রিভিউ অফ ডায়াং রানার বুলেট 100 সিসি

This page was last updated on 04-Jul-2024 12:39pm , By Shuvo Bangla

ডায়াং রানার বুলেট 100 সিসি বাইকটা আমি কিনি গত ডিসেম্বরে৷ প্রথমে আমরা যারা স্টুডেন্ট/মধ্যবিত্ত আছি তাদের উদ্দেশ্যে দুটো কথা বলতে চাই৷ অনেকেই কিস্তিতে বাইক কেনার ব্যাপারে আগ্রহী৷ তাদের বলছি বাংলাদেশে কিস্তিতে সাধারণত দুটো কম্পানীর বাইক পাওয়া যায়-ওয়ালটন এবং রানার৷রানারের বাইক ওয়ালটন থেকে কিছুটা হলেও মানসম্মত এটা বলতে দ্বিধা নেই৷ যারা কিস্তিতে ক্রয় করতে চান তারা সেখানে যোগাযোগ করতে পারেন৷প্রসেসটাও তেমন জটিল নয়৷আমি কিস্তিতে কিনেছি৷

রিভিউ অফ ডায়াং রানার বুলেট 100 সিসি

রিভিউ অফ ডায়াং রানার বুলেট 100 সিসি৷

এবার আসি বাইকের কথায়৷ লুক-অসাধারণ৷দেখতে লম্বা৷তিনজন বসার পরেও চতুর্থজনের জায়গা থাকবে৷ট্যাংকি যথেষ্ট বড়৷সামনের লুকটাও এগ্রেসিভ৷মিটারে আরপিএম+ফুয়েল ইন্ডিকেটর+গিযার ইন্ডিকেটর রয়েছে৷

সাসপেনশন-যথেষ্ট ভাল৷ঝাকি তেমন বোঝা যায়না৷বাইকের ওজন 121 কেজি৷এটা একটা এডভান্টেজ৷ হেডলাইট-আলো মোটামোটি৷তবে 0 এক্সিলারেশনেও ফুল পাওয়ার পাওয়া যায়৷ মাইলেজ-আমি 50+ কি,মি পাচ্ছি ঢাকাতেই৷হাইওয়েতে একটু বেশি৷ গতি-60/70 কি,মি 9/10 সেকেন্ডে উঠানো সম্ভব৷

Also Read: রানার বোল্ট ১৬৫আর ফিচার রিভিউ

কিছু দরকারী কথা- 1, বাইকের বডি শক্তিশালী৷জব্দ বাইক৷ওয়ালটন থেকে ভাল মনে হয়েছে৷ 2, 150/200 কি,মি একদিনে আরামসে লং ড্রাইভ করতে পারবেন৷ইনজিন ক্লান্ত+গরম হবেনা তেমন৷এটা পরীক্ষিত৷ 3, সার্ভিস সেন্টার অসাধারণ৷বাংলাদেশের মধ্যে বেস্ট৷ 4, পার্টস সহজলভ্য৷গ্লামার গাড়ির পার্টস আর এটার পার্টস সেম৷ 5, 70/80 কি,মি গতি অনায়াসে উঠবে৷পিকাপ ভাল৷ 6, বাইকে খুবই ভাল ব্যাটারি ব্যবহার করা হয়েছে৷প্রায় এক বছর হয়ে গেল৷সেলফ নিয়ে নো প্রবলেম৷ 7, দাম রিজেনবল৷কিস্তি সুবিধা তো আছেই৷ 8,ভাইব্রেশন সামান্য৷ধরার মধ্যে পড়েনা৷ 9,ওয়ারিং খুবই ভাল৷বৃষ্টি/কাদা কোন ব্যাপার না৷ 10,উন্নতমানের টায়ার ব্যবহার করা হয়েছে৷টায়ার যথেষ্ট মোটা৷স্লীপ করবেনা৷ 11, 6 বছরের ইনজিন ওয়ারেন্টি৷এছাড়া সার্ভিস সেন্টারের সার্ভিস চমতকার৷

খারাপ দিক- 1,এয়ারফিল্টার নিম্মমানের৷ফোমেরটা৷ভাল একটা লাগালে ভাল পারফরমেন্স পাওয়া যাবে৷ 2,পেছনটা একটু উচু৷টাইট প্যান্ট পরা থাকলে পিলিওনের উঠতে সমস্যা হবে৷ দাম-96000 টাকা৷ কিস্তি-প্রথম তিনমাস সুদ নাই৷চতুর্থ মাস থেকে সুদ 1100 টাকা প্রতিমাসে৷ ভুল ত্রুটি মার্জনীয়৷

লিখেছেনঃ  ধ্রুব কক্ষচ্যুত  


আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com - এই ইমেইল এড্রেসে।

Best Bikes

Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 212000.00

View all Best Bikes

Upcoming Bikes

Zontes 703 RR

Zontes 703 RR

Price: 0.00

I-am RAPID

I-am RAPID

Price: 0.00

Salida ZL 9

Salida ZL 9

Price: 0.00

View all Upcoming Bikes