মোটরসাইকেল বনাম মোটরবাইক – এদের মধ্যকার পার্থক্য

This page was last updated on 14-Nov-2023 05:28am , By Saleh Bangla

টু-হুইলারের ক্ষেত্রে মোটরসাইকেল একটি খুব সাধারণ নাম, যা দিয়ে বিশ্বব্যাপী মোটরচালিত দুই-চাকার যানকেই বোঝানো হয়। কিন্তু প্রায়শই একজন মোটর রাইডার বা সাধারণ মানুষজন এই মোটরচালিত দ্বি-চক্রযানটিকে কখনো মোটরসাইকেল, কখনো বা মোটরবাইক, অথবা সংক্ষিপ্তভাবে বাইক বলে সম্বোধন করেন। আবার অনেকেই মোটরসাইকেল বা মোটরবাইক নাম দিয়ে এই বাহনটিতে একটা শ্রেনীবিভাগ করার চেষ্টা করেন। তো এই বিষয়টি নিয়েই আজ আমাদের আলোচনা, আর আজকের আলোনায় আমরা মোটরসাইকেল বনাম মোটরবাইক এর মধ্যে আসলে বিশেষ কোন পার্থক্য আছে কিনা তা জানবো। চলুন তবে আজকের আলোচনায়।

 

মোটরসাইকেল বা মোটরবাইক আসলে কি?

চলুন শুরুতেই জেনে নেয়া যাক আসলে একটি মোটরসাইকেল বা মোটরব‍াইক কি? সহজভাবে বলা যায়, একটি মোটরসাইকেল বা মোটরবাইক হলো একটি দুইচাকার মোটরচালিত যান, যা ইলেকট্রিক বা ফুয়েল চালিত মোটর দ্বারা চলে। আর এরকম মোটর ছাড়া যেসব দুইচাকার বাহন দেখা যায় সেসব মূলত: সাধারন সাইকেল, যা বিশ্বব্যাপী বাইক নামেই পরিচিত; যদিও অনেকেই এখন মোটরসাইকেলকেও বাইক বলে ডাকেন।

সুতরাং, সাধারনভাবে একটি দ্বি-চক্রযান মোটরচালিত হবার ফলেই মোটরসাইকেল বা মোটরবাইক হয়ে উঠতে পারে এতে কোন দ্বিমত নেই। তবে মোটরসাইকেল বা মোটরবাইককে তার সঠিক আকৃতিতে আরো পরিনত অবয়বে আনতে এতে আরো বাড়তি যোগ হয় অপেক্ষাকৃত মোটা চাকা, সক্ষম সাসপেনশন সিস্টেম, ব্রেক, কন্ট্রোল কনসোল, ইলেকট্রনিক্স, বডি-প্যানেল ইত্যাদি। আর এই সাধারন বৈশিষ্ট্য বিচারে মোটরসাইকেল এবং মোটরবাইক মূলত একই জিনিষ।

 

মোটরসাইকেল এবং মোটরবাইক – বিশেষ কোন পার্থক্য আছে কি?

সাধারনভাবে মোটরসাইকেল এবং মোটরবাইক মূলত: একই বাহন হলেও বিশ্বের অনেকেই কেন এদুটি নাম দিয়ে বাহনটিতে শ্রেনীবিভাগ করে তা একটি আলোচনার বিষয় বটে। সুতরাং, মূল বৈশিষ্ট্যগুলির মধ্যে বেসিক মিল থাকা সত্ত্বেও লোকেরা কেন কোনো মোটরসাইকেলকে মোটরবাইক বা সেটিকে মোটরসাইকেলই বলে সেবিষয়ে আমরা এখানে আলোকপাত করবো; আর এদের মধ্যে আসলেই বিশেষ কোন পার্থক্য আছে কিনা তা জানার চেষ্টা করবো।

 প্রথমত: সার্বিক পর্যালোচনায় দেখা যায় যে, মানুষ সাধারনত কথ্য ভাষায় যে যা বলতে পছন্দ করে বা যেভাবে বলতে অভ্যস্ত একটি মোটরসাইকেলকে তারা সেভাবেই ডাকে। আর একারনেই অনেকেই সাধারণ সাইকেলকেও বাইক বলে আবার মোটরসাইকেলকেও বাইক বলে। আর মোটরসাইকেল এবং মোটরবাইকের বেসিক স্ট্রাকচারে যেহেতু কোন পার্থক্য নেই তাই এতে ভুলেরও কিছু নেই।

তবে যদিও মোটরসাইকেল এবং মোটরবাইক একই বাহন, তবু এদের মধ্যকার পার্থক্য নিয়ে বিশ্বে প্রচলিত কিছু মিথ রয়েছে। যেমন বিশ্বের সাধারন থেকে উন্নয়নশীল দেশগুলির কিছু কিছু এলাকায় মানুষজন বড় সাইজের মোটরসাইকেলকে মোটরবাইক বলতে পছন্দ করে যেগুলির বেশিরভাগই আধুনিক ও হাই-টেক ফিচারে সমৃদ্ধ। আর এসব মোটরসাইকেলের দুর্দান্ত প্রোফাইল ও ফিচারের কারনে তারা সেসবকে মোটরবাইক সম্বোধন করে বেশ আত্মতুষ্টি ও অভিজাত্য অনুভব করে।

