GPX Demon ১০,০০০ টাকা ডিস্কাউন্ট অফার

This page was last updated on 01-Aug-2024 03:29am , By Raihan Opu Bangla

বাংলাদেশে স্পোর্টস মোটরসাইকেলের জনপ্রিয়তা অনেক বেশি। বাংলাদেশের অনেক মোটরসাইকেলের ব্র্যান্ডের স্পোর্টস বাইক মডেল রয়েছে। বর্তমানে বাংলাদেশে অন্যতম জনপ্রিয় স্পোর্টস মডেল হচ্ছে GPX Demon GR।

gpx demon

GPX Demon ডিস্কাউন্ট অফার

স্পিডোজ লিমিটেড বাংলাদেশে জিপিএক্স এবং জেনেরিক মোটরসাইকেলের অফিশিয়াল ডিস্ট্রিবিউটর। জিপিএক্স জেনেরিক বাংলাদেশ নামে জিপিএক্স মোটরসাইকেলের অফিশিয়াল ডিস্ট্রিবিউটর হিসেবে স্পিডোজ তাদের কার্যক্রম পরিচালনা করছে।

GPX Demon GR বাংলাদেশের সবচেয়ে স্টাইলিশ এবং অনন্য মোটরসাইকেল মডেল গুলোর মধ্যে একটি। স্পোর্টস সেগমেন্টে, জিপিএক্স ডেমন পাওয়ার এবং পারফর্মেন্সের কারণে বাইকটি বাইকারদের মধ্যে আগ্রহের জায়গা করে নিয়েছে।

এই মডেলটির লুকস, ডিজাইন, স্টাইল এবং পারফর্মেন্স এই সেগমেন্টে অন্যতম প্রতিদ্বন্দি করে তুলেছে। তাই স্পোর্টস বাইকপ্রেমীদের কাছে বাইকটি বেশ জনপ্রিয় একটি মডেল। 

বর্তমানে বাইকটির দুইটি ভার্সন বাজারে পাওয়া যাচ্ছে। একটি ভার্সন হচ্ছে GPX Demon GR165R এবং অপর ভার্সনটি হচ্ছে GPX Demon GR165RR। দুটি ভার্সনের মধ্যে বড় ছোট মিলিয়ে বেশ কিছু পার্থক্য রয়েছে। 

Demon GR165RR বাইকটিতে দেয়া হয়েছে লিকুইড কুল, ফোর স্ট্রোক, SOHC, হাইপার ৪টি ভাল্ব ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে সর্বোচ্চ 19.20 BHP @ 10500 RPM এবং 15 NM of টর্ক @ 7500 RPM শক্তি উৎপন্ন করতে সক্ষম। 

gpx demon

অপর দিকে প্রথম ভার্সনের বাইকটিতে দেয়া হয়েছে লিকুইড কুল, ফোর স্ট্রোক, SOHC, ২ ভাল্ব বিশিষ্ট ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে সর্বোচ্চ 17.80 BHP @ 9000 RPM এবং 16.00 NM টর্ক @ 6500 RPM শক্তি উৎপন্ন করতে সক্ষম। 

জিপিএক্স ডেমনের দুটি ভার্সনেই দেয়া হচ্ছে ১০,০০০ টাকা ছাড়। এখন, ছাড়ারে পর Demon GR165RR-এর ডিসকাউন্ট মূল্য ৩,৫৯,৯৯৯ টাকা এবং Demon GR165R-এর মূল্য ৩,১২,৯৯৯ টাকা। বাইকটি এবং ছাড় সম্পর্কে বিস্তারিত জানতে জিপিএক্স এর শোরুমে যোগাযোগ করুন।