ভলকান লাইফস্টাইল বাংলাদেশ লঞ্চ করল HJC RPHA!

This page was last updated on 30-Jul-2024 04:50pm , By Raihan Opu Bangla

ভলকান লাইফস্টাইল বাংলাদেশের অন্যতম এক্সক্লুসিভ এক্সেসরিজ ও ডিস্ট্রিবিউশন শপ। তারা বাংলাদেশে HJC, AXOR, AXXIS  হেলমেট এবং Scoyco রাইডিং গিয়ার্স এর অফিশিয়াল ডিস্ট্রিবিউটর। সম্প্রতি তারা বাংলাদেশে লঞ্চ করেছে HJC RPHA সিরিজের হেলমেট।

ভলকান লাইফস্টাইল বাংলাদেশ লঞ্চ করল HJC RPHA!

কিছু দিন আগেই ভলকান লাইফস্টাইল তাদের দুই বছরপূর্তি উদযাপন করেছে। তখনই তারা ঘোষণা দিয়েছিল যে বাইকাদের জন্য তারা নতুন এবং বড় কিছু সারপ্রাইজ নিয়ে আসতে যাচ্ছি। এরপরই আমরা জানতে পেরেছি যে ভলকান লাইফস্টাইল বাংলাদেশে নিয়ে আসতে যাচ্ছে HJC RPHA। 

 

গত ০৭ জানুয়ারি ২০২২ তারিখে এশিয়ান ইমোর্প্টস এর গ্রাউন্ডে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ভলকান লাইফস্টাইল লঞ্চ করেছে HJC RPHA সিরিজের হেলমেট। HJC ১৯৭১ সাল থেকে হেলমেট প্রস্তুত করে আসছে। মোটরসাইকেল হেলমেট এর জগতে HJC সবচেয়ে জনপ্রিয় একটি হেলমেট ব্র্যান্ড।

এই ব্র্যান্ডটির মোটরসাইকেল হেলমেট তৈরিতে একটি সুদীর্ঘ ইতিহাস রয়েছে। এই হেলমেট ব্র্যান্ডটির বিশেষত্ব হচ্ছে যে তারা সাধারণ মানের চেয়ে উন্নত ম্যাটেরিয়াল, স্ট্রেন্থ দিক থেকে অনেক শক্ত এবং কম ওজনের পারফর্মেন্স সমৃদ্ধ হেলমেট তৈরিতে করে থাকে।

Also Read: i90 HJC AVENTA Price In BD

HJC প্রিমিয়াম হেলমেট তৈরিতে বেশ বিখ্যাত। তাদের হেলমেট গুলো বিশেষ ভাবে ও কোয়ালিটির দিকে খেয়াল রেখে তৈরি করা হয়। ৬৫টি এর বেশি দেশে HJC তাদের হেলমেট রপ্তানি করে থাকে এবং সেই সাথে ইউরোপের ২০ শতাংশ মার্কেট তাদের দখলে রয়েছে।

বিশ্ব জুড়ে তাদের হেলমেটের জনপ্রিয়তা রয়েছে, কারণ তাদের হেলমেট গুলো স্ট্যান্ডার্ট ও প্রিমিয়াম কোয়ালিটির হয়ে থাকে। তাই পুরো বিশ্বের অনেক বাইকার রয়েছেন যারা HJC এর হেলমেট ব্যবহার করতে চান। 

 

গত ১৭ বছর ধরে হেলমেট তৈরিতে বিশ্বে HJC তাদের প্রথম স্থান ধরে রেখেছে। HJC হেলমেট ডিজাইন, তৈরি এবং ডেভলমেন্ট এর ক্ষেত্রে অনেক বেশি কাজ করে থাকে। তারা ভিন্ন ভিন্ন ক্যাটাগরির ডিজাইন ও মডেল এর হেলমেট তৈরি করে থাকে। বাংলাদেশে ভলকান লাইফস্টাইল HJC RPHA সিরিজের RPHA 11, RPHA 11 joker, এবং RPHA 70 হেলমেট বাংলাদেশে লঞ্চ করেছে।

বাংলাদেশ ক্রিকেট টিমের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এই লঞ্চিং অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। তিনি তার মাধ্যমে এই নতুন সিরিজটি লঞ্চ করা হয়। শাফাত ইশতিয়াক, হেড অফ বিজনেস, এশিয়ান মোটরবাইকস বলেছেন যে, আমরা অনেক বেশি গর্বিত ও আনন্দিত যে, আমরা বিশ্বে নাম্বার ওয়ান হেলমেট ব্র্যান্ড HJC এবং কাওয়াসাকি মোটরসাইকেল দুটো ব্র্যান্ড এর অফিশিয়াল ডিস্ট্রিবিউটর হতে পেরেছি। আমরা আশা করছি যে এই প্রিমিয়াম ব্র্যান্ড দুটিকে এক সাথে বাংলাদেশে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারব। 

 

শুভ্র সেন, ফাউন্ডার ও সিইও, বাইকবিডি, ওয়াসিফ আনোয়ার, চিফ অপারেটিং অফিসার, বাইকবিডি এবং টিম বাইকবিডি এই অনুষ্ঠান অংশ গ্রহন করে। রোড রাইডার্স বাংলাদেশের অন্যতম একটি জনপ্রিয় স্ট্যান্ট রাইডার গ্রুপ, এই লঞ্চিং ইভেন্টে পারফর্ম করেছিল।

এছাড়া লঞ্চিং ইভেন্ট এরপর ডিজে পারফর্মেন্সও ছিল। HJC RPHA সিরিজটি একটি এক্সক্লুসিভ হেলমেট সিরিজ। আমরা আশা করছি বাইকাররা এই সিরিজটিকে পছন্দ করবে। এর সাথে আমরা আরও আশা করছি যে ভলকাল লাইফস্টাইল HJC সহ অন্যান্য আন্তর্জাতিক হেলমেট ব্র্যান্ড বাংলাদেশে নিয়ে আসবে। ধন্যবাদ।

Best Bikes

Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 212000.00

View all Best Bikes

Upcoming Bikes

Zontes 703 RR

Zontes 703 RR

Price: 0.00

I-am RAPID

I-am RAPID

Price: 0.00

Salida ZL 9

Salida ZL 9

Price: 0.00

View all Upcoming Bikes