ইয়ামাহা রাইডিং ফিয়েস্তা ২০১৮ঃ কি কি হয়েছিল সেখানে?
This page was last updated on 09-Jul-2024 03:34am , By Saleh Bangla
ভভভইয়ামাহা মোটরসাইকেল এর বাংলাদেশে এক মাত্র অফিশিয়াল ডিস্ট্রিবিউটর হচ্ছে এসিআই মোটরস । তারা আয়োজন করেছিল তিন সিন ব্যাপি " ইয়ামাহা রাইডিং ফিয়েস্তা ২০১৮ " । গত ১, ২, ও ৩ অক্টোবর তারিখে ৩০০ফিট এর বসুন্ধরা কনভেনশন সেন্টারে প্রোগ্রামটি অনুষ্ঠিত হয় । ঢাকা ও এর আশেপাশ থেকে বাইকারা এই প্রোগ্রামে অংশ গ্রহন করেন । ঢাকার বাইরে থেকেও বাইকারা এই প্রোগ্রামে অংশ নেয়ার জন্য অনেকেই উপস্থিত হন । ইয়ামাহা রাইডিং ফিয়েস্তা ২০১৮ চারটি বিভাগে বিভক্ত ছিলঃ
- প্রথমত পুলিশ বাহিনীকে ট্রেনিং প্রদান করা, যাতে তারা ইয়ামাহা বাইকের সাথে তাদের রাইডিং দক্ষতা বাড়াতে পারেন । বর্তমানে ইয়ামাহা পুলিশ বাহিনীকে ইয়ামাহা এফজেডএস, ফেজার ও এফজেড ২৫ সরবরাহ করছে আইন ও প্রশাসনিক কাজের জন্য, এমন কি প্রধানমন্ত্রীর প্রোটকলেও ইয়ামাহার এর বাইক ব্যবহৃত হচ্ছে ।
- সার্টিফিকেট প্রদান, যারা ২৬শে মার্চ ২০১৮ এর গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডএ অংশ নিয়ে ছিলেন । এসিআই মোটরস সার্টিফিকেট পাবলিশ করে এবং এই তিন দিনের অনুষ্ঠানে প্রায় ৯০০ বাইকার তাদের সার্টিফিকেট কালেক্ট করেন । আর যারা প্রোগ্রামে উপস্থিত হতে পারেননি বা সার্টিফিকেট কালেক্ট করতে পারেননি । তারা এসিআই সেন্টার থেকে তাদের সার্টিফিকেট কালেক্ট করতে পারবেন । যা তেজগাওতে অবস্থিত ।
<<<< Click To See The Yamaha Riding Fiesta 2018 Event >>>>
- ছিল টেস্ট রাইড ইভেন্ট । সেখানে ইয়ামাহা আর১৫ ভার্সন ৩.০(২০১৮), এফজেডএস এফআই ভি২(ডুয়েল ডিস্ক), এক্সটিজেড, ইয়ামাহা রে জেডআর । আমার মনে হয় প্রথমবারের মত বাংলাদেশে কোন মোটরসাইকেল কোম্পানি তাদের এক্সক্লুসিভ বাইকের টেস্ট রাইড করিয়েছে রাইকারদের দিয়ে এবং সেটা আর১৫ ভি৩ । এছাড়া বাইকারা এফজেডএস এফআই ভি২(ডুয়েল ডিস্ক) টেস্ট রাইড করতে পেরেছেন, এছাড়া ফিমেল রাইডারা ইয়ামাহা রে জেডআর স্কুটার টেস্ট রাইড করার সুযোগ পেয়েছে । তিন দিনে প্রায় ৪০০ বাইকার টেস্ট রাইড করেছে ।
- জিমখানা হচ্ছে জিগজ্যাগ মোটরসাইকেল রাইডিং স্কিল টেস্ট । প্রায় ১৩৫জন বাইকার জিমখানায় পারফর্ম করেন । মাত্র ১৭ জন বাইকার পুরো জিগজ্যাগ রাইড পুরোপুরি শেষ করতে পারেন । পুরো জিমখানা রাইড কো-অর্ডিনেট করেন মাইকেল কেবিআর, প্রেসিডেন্ট অফ কেবি রাইডার্স ।
Also Read: " ইয়ামাহা রাইডিং ফিয়েস্তা ২০১৮ " এবার খুলনাতে
এই তিন দিনের ইয়ামাহা রাইডিং ফিয়েস্তা ২০১৮ তে আরো ছিল ডিজে পারফর্মেন্স বাই ডিজে নওশীন, সংগীত শিল্পী উপমা, কর্নিয়া, ঋতু রাজ ও আয়েশা মৌসুমী এই ইভেন্টে গান করেন । ইভেন্টের শেষ দিনে ইগল ডান্স গ্রুপ এর পারফর্মেন্স ছিল । ইভেন্টের তিন দিনে বাইকবিডির স্টল থেকে বাইকাররা বাইকবিডি স্টিকার সংগ্রহ করেছেন । এছাড়া আমাদের একটি অনলাইন কম্পিটিশন ছিল । তার ফলাফল খুব শীঘ্রই জানানো হবে । গত ২ বছরে বাইকারদের জন্য অনেক ওপেন ইভেন্ট করেছে । কিন্তু দুঃখজনক ভাবে বেশির ভাগ ইভেন্ট ই ঢাকার মধ্যেই হয়েছে । তবে আমরা ইয়ামাহা খুব শীঘ্রই ঢাকার বাইরের বিভাগীয় শহরে যেমন চট্টগ্রাম, সিলেট এবং বাংলাদেশের অন্যান্য শহরে প্রোগ্রাম এরেঞ্জ করবে ।