস্তার পর সবাই নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে ইভেন্ট গ্রাউন্ড ত্যাগ করেন। 

আমন্ত্রিত বাইকাররা জানান যে এই ধরনের আয়োজন আরও বেশি বেশি করা উচিত। এতে করে বাইকারদের ভেতর ভ্রাতৃত্ববোধ বেড়ে উঠবে। এছাড়া তাদের মাঝে একটি সৌহার্ধ্যের বন্ধন তৈরি হবে। 

এই আয়োজনে বাইকাররা অনেক আনন্দিত। তারা আরও জানান যে, এই ধরনের আয়োজন পুরো দেশ জুড়ে করা উচিত। এতে করে ঢাকার বাইরের বাইকাররাও অনেক উপকৃত হবেন। বাইকবিডির পক্ষে ফাউন্ডার এবং চেয়ারম্যান শুভ্র সেন তার বক্তব্যে বলেন, আমরা আগামীতে পুরো দেশ জুড়ে বাইকারদের নিয়ে এই আয়োজন করা হবে। ধন্যবাদ।