অপেক্ষা অবসান ঘটিয়ে বাংলাদেশে লঞ্চ হল Hero Karizma XMR 210
This page was last updated on 31-Dec-2024 02:11pm , By Raihan Opu Bangla
অবশেষে অপেক্ষার অবসান শেষ হল, বাংলাদেশের বাইকপ্রেমী ও বাইকারদের অপেক্ষার অবসান ঘটিয়ে হিরো মোটরসাইকেল বাংলাদেশ লঞ্চ করল উচ্চ সিসির স্পোর্টস মোটরসাইকেল Hero Karizam XMR 210।
অপেক্ষা অবসান ঘটিয়ে বাংলাদেশে লঞ্চ হল Hero Karizma XMR 210
ভারতীয় বাজারে বাইকটি লঞ্চ হবার পর থেকে বাংলাদেশের বাইকপ্রেমী ও বাইকাররা এই বাইকটির জন্য অপেক্ষা করে আছে। যখন হিরো বাংলাদেশ ঘোষণা করল যে তারা বাইকটি বাংলাদেশে দ্রুত লঞ্চ করতে যাচ্ছে, তখন থেকেই এই বাইকটির জন্য বাইকাররা অনেক আগ্রহ নিয়ে অপেক্ষা করছে।
১২ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরাতে এক জমকালো আয়োজনের মাধ্যমে বাইকটি লঞ্চ করা হয়েছে। এই লঞ্চিং ইভেন্টে বাইকারসহ বাংলাদেশের অনেক বাইকপ্রেমীরা উপস্থিত ছিলেন।
Aslo Read - Bike Price In Bangladesh
Hero Karizma XMR 210 বাইকটিতে দেয়া হয়েছে ফোর স্ট্রোক, ফোর ভাল্ব, সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল, DOHC ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে সর্বোচ্চ 25.5 PS @9250 rpm and 20.4 Nm @7250 rpm পর্যন্ত শক্তি উৎপন্ন করতে সক্ষম।
এছাড়া হিরো মোটরসাইকেল বাংলাদেশ এই বাইকটিতে উন্নত ও আধুনিক করার জন্য এতে অনেক প্রযুক্তিগত পরিবর্তন নিয়ে এসেছে। স্টাইল, ডিজাইন, ফিচার্স এবং পারফর্মেন্সের দিক থেকে স্পোর্টস মোটরসাইকেল হিসেবে দারূণ একটি মোটরসাইকেল।
এখন প্রশ্ন আসতে পারে বাইকটির দাম কেমন হবে। এটাই সবার আগ্রহের কেন্দ্রবিন্দু বলা যায়। হিরো বাংলাদেশ Hero Karizma XMR 210 বাইকটির দাম রেখেছে – 3,99,990 /- টাকা। offer Price for first 210 Clients. Regular Price is 4,99,990 Taka.
আমরা আশা করছি বাইকটি দ্রুত বাংলাদেশের সকল হিরো মোটরসাইকেল শোরুমে পাওয়া যাবে। ধন্যবাদ।