সেপ্টেম্বর মাস উপলক্ষ্যে ইয়ামাহা নিয়ে এসেছে সুপ্রিম কন্ট্রোল এবং সুপিরিয়ার কম্ফোর্ট
This page was last updated on 04-Jan-2025 06:05pm , By Raihan Opu Bangla
Yamaha বাংলাদেশের অন্যতম জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড এবং সেই সাথে তারা সব সময় তাদের কাস্টোমারদের জন্য অনেক ধরনের অফার নিয়ে হাজির হয়। সেপ্টেম্বর মাসের শুরুতেই তারা নিয়ে এসেছে সুপ্রিম কন্ট্রোল এবং সুপেরিয়ার কম্ফোর্ট।
এসিআই মোটরস বাংলাদেশে Yamaha Bike এর অফিশিয়াল ডিস্ট্রিবিউটর। সম্প্রতি ইয়ামাহা তাদের মোটরসাইকেলের দাম বাড়িয়েছে। অনেকের কাছেই প্রশ্ন আসতে পারে কেন দাম বাড়ানো হল। এই প্রশ্নটি আসা স্বাভাবিক।
কিন্তু আমরা দেখতে পেয়েছি যে শুধু মাত্র ইয়ামাহা নয়, অন্যান্য মোটরসাইকেল কোম্পানিও তাদের মোটরসাইকেলের দাম বাড়িয়েছে। এক্ষেত্রে দাম বাড়ানোর পেছনে কিছু কারণ রয়েছে। দাম বাড়ানোর ক্ষেত্রে ডলার রেট, পরিবহন খরচ, কন্টেইনার খরচ, কাচামালের দাম বৃদ্ধির প্রভাব রয়েছে।
সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে ডলারের দাম অনেক খানি বেড়ে গিয়েছে। সেই সুবাধে তার প্রভাব বাংলাদেশেও পরেছে। ডলারের দাম বাড়ার কারণে সব কিছুর দাম অনেকাংশে বেড়ে গিয়েছে, সেই সূত্র ধরে মোটরসাইকেলের দাম বেড়ে গিয়েছে।
বর্তমানে বাংলাদেশের তেলের দাম অনেক বেড়ে গিয়েছে। তাই প্রোডাকশন খরচও অনেক বেড়ে গিয়েছে, যেহেতু প্রোডাকশন খরচ বেড়ে গিয়েছে তাই মোটরসাইকেলের দাম বেড়েছে।
Also Read: Yamaha Bike price in BD
অপরদিকে পরিবহন খরচ, কন্টেইনার খরচ, ও কাচামালের দাম বৃদ্ধি হয়েছে। এর প্রভাব পরেছে লোকাল মোটরসাইকেল মার্কেটে এর প্রভাব পরেছে। তাই মোটরসাইকেল এর দাম বেড়েছে।
এখন এই দাম বাড়ার ফলে মোটরসাইকেল বিক্রিতে এর প্রভাব বেশ পরিলক্ষিত হচ্ছে। কারণ দাম বাড়ার কারণে বাইক বিক্রয় কিছুটা হলেও কমে যাবে। যারা বাইক ক্রয় করতে চাচ্ছেন দামের কারণে কিছুটা পিছিয়ে যাবেন নিজের পছন্দের বাইক ক্রয়ে।
অপরদিকে বাইকের কাগজপত্র করার খরচও বেশি পরে যাচ্ছে। যার কারণে অনেকেই এখন মোটরসাইকেল ক্রয় করছেন না।
আমরা আশা করছি এই অবস্থা বেশি দিন স্থায়ী হবে না। আর যারা বাইক ক্রয় করতে চাচ্ছেন তারাও তাদের পছন্দের বাইকটি ক্রয় করতে সক্ষম হবেন। আর বিস্তারিত জানতে আপনার কাছের Yamaha Showroom এ যোগাযোগ করুন। ধন্যবাদ।