বাইকবিডির নতুন ক্লথিং পার্টনার হিসেবে যুক্ত হল ওয়েদার
This page was last updated on 30-Jul-2024 07:28am , By Raihan Opu Bangla
বাইকবিডি, বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় মোটরসাইকেল ওয়েবপোর্টাল। সম্প্রতি বাইকবিডি এবং ওয়েদারের সাথে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়। ওয়েদার বাংলাদেশের প্রথম মোটরসাইকেল রাইডিং এক্সেসরিজ ক্লথিং, গিয়ার এবং লাগেজ প্রস্তুতকারী প্রতিষ্ঠান। এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানটি ৮ই এপ্রিল, ২০২৩ তারিখে ঢাকার সিলো রুফটপ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বাইকবিডি ও ওয়েদারের সকল কর্মকর্তা ও তাদের পরিবার উপস্থিত ছিল। এই স্বাক্ষর এর মাধ্যমে বাইকবিডি ও ওয়েদার তাদের নতুন যাত্রা শুরু করল। তাদের এই যাত্রা বাংলাদেশের বাইকিং ইন্ডাস্ট্রিতে নতুন কিছু নিয়ে আসবে আমরা ধারণা করছি।
এমওইউ এর অধীনে ওয়েদার বাইকবিডির নতুন ক্লথিং পার্টনার হিসেবে যুক্ত হয়েছে। বাইকবিডি এই স্বাক্ষর এর মাধ্যমে ওয়েদারের ব্র্যান্ড ভ্যালু, মার্কেটিং ও অন্যান্য সহায়তা প্রদান করবে। বাইকবিডি এর ওয়েব সাইট, ও সকল স্যোশাল মিডিয়া চ্যানেল গুলোর মাধ্যমে ওয়েদারে কে কভারেজ প্রদান করবে।
Also Read: All Bike Price In Bangladesh
অপরদিকে ওয়েদার, যারা প্রথম বাংলাদেশ মোটরসাইকেল এক্সেসরিজ ক্লথিং ব্র্যান্ড। মেইড ইন বাংলাদেশ এই ট্যাগ লাইনটি ব্যবহার করছে ওয়েদার এবং বাংলাদেশেই উন্নত মানের প্রোডাক্ট প্রস্তুত করছে।
ওয়েদার বাইকবিডি কে তাদের নতুন পুরাতন সহ সকল পন্য প্রদান করবে টেস্টিং ও রিভিউ করার জন্য। যাতে করে আরও অনেক বেশি মানুষের কাছে তাদের পণ্য সম্পর্কে জানতে পারে।
বাইকবিডির সিইও জনাব শুভ্র সেন ওয়েদারের সাথে চুক্তি স্বাক্ষর প্রসঙ্গে বলেছেন, “আমরা ওয়েদারের সাথে এই চুক্তি নিয়ে অনেক বেশি আনন্দিত। কারণ প্রথম বাংলাদেশী মোটরসাইকেল ক্লথিং ও ব্যাগেজ প্রস্তুতকারক প্রতিষ্ঠন হিসেবে ওয়েদার নিজের অবস্থান তৈরি করে নিয়েছে। আমরা খুবই আনন্দিত যে ওয়েদার আমাদের পার্টনার হিসেবে যুক্ত হয়েছে।”
অপর দিকে ওয়েদারের ফাউন্ডার ও সিইও জনাব আমজাদ মাহমুদ তার বক্তব্যে বলেছেন, “আমরা বাইকবিডির সাথে যুক্ত হতে পেরে অনেক উচ্ছসিত এবং আনন্দিত। বাইকবিডি বাংলাদেশের প্রথম মোটরসাইকেল ব্লগ যারা বাইকাদের কথা মাথায় রেখে কাজ করে যাচ্ছে। এই পার্টনারশীপের মাধ্যমে বাইকবিডি এবং ওয়েদার উভয়েই উপকৃত হবে। আর বাংলাদেশের বাইকারদের জন্য ভাল কিছু করার প্রত্যাশা ব্যক্ত করেন।”
সবশেষে বলা যায়, বাইকবিডি এবং ওয়েদার এর এই সমঝোতা স্মারক স্বাক্ষর উভয়ের জন্যই নতুন দ্বার খুলে দেবে। মোটরসাইকেল ইন্ডাস্ট্রির জন্য এক মাইলফলক হিসেবে বিবেচিত হবে বলা ধারণা করা হচ্ছে। আমরা আশা করছি বাইকবিডি এবং ওয়েদার এক সাথে অনেক দূর পথ চলবে। ধন্যবাদ।