আর এর বিপরীতে, তাদের কাছে মোটরসাইকেল হলো একটি খুব সাধারণ শব্দ বা নাম, যা কেবল একটি সাধারন মোটরচালিত টু-হুইলারকে বর্ণনা করে। আর সেটি আকারে বেশ ছোট হতে পারে, বা একটি সাধারন কমিউটার মোটরসাইকেল হতে পারে, যার প্রফাইলে বিশেষ ফিচারের তেমন আধিক্য নেই। সুতরাং এসব এলাকায় মোটরসাইকেল বলতে মানুষজন খুব সাধারন বা প্রাথমিক পর্যায়ের টু-হুইলারই মনে করে।

তবে যাই হোক, বিশ্বের অন্য প্রান্তে, বিশেষকরে বড় ও উন্নত দেশগুলিতে একটি মজার বিষয় লক্ষ্য করা যায় যে, এক্ষেত্রে তাদের সম্বোধন হলো পুরো উল্টো আর যুক্তির বিচারে সেটিই সঠিক। সেখানে বড় আকারের ও বেশি ইঞ্জিন ক্যাপাসিটির টু-হুইলার গুলিকে তারা মোটরসাইকেল হিসাবে সম্বোধন করে। আর প্রায়শই তারা ছোট আকারের বা এন্ট্রি-লেভেলের বেসিক ফিচারের মোটরসাইকেলগুলোকে মোটরবাইক বা বাইক বলে।

সুতরাং, আকৃতিগত এই যৎসামান্য পার্থক্য ছাড়া আক্ষরিক অর্থেই একটি মোটরসাইকেল বা মোটরবাইককে আপনি যে নামেই ডাকুন না কেন তা সাধারনভাবে একটি মোটরাইজড টু-হুইলার বা একটি বাহন। এটি আকারে বড় বা ছোট হতে পারে, তাতে ফিচারের কম বা বেশি হতে পারে; সুতরাং নামে কোন কিছুই যায় আসে না। আর্ আরো যোগ করলে বলতে হয়, ধরুন আপনার বেশ হাই-প্রফাইলের একটি মোটরসাইকেল আছে, আর তাকে লোকে কি বলে ডাকলো তাতে কি তার গুরুত্বের কোন ঘাটতি হবে!?

 

মোটরসাইকেল বনাম মোটরবাইক - স্থানীয় উপভাষার প্রভাব

এছাড়া, আলোচনার শেষে এসে আরেকটি বিষয় যোগ করা যেতে পারে। যেমন, মোটরসাইকেল এবং মোটরবাইক শব্দগুলির ব্যবহার স্থানীয় কালচার ও চর্চিত ভাষার প্রভাবেও হয়ে থাকে। অনেকস্থানে যেমন মোটরসাইকেল একটি মোটরাইজড টু-হুইলারের বহুল ব্যবহৃত নাম, তেমনি অন্যস্থানে হয়তো  বাইক বা মোটরবাইকই সাধারনভাবে ব্যবহৃত নাম হিসেবে স্বীকৃত। তাই যখন কেউ একটি টু-হুইলারকে উল্লেখ করে, তখন সেখানে প্রচলিত শব্দটিই ব্যবহার করে, যাতে আসলে মোটরসা‌ইকেলের ধরন, আকার, বা অন্য কোনো পার্থক্য বিবেচনা করা হয় না।

উদাহরনস্বরুপ বলা যায়, মোটরবাইক শব্দটি সাধারণত ইউরোপীয় অঞ্চলের লোকেরা বেশি ব্যবহার করে, যেখানে অস্ট্রেলিয়ানরা সাধারণত মোটরসাইকেল শব্দটি ব্যবহার করতেই বেশি অভ্যস্ত। আবার অন্যদিকে দক্ষিণ এবং উত্তর আমেরিকার মতো বাকি ইংরেজি-ভাষী বিশ্বের লোকেরা সাধারণত মোটরবাইকের পরিবর্তে মোটরসাইকেল উচ্চারণ করতে অভ্যস্ত। সেদিক দিয়ে এশিয়ায় বিভিন্নস্থানে ছোট-বড় নির্বিশেষে যেকোন সাইজের মোটরসাইকেলকে বাইক, মোটরবাইক, বা মোটরসাইকেল বলেই ডাকে। সুতরাং যে কেউ একটি টু-হুইলারকে মোটরসাইকেল বা মোটরবাইক যাই বলুক না কেন উভয়ই মূলত একই প্রকারের বাহন। ধন্যবাদ।