বাইক চুরির আতংক থেকে বাঁচার ২ টি সহজ উপায় - জানুন বিস্তারিত

This page was last updated on 31-Jul-2024 09:02am , By Ashik Mahmud Bangla

আমরা যারা বাইকার আছি তাদের সবার মধ্যে কম বেশি বাইক চুরির আতংক কাজ করে। আবার অনেক বাইকার ভাই আছেন যারা তাদের বাইক হারিয়েছেন , তাদের কষ্টটা আমি ভালোভাবে উপলব্ধি করতে পারি। তবে আপনি যদি ছোট্ট ২ টি উপায় অবলম্বন করেন তাহলে বাইক চুরির হাত থেকে নিজের বাইককে অনেকটায় সুরক্ষা দেয়া সম্ভব।

-লক

বাইক চুরির আতংক থেকে বাঁচার ২ টি সহজ উপায়

১- হাইড্রলিক লকের পরিবর্তে মজবুত তালা ব্যবহার করাঃ

আমি আমাদের দেশের বাজারে পাওয়া যায় এমন অনেকগুলো হাইড্রলিক লক আমার বাইকে ব্যবহার করে দেখেছি। কিন্তু আমার কাছে মনে হয়েছে আমাদের দেশের বাজারে যে হাইড্রলিক লক পাওয়া যায় তার চেয়ে বাসা বা বড় বড় দোকানে যে মজবুত তালা ব্যবহার করা হয়ে থাকে সেগুলোর কোয়ালিটি আমার কাছে অনেক ভালো মনে হয়।

-তালা

তাই আমি আমার বাইকে বর্তমানে হাইড্রলিক লকের পরিবর্তে মজবুত তালা ব্যবহার করি। আর আমাদের দেশের বাজারে যে হাইড্রলিক লকগুলো পাওয়া যায় এগুলা ভাংগা আমার মনে হয় সহজ , সেজন্য মজবুত তালা আমার সেরা অপশন মনে হয়।

২- ভালোমানের Trackers ব্যবহার করাঃ

এখন ২০২২ সাল চলে , সময়ের সাথে সাথে যুগ এখন অনেক এগিয়ে। তাই বাইক চুরির আতংক থেকে বাঁচার জন্য ভালোমানের Trackers এর বিকল্প আর কিছুই হতে পারে না। বাংলাদেশের বাজারে অনেক ভালো ভালো মানের Trackers পাওয়া যায় , এর মধ্যে TrackersBD একটি।

Trackers বাইকে

অনেকেই অল্প কিছু টাকা বাঁচাতে গিয়ে বাজারের নিম্নমানের Trackers বাইকে ইনস্টল করে থাকেন। যার ফলে দেখা যায় অল্প সময়ের মধ্যে বাইকের ব্যাটারি নষ্ট হয়ে যায়। কিন্তু ভালোমানের Trackers বাইকের ব্যাটারিতে খুব বেশি ক্ষতিকর প্রভাব ফেলে না। আপনি যদি বাইকের ব্যাটারি ভালো রাখার সহজ উপায় জানেন তাহলে আপনি আপনার বাইকের ব্যাটারি ভালো রাখতে পারবেন।

একটা কথা মনে রাখবেন প্রতিটা বাইকারের কাছে তার বাইকটা অনেক বেশি মূল্যবান , তাই ব্যাটারি নষ্ট হয়ে যাবে এই চিন্তা করে নিজের মূল্যবান বাইকটাকে চুরি হওয়ার ব্যবস্থা করে দিবেন না। একটা ব্যাটারির চাইতে আপনার বাইকের দাম অনেক বেশি।

Trackers বাইকে

আপনি যদি এই দুইটা জিনিস মেনে চলেন তাহলে আপনার বাইক চুরির আতংক অনেকটায় দূর হয়ে যাবে। কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের নিজেদের কিছু ভূলের কারনে প্রিয় বাইকটা হারিয়ে যায়। বাইক চুরি রোধে করণীয় কি এই সম্পর্কে আরও বিস্তারিত জানুন।