ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ দিচ্ছে রেভ এন্ড সেভ জুলাই ক্যাশব্যাক অফার ২০২৪
This page was last updated on 02-Jul-2024 05:33am , By Raihan Opu Bangla
বাংলাদেশের জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড গুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড হচ্ছে ইয়ামাহা মোটরসাইকেল। জুলাই মাসের শুরুতেই ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ তাদের কাস্টোমারদের জন্য নিয়ে এসেছে রেভ এন্ড সেভ জুলাই ক্যাশব্যাক অফার ২০২৪।
এসিআই মোটরসাইকেল লিমিটেড বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেল এর অফিশিয়াল ডিস্ট্রিবিউটর। এই অফারটিতে ইয়ামাহা দিচ্ছে তাদের জনপ্রিয় মোটরসাইকেল মডেলে দিচ্ছে সর্বোচ্চ ১০,০০০ টাকা ক্যাশব্যাক।
- FZ-S FI V2 DD - ৫,০০০ টাকা ক্যাশব্যাক
- FZS V3 (BS4) - ৫,০০০ টাকা ক্যাশব্যাক
- FZS V3 (Vintage) (BS4) - ১০,০০০ টাকা ক্যাশব্যাক
- FZ-S FI V3 ABS (BS6) (Red Color) - ৮,৫০০ টাকা ক্যাশব্যাক
- FZ-S FI V3 ABS (BS6) - ৫,০০০ টাকা ক্যাশব্যাক
- FZ-S FI V3 ABS Deluxe (BS6) - ৫,০০০ টাকা ক্যাশব্যাক
- FZ-X 150 - ২,৫০০ টাকা ক্যাশব্যাক
এই অফারটি পরবর্তি ঘোষণা না দেয়া পর্যন্ত চলবে। আর অফারটি বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেল এর যেকোন অথোরাইজড শোরুম থেকে গ্রহণ করা যাবে। তাই আপনার পছন্দের ইয়ামাহা মোটরসাইকেল ক্রয় করতে আপনার কাছাকাছি ইয়ামাহা মোটরসাইকেল শোরুমে যোগাযোগ করুন।
সম্প্রতি গ্লোবাল ইয়ামাহা তাদের ৬৯ বর্ষপূর্তি পালন করেছে। এই উপলক্ষ্যে পৃথিবীর সকল ইয়ামাহা লাভারদের বাইকবিডির পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা।
মোটরসাইকেল সম্পর্কিত সকল তথ্য, সাম্প্রতিক খবর, মোটরসাইকেলের দাম, মোটরসাইকেলের ব্র্যান্ড, রাইডিং টিপস সহ সকল কিছু জানতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ।