মোটরসাইকেল স্যাডল হাইট - বিবেচনা করা জন্য কতটা গুরুত্বপূর্ণ বিষয়?

This page was last updated on 03-Feb-2024 02:00pm , By Saleh Bangla

আমরা সাধারনত আমাদের দৈনন্দিন জীবনের যাতায়াত, ঘোরাঘুরি, দীর্ঘ ভ্রমণ, এ্যাডভেঞ্চার, ও স্পোর্টের প্রয়োজনে বিভিন্ন ক্যাটগরী ও টাইপের মোটরসাইকেল ব্যবহার করি, যাদের ফিচার, ডাইমেনশন, ও ক্যারেক্টারিস্টিকস যথেষ্ট ভিন্ন। অপরদিকে একেকজন রাইডারের বডি-ডাইমেনশনও একেক ধরনের। তাই অনেকসময়ই দেখা যায় একই উচ্চতার সব রাইডারের ইনসিমের দৈর্ঘ্যও এক না।

সুতরাং, যদিও সাধারনভাবে প্রায় সব মানুষকেই মোটামুটি কিছুটা সাধারণ আকৃতিগত শ্রেনীতে ফেলা যায় তথাপি তাদের শরীরের মাপ ও তাদের কমফোর্ট জোনও ভিন্ন। আর এখানেই একটি মোটরসাইকেলের ডাইমেনশন গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, যেখানে সেটির স্যাডল-হাইট একটি গুরুত্বপূর্ন ফিচার হিসেবে ধরা হয়। তাই আজ আমরা জানবো, মোটরসাইকেল স্যাডল হাইট - বিবেচনা করা জন্য কতটা গুরুত্বপূর্ণ বিষয়। চলুন তবে আজকের আলোচনায়।

 

মোটরসাইকেল স্যাডল হাইট - বিবেচনা করা জন্য কতটা গুরুত্বপূর্ণ বিষয়?

ক্যাটগরী ও টাইপভেদে বিভিন্ন মোটরসাইকেল যেমন বিভিন্ন ফিচার নিয়ে আসে, ঠিক তেমনি বিভিন্ন মোটরসাইকেল বিভিন্ন মাপের স্যাডল-হাইট নিয়ে বাজারে আসে। তাই বিশ্বের প্রায় প্রতিটি ভালো মোটরসাইকেল ম্যানুফ্যাকচারার তাদের মোটরসাইকেল স্পেসিফিকেশন শীটে সেই মডেলের স্যাডলের হাইট উল্লেখ করে।

মোটরসাইকেলের স্যাডলের হাইট মূলত: একজন রাইডারকে সেই নির্দিষ্ট মডেলের মোটরসাইকেল হ্যান্ডেলিং ও কন্ট্রোলিংয়ের ক্ষেত্রে তার কমফোর্ট ও সক্ষমতা সম্পর্কে একটি প্রাথমিক ধারণা দেয়। আর এথেকে একজন রাইডার কিছুটা হলেও ধারনা করতে পারেন যে মোটরসাইকেলের সেই নির্দিষ্ট মডেলটি তার জন্য প্রাথমিকভাবে উপযুক্ত কি না।

অন্যান্যক্ষেত্রে, স্যাডলের-হাইট একটি মোটরসাইকেলের নির্দিষ্ট ধরণের টেরেইন যেমন: অফরোড বা কান্ট্রিসাইড রোড কন্ডিশনে তার চলার ক্ষমতা অনুমানেও সাহায্য করে। কিন্তু সবকিছুর উপরে একেকটি মোটরসাইকেলের বিভিন্ন ফিচারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সেটির রাইডার কমফোর্ট ও রাইডার কম্প্যাটিবিলিটি। আর এরসাথেই সম্পর্কযুক্ত হলো স্যাডল-হাইট, স্যাডল-শেপ, ও স্যাডল-টাইপ। সুতরাং মোটরসাইকেলের স্যাডল-হাইট একজন রাইডারের জন্য বিবেচনা করা কতোটা গুরুত্বপূর্ন তা কিছুটা জেনে নেয়া যাক।

 

>> একটি মোটরসাইকেলের স্যাডল-হাইট প্রাথমিকভাবে যদি কোন রাইডারের স্বাচ্ছন্দ্য এবং ক্যাপাবিলিটি লেভেলের সাথে না মেলে তাহলে নিশ্চিতভাবেই তিনি সেই মোটরসাইকেলটি চালাতে যথেষ্ট অস্বস্তি এবং বিরক্ত বোধ করবেন।

>> বেমানান স্যাডল-হাইট আক্ষরিক অর্থেই একজন রাইডারকে তার রাইডিংয়ে, বিশেষ করে লং-রাইডের ক্ষেত্রে এবং অবশ্যই নিত্যদিনের রাইডগুলিতেযথেষ্ট বাজে অভিজ্ঞতা দিতে পারে। ফলে একজন রাইডার সেক্ষেত্রে অবশ্যই মোটরসাইকেল চালানোর আসল মজাটাই হারিয়ে ফেলবেন। 

>> অসামঞ্জস্যপূর্ণ স্যাডল-হাইট একজন রাইডারের সেই মোটরসাইকেল রাইডিং এবং হ্যান্ডেলিং প্রিসিশনকে যথেষ্টভাবে বাধাগ্রস্ত করে। ফলে ‌এক্সট্রিম রাইডিং কন্ডিশনে তো বটেই স্বাভাবিক রাইডেও ঝুঁকির মাত্রা নাটকীয়ভাবে বৃদ্ধি পায়।

>> রাইডারের হাইট বিবেচনায় একজন লম্বা রাইডারের জন্য লোয়ার স্যাডল-হাইট যথেষ্ট বেদনাদায়ক একটি বিষয়। কেননা এতে রাইডারকে তার হাঁটু অনেকটা বেশি বাঁকিয়ে বসতে হয় এবং অল্পসময়েই তাতে ব্যথা হবে। সেইসাথে রাইডার তার রাইডিংয়ে যথেষ্ট বিরক্ত হবেন ও মোটরসাইকেলটি ঘোরাতে ও নিয়ন্ত্রণ করতে তাকে যথেষ্টই বেগ পেতে হবে।

>> অপরদিকে লোয়ার-হাইট রাইডারের জন্য হাইয়ার স্যাডল-হাইট যথেষ্ট বিপজ্জনক একটি বিষয় যা তার রাইডিংয়ে ঝুঁকির মাত্রা বহুগুনে বাড়িয়ে দেবে। কেননা, একজন রাইডার যদি হাইয়ার স্যাডল হাইটের কারণে রোড সারফেসে তার পা সহজে রাখতে না পারেন তবে সিটি ট্র্যাফিক কন্ডিশনে তো বটেই, একটু অফ-টেরেইনেও মোটরসাইকেল হ্যান্ডেল করা তার জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়বে।

>> এছাড়াও কোন মোটরসাইকেলের অসম স্যাডল-হাইট একজন রাইডারের মেরুদণ্ড, কাঁধ, এবং নিতম্বের জয়েন্টগুলিতেও যথেষ্ট খারাপ প্রভাব ফেলতে পারে। ফলে একজন রাইডার দীর্ঘসময়ের জন্য গুরুতরভাবে স্নায়ু ব্যথায় ভুগতে পারেন এবং এমনকি দীর্ঘসময় ধরে সেই মোটরসাইকেল ব্যবহার করার ফলে গুরুতর ইন্টার্ণাল ইনজুরিতে পড়ে যেতে পারেন।

>> আর সার্বিকভাবে অসামঞ্জস্যপূর্ণ স্যাডেল হাইট মোটরসাইকেলের প্রপার ওয়েট ডিষ্ট্রিবিউশনেও বাজে প্রভাব ফেলে। কেননা, রাইডারসহ সম্পূর্ণ লোডেড অবস্থায় সেই মোটরসাইকেলের সেন্টার-অফ-গ্রাভিটি খারাপভাবে প্রভাবিত হয়। আর সবমিলিয়ে সেই মোটরসাইকেলটি অসম পরিস্থিতিতে নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে, একজন রাইডার অল্প সময়েই তাতে বিরক্ত বোধ করতে পারেন, আর এমনকি অনেকসময়ই মোটরসাইকেলটি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

 

তো বন্ধ‍ুরা, আশাকরছি এখন নিশ্চয়ই আপনি একজন রাইডারের জন্য তার মোটরসাইকেলের সঠিক স্যাডল হাইটের গুরুত্ব বুঝতে পারছেন। সুতরাং প্রত্যেক রাইডারেরই তার জন্য সঠিক মোটরসাইকেলটি বেছে নিতে অবশ্যই সেটির স্যাডল-হাইটের দিকে গুরুত্বের সাথে নজর দেয়া উচিৎ। আর বিশেষ করে একজন রাইডার যদি তুলনামূলকভাবে বেশি খাটো বা লম্বা হন তখন যথেষ্ট যাচাই বাছাই করেই তার জন্য উপযুক্ত মোটরসাইকেলটি বেছে নেয়া উচিৎ।

Best Bikes

Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 212000.00

View all Best Bikes

Latest Bikes

Revoo C03

Revoo C03

Price: 0.00

Revoo A01

Revoo A01

Price: 0.00

Yadea E8S Pro

Yadea E8S Pro

Price: 0.00

View all Sports Bikes

Upcoming Bikes

Revoo C03

Revoo C03

Price: 0.00

Revoo A01

Revoo A01

Price: 0.00

Yadea E8S Pro

Yadea E8S Pro

Price: 0.00

View all Upcoming Bikes