মার্চ স্পেশাল ক্যাশব্যাক অফার ২০১৯
This page was last updated on 13-Jul-2024 01:33pm , By Saleh Bangla
ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ - এসিআই মোটরস লিমিটেড বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে একটি ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে। এই অফারটি হচ্ছে "মার্চ স্পেশাল ক্যাশব্যাক অফার ২০১৯" যেখানে তারা তাদের ৩ টি মোটরসাইকেলের উপর দিচ্ছে বিশেষ ছাড়।
মার্চ স্পেশাল ক্যাশব্যাক অফার ২০১৯
মার্চ মাসের এই বিশেষ ক্যাশব্যাক অফার ২০১৯ এ তারা বাইকগুলিতে সর্বোচ্চ ১১,০০০ টাকা ছাড় দিচ্ছে । এই ১১,০০০ টাকার ডিসকাউন্ট অফারটি শুধু মাত্র Yamaha FZS Fi V2 এবং Yamaha FZS FI V2 (ডুয়াল ডিস্ক) এর জন্য প্রযোজ্য হবে । আমাদের ভিডিও রিভিউতে আমরা আপনাদের সুবিধার জন্য এই দুটি বাইকের মধ্যে পার্থক্য গুলো নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করেছি।
>>Yamaha FZS FI V2 Dual Disc Edition First Impression<<
https://www.youtube.com/watch?v=70lrsHgM7fU&t=7s এই বিশেষ ক্যাশব্যাক অফারটি Yamaha Saluto 125 এর জন্যও দেয়া হচ্ছে । Yamaha Saluto 125 ৯০০০ টাকার ক্যাশব্যাক অফার রয়েছে। Yamaha Saluto 125 সিসি বাইকটি ইয়ামাহার একমাত্র কমিউটীং মোটরসাইকেল ১২৫সিসি সেগমেন্টে এবং আপনি আমাদের টেস্ট রাইড রিভিউতে Yamaha Saluto সম্পর্কে আরো বিস্তারিত ভাবে জানতে পারেন, যেখানে আমরা সাইকেলটির ব্যালেন্স, এগারোনিমিক, মাইলেজ, পেশাদার এবং বিপরীত সম্পর্কে কথা বলেছি।
সম্প্রতি ইয়ামাহা ৫ম ঢাকা বাইক শোতে অংশগ্রহন করেছিল, যেখানে তারা আপকামিং কয়েকটি বাইক যেমন Yamaha Mt15 এবং Yamaha FZS Fi V3 প্রদর্শন করেছিল । ইয়ামাহা এফজেডএস এফআই ভি৩ এ সিঙ্গেল চ্যানেল এবিএস ইনস্টল করা রয়েছে এবং আমরা আশা করছি যে এই বছরের মাঝামাঝি সময়ে আমরা এই বাইক দুটি বাংলাদেশে দেখতে পাব। সুতরাং দুইটি বাইকের দাম এবং তাদের লঞ্চ তারিখ জানতে নজর রাখুন আমাদের ওয়েবসাইটে। ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ - এসিআই মোটরস লিমিটেড নিয়মিত অফার দিয়ে তাদের অবস্থান সব সময় উন্নত করে যাচ্ছে এবং সম্প্রতি তারা ব্র্যাক ব্যাংক ও সিটি ব্যাংকের সাথে একত্র হয়ে বাইকারদের ব্যাংক ঋণ দিয়ে সহযোগিতা করছে যাতে তারা তাদের স্বপ্নের ইয়ামাহা বাইকটি কিনতে পারেন ।
ইয়ামাহা মোটরসাইকেল গুলোর জন্য ব্যাংক ঋণ সত্যিই সহজ এবং তুলনামূলকভাবে ঝামেলা মুক্ত। মোটরসাইকেল ঋণ তাদের জন্য ভাল হবে যারা একসাথে সম্পূর্ণ টাকা দিয়ে বাইক না কিনে ১২-২৪ মাসের কিস্তিতে অর্থ প্রদান করতে চায়, তাদের জন্য ব্যাংক ঋণের এই সুবিধাটি খুব এ লাভজনক হবে ।
২০১৯ সালের এই চলমান স্বাধীনতা ক্যাশব্যাক অফারের মতো ইয়ামাহা থেকে সকল অফারসহ এই ব্যাংক ঋণ সুবিধা গুলো স্পষ্টভাবে ইয়ামাহা প্রেমীদের তাদের নতুন মোটরসাইকেল কেনার জন্য উত্সাহিত করবে। এখন ইয়ামাহা প্রেমীরা এই ডিস্কাউন্ট অফাটির মাধ্যমে তাদের প্রিয় মডেল পেতে পারে খুব সহজেই। আমরা আশা করি এসিআই মোটর খুব শীঘ্রই Yamaha MT15 এবং Yamaha FZS Fi Version 3 লঞ্চ করবে যা মোটরসাইকেল মার্কেটকে করে তুলবে আরও প্রাণবন্ত।