যশোরে উদ্বোধন হলো নতুন সুজুকি ক্যাফে !!!
This page was last updated on 09-Jul-2024 05:18am , By Saleh Bangla
বাইক সার্ভিস করতে গিয়ে যদি জম্পেশ একটা আড্ডা দিয়ে সময় পার করা যায়, তবে কেমন হয় বলুন তো? এমনি চমকপ্রদ আইডিয়া নিয়ে গ্রাহক দের সামনে হাজির হয়েছে বিশ্ব বিখ্যাত জাপানি মোটরসাইকেল কোম্পানি সুজুকি। তাদের এই আইডিয়াটির নাম হচ্ছে "সুজুকি ক্যাফে" ।
যশোরে উদ্বোধন হলো নতুন সুজুকি ক্যাফে !!!
বাংলাদেশে জাপানি মোটরসাইকেল কোম্পানি গুলোর মধ্যে সুজুকি অন্যতম। তারা তাদের গ্রাহকদের সুবিধার জন্য ইতিমধ্যেই ঢাকা সহ বেশ কয়েকটি জায়গাতে সার্ভিস ক্যাফে চালু করেছে। তবে সম্প্রতি যশোরে তারা তাদের নতুন মডেলের সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন সার্ভিস ক্যাফের পরীক্ষা মূলক উদ্বোধন করলেন। এই মডেলটি সফল হলে পর্যায়ক্রমে দেশের সকল জেলায় এই মডেলের সার্ভিস ক্যাফে চালু করার পরিকল্পনার কথাই জানালেন সুজুকির সি.ই.ও জনাব কাজী আশিকুর রহমান।
গত ২ এপ্রিল এ উপলক্ষে যশোর সুজুকি সার্ভিস ক্যাফে প্রাঙ্গনে হয়ে গেল জমকালো এক উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর প্রেস ক্লাবের চেয়ারম্যান, জনাব জাহিদ হাসান টোকন। অনুষ্ঠান শেষে যশোরের লোকাল ব্যান্ড সমন্বয় ও ডিজে জাভেদ তাদের মনোরম উপস্থাপনায়, উপস্থিত বাইকারদের মুগ্ধ করেন। BikeBD পুর ইভেন্টটি কাভার করে ও সুজুকির কর্মকর্তাদের অনুষ্ঠান পরিচালনায় সহায়তা করে।
সার্ভিস ক্যাফে ধারণাটি চমৎকার। উর্ধ্বতন কর্মকর্তারা BikeBD কে জানান, এটি শুধুমাত্র সুজুকির গ্রাহক দের জন্য তৈরি করা হয়নি। এই কাফেটি হবে সকল বাইকার দের মিলন মেলা। সকল কোম্পানি ও শ্রেণীর বাইকাররা এখানে এসে আড্ডা গল্পকরে সময় কাটাতে পারবেন। এছাড়াও তারা ভবিষ্যতে বাইকারদের জন্য আরও নতুন কিছু নিয়ে সামনে আসার প্রতিশ্রুতি দেন।
সুজুকি বাংলাদেশে তাদের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে তাদের ফ্ল্যাগশীপ মোটরসাইকেল জিক্সারের মাধ্যমে । যদিও জিক্সারের আগে তাদের অনেক গুলো মোটরসাইকেল ছিল । তবে জিক্সারের মাধ্যমেই তাদের জনপ্রিয়তা বেড়েছে । এছাড়া গতবার ঢাকা বাইক শো ২০১৮ তে তারা প্রদর্শন করেছিল অনেকের স্বপ্নের বাইক সুজুকি হায়াবুসা।
এবার ঢাকা বাইক শো ২০১৯ এও তারা নিয়ে এসেছিল এক্সক্লুসিভ মোটরসাইকেল সুজুকি বুলেভার্ট ১৮০০ । এছাড়া তারা স্পোর্টস সেগমেন্টে তারা সম্প্রতি লঞ্চ করেছে সুজুকি জিএসএক্স-আর ১৫০ । স্পোর্টস সেগমেন্টে তাদের এর আগে সেভাবে কোন মোটরসাইকেল ছিল না । জিএসএক্স-আর ১৫০ এর সাথে তারা লঞ্চ করেছে সুজুকি বার্গম্যান স্কুটার যা অনেক মাচো একটী স্কুটার এবং সুজুকি হায়াতে এর নতুন গ্রাফিক্স সহ নতুন বাইক।
যশোরের এই সুজুকি সার্ভিস ক্যাফে সুজুকি কে আরও এক ধাপ সামনে এগিয়ে নিয়ে যাবে । এছাড়া বিভিন্ন জেলায় আরও এই ধরনের সুজুকি ক্যাফে স্থাপনে সহায়তাও করবে । আশা করি খুব শীঘ্রই সুজুকি অন্যান্য জেলায় তাদের এই সার্ভিস ক্যাফে ওপেন করবে ।
লিখেছেনঃ এডভোকেট মেহেদী হাসান