কিভাবে কোডস থেকে অর্ডার করবেন?
This page was last updated on 30-Jul-2024 10:01am , By Raihan Opu Bangla
কোডস বাংলাদেশের অন্যতম প্রিমিয়াম ক্লোদিং ব্র্যান্ড। কোডস জার্সি, টি-শার্ট, সহ স্পোর্টস এর এক্সেসরিজ তৈরি করে থাকে। কোডস ক্লোদিং কোং বাইকারদের জন্য জার্সি, টি-শার্টসহ বিভিন্ন ধরনের এক্সেসরিজ তৈরি করে থাকে।
বাংলাদেশে বাইকারদের জন্য উন্নত মানের ও প্রোডাক্ট পাওয়াটা কিছুটা কষ্টকর। তবে অনেকেই আছেন ব্যক্তিগত উদ্যোগে আবার কেউ কেউ স্বল্প পরিসরে দেশের বাইরে থেকে পণ্য নিয়ে আসেন।
জার্সি, টি-শার্ট বা এক্সেসরিজের ক্ষেত্রে মান তেমন ভালো পাওয়া যায় না। কারণ প্রিমিয়াম কোয়ালিটির ক্ষেত্রে আবার সেটার মান নির্ণয় কষ্টকর হয়ে দাঁড়ায়। তবে সে দিক থেকে কোডস কিছুটা ভিন্ন।
কোডস তাদের প্রতিযোগীদের চেয়ে কিছুটা হলেও এগিয়ে রয়েছে। এর কারণ হচ্ছে তাদের প্রোডাক্টের অনেক বড় একটি লিস্ট রয়েছে। এই প্রোডাক্ট গুলোর মধ্যে রয়েছে জার্সি, টি-শার্ট, বাফ সহ বাইকার, সাইক্লিস্ট ও স্পোর্টস পার্সনদের জন্য অনেক ধরনের প্রোডাক্ট।
তো তাদের প্রোডাক্ট লাইন আপ অনেক বড়। এখন তাদের এত প্রোডাক্টের ভেতর আপনার পছন্দের প্রোডাক্টটি কিভাবে অর্ডার করবেন। আপনি চাইলে কোডসের ওয়েব সাইট, ফেসবুক পেজ বা হোয়াটস এপের মাধ্যমে অর্ডার করতে পারবেন।
প্রথমত, আপনি আপনার পছন্দের প্রোডাক্টটি বাছাই করুন। জার্সি, টিশার্ট, বা অন্য কোন প্রোডাক্ট সিলেক্ট করে কার্টে যুক্ত করতে হবে। আপনি প্রোডাক্টটি সিলেক্ট করার সময় আপনার পছন্দের কালার, সাইজ, সব কিছু নির্ধারণ করে নিতে পারবেন।
প্রোডাক্টটি সিলেক্ট করার পর আপনি আপনার কত টাকার প্রোডাক্ট নিয়েছেন তার টোটাল খরচ দেখতে পারবেন। এরপর আপনি কি ডেলিভারী ঢাকা না ঢাকার বাইরে নিচ্ছেন সেটা সিলেক্ট করে দিন।
ঢাকার ভেতর ডেলিভারী চার্জ হচ্ছে ৬০ টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারী চার্জ হচ্ছে ১২০ টাকা।
আপনি যদি রেডি প্রোডাক্ট বা স্টক প্রোডাক্ট ক্রয় করে থাকেন। তবে সেক্ষেত্রে আপনি ক্যাশ অন ডেলিভারী নিতে পারবেন। কিন্তু যদি আপনি তৈরি করে নিতে চান তবে আপনাকে তার জন্য ৫০% টাকা এডভান্সড পে করতে হবে। আপনি বিকাশ, নগদ বা রকেটের মাধ্যেম পে করতে পারবেন।
এক্ষেত্রে আপনাকে ৮-১০ দিন অপেক্ষা করতে হবে। কারণ প্রোডাক্টটি তৈরি হতে কিছু দিন সময় লাগবে। এরপর প্রোডাক্টটি আপনার কাছে পাঠানো হবে। যদি স্টক বা রেডি প্রোডাক্ট ক্রয় করে থাকেন। তবে ৩-৫ কর্ম দিবসের ভেতর প্রোডাক্টটি পেয়ে যাবেন।
কোডস আপনাকে একদম ঠিক সময় মতো ডেলিভারী করবে। এছাড়া কোয়ালিটির প্রশ্নে কোন ধরনের ছাড় দেয়া হবে না। আপনি কোডসের ওয়েব সাইট বা ফেসবুক পেজ থেকে অর্ডার করতে পারবেন।