যানবাহনে ডিজিটাল নম্বর প্লেট লাগানোর সময় বাড়লো
This page was last updated on 07-Jul-2024 08:04am , By Shuvo Bangla
যানবাহনে ডিজিটাল নম্বর প্লেট বসানোর সময়সীমা বাড়িয়ে আগামী ৩১ মার্চ পর্যন্ত নির্ধারণ করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক ও সহাসড়ক বিভাগ থেকে বৃহস্পতিবার সকালে ডিজিটাল নম্বর প্লেট সংযোজনের সময় বৃদ্ধি করে আদেশ জারি করা হয়েছে। গত ১৪ অক্টোবর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে আগামী ১ জানুয়ারি থেকে গাড়ির ডিজিটাল নম্বর প্লেট বাধ্যতামূলক করে। ডিজিটাল নম্বর প্লেট ছাড়া সারাদেশের কোনো যানবাহন চলাচল করতে পারবে না বলেও ওইদিন জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গাড়ি চুরি ও ছিনতাই রোধ, ভুয়া যানবাহন শনাক্তকরণ এবং কাগজপত্রবিহীন যানবাহনের চলাচল রোধে ২০১২ সালের ৩১ অক্টোবর ডিজিটাল নম্বর প্লেট উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিআরটিএ থেকে জানা গেছে, দেশে ২৩ লাখ সাত হাজার ৯৫৭টি নিবন্ধিত যানবাহন রয়েছে। এখনও অনেক গাড়ি ডিজিটাল নম্বর প্লেট নিতে পারেনি। এজন্য ডিজিটাল নম্বর প্লেট সংগ্রহের জন্য সময় বাড়ানো হয়েছে।