মাত্র ৯৩৭৫০ টাকায় ১৫০ সিসি বাইকের অবিশ্বাস্য অফার দিলো যমুনা!
This page was last updated on 18-Jan-2025 02:22pm , By Raihan Opu Bangla
যমুনা গ্রুপ বাংলাদেশের সর্ববৃহৎ শিল্পগোষ্ঠী গুলোর মধ্যে অন্যতম। পোশাক, কেমিকেল, চামড়া, প্রিন্ট মিডিয়া ও টিভি চ্যানেল, ইলেকট্রনিক্স, বেভারেজ, শপিং মল এবং অটোমোবাইল সহ অসংখ্য ক্ষেত্রে তাদের উৎপাদিত পণ্যগুলো কেবল দেশের বাজারেই নয় বরং বিশ্বব্যাপী সমাদৃত ও রপ্তানী হয়ে আসছে।
Pegasus Bike In Bangladesh
“দেশের জন্য যমুনার পণ্য” – স্লোগানকে মুখ্য করে চলমান ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা ২০২৫ উপলক্ষে যমুনার পেগাসাস ব্র্যান্ডের মোটরসাইকেল গুলোতে থাকছে অবিশ্বাস্য মূল্যছাড়। পূর্বাচলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত এই মেলায় হল “এ” তে যমুনার প্যাভেলিয়নে দেখা গেছে পেগাসাস ব্র্যান্ডের ৩ টি মডেলের মোটরসাইকেলে এই মূল্যছাড় চলছে।
Also Read: Motorcycle Price In Bangladesh
Pegasus Evo 150cc এর বর্তমান বাজারমূল্য – ১,৪০,৫০০ টাকা মাত্র, মেলা উপলক্ষে ২১,০৭৫ টাকা ডিসকাউন্টের পর মূল্য- ১,১৯,৪২৫ টাকা মাত্র।
Pegasus Fabio 125cc এর বর্তমান বাজারমূল্য – ১,২০,০০০ টাকা মাত্র, মেলা উপলক্ষে ১৮ হাজার টাকা ডিস্কাউন্টের পর মূল্য- ১,০২,০০০ মাত্র।
Pegasus Zeus 150cc এর বর্তমান বাজারমূল্য – ১,২৫,০০০ টাকা মাত্র, মেলা উপলক্ষে ৩১,২৫০ টাকা ডিস্কাউন্টের পর মাত্র ৯৩,৭৫০ টাকায় বাইকটি নিতে পারবেন।
Also Read: Pegasus Bike Price In Bangladesh
এইরকম অফারে ১৫০ সিসি বাইক ক্রয় করার সুযোগ আসলেই বাংলাদেশের প্রেক্ষাপটে অকল্পনীয় ব্যাপার বটে। সবথেকে আশ্চর্যের বিষয় হচ্ছে কেউ যদি সম্পূর্ণ নগদ টাকা পরিশোধ না করে শুধুমাত্র প্রি-বুকিং করতে চান তাও অফার টি নিতে পারবেন এবং হোম ডেলিভারি সার্ভিস দেওয়া হবে।
অফারটি থাকছে মেলা যতদিন চলবে ততদিন পর্যন্ত। বিস্তারিত জানতে ও বাইকসহ যমুনার অন্যান্য ইলেক্ট্রনিক আইটেম এক্সপিরিয়েন্স ও ক্রয় করতে ঘুরে আসতে পারেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা ২০২৫ এর হল “এ” তে অবস্থিত যমুনার প্যাভেলিয়নে।