অবশেষে বাংলাদেশে লঞ্চ হল বহুল প্রতীক্ষিত Suzuki Gixxer 250 এবং Suzuki Gixxer SF 250

This page was last updated on 05-Jan-2025 11:51am , By Raihan Opu Bangla

অবশেষে বাংলাদেশের বাজারে লঞ্চ হল বহুল আলোচিত সুজুকির উচ্চ সিসির মোটরসাইকেল Suzuki Gixxer 250 এবং Suzuki Gixxer SF 250। ঢাকায় এক জমকালো আয়োজনের মাধ্যমে সুজুকি মোটরসাইকেল বাংলাদেশ তাদের উচ্চ সিসির এই নতুন দুটি মডেল বাংলাদেশের বাইকারদের জন্য উন্মুচিত করেছে। 

Suzuki Gixxer 250 এবং Suzuki Gixxer SF 250 লঞ্চিং ইভেন্ট

সুজুকি জিক্সার ২৫০ লঞ্চ

ঢাকাস্থ তেজগাও লিংক রোডে অবস্থিত আলোকি কনভেশন সেন্টার এ এক জমকালো আয়োজনের মাধ্যমে বাংলাদেশে এই মডেল দুটি লঞ্চ করা হয়। এই ইভেন্টে বাইক লাভার্স, কন্টেন্ট ক্রিয়েটর্স, মোটরসাইকেল গ্রুপ সহ অনেকেই অংশ নিয়েছিলেন।

Also Read: Labbaik Motors in 273 Ukilpara, Bhola

যদিও বাইক দুটির ছোট ভার্সন আগে থেকেই বাংলাদেশে পাওয়া যাচ্ছে তবে নতুন উচ্চ সিসির এই বাইক দুটি ইঞ্জিন, ফিচার্স, টেকনোলজি, সহ অনেক দিক থেকেই এগিয়ে রয়েছে। এছাড়া তিনটি নতুন কালারে বাইক দুটি লঞ্চ করা হয়েছে। 

এই নতুন বাইক দুটির দাম রাখা হয়ছে, সুজুকি জিক্সার ২৫০ এর দাম হচ্ছে ৩,৯৯,৯৫০/- টাকা এবং সুজুকি জিক্সার এসএফ ২৫০ এর দাম হচ্ছে ৪,৪৯,৯৫০/- টাকা।

সুজুকি জিক্সার এসএফ ২৫০ লঞ্চিং ইভেন্ট

এছাড়া এই ইভেন্টে সুজুকি মোটরসাইকেল এর ব্র্যান্ড এম্বাসেডর সিয়াম আহমেদ সহ, সুজুকির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। র‍্যানকন মোটরবাইকস লিমিটেড বাংলাদেশে সুজুকির অফিশিয়াল ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করছে। র‍্যানকন মোটরবাইকস এর কর্মকর্তারাও এই ইভেন্টে উপস্থিত ছিলেন। 

লঞ্চিং হবার পর বাইকটি সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়। সেখানে বাইকটি টেস্ট রাইড দেয়ার ব্যবস্থা ছিল। এছাড়া বাইকটির সাথে ছবি তোলার ব্যবস্থা রাখা হয়েছিল। অপর দিকে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য আলাদা ভাবে ছবি ও ভিডিও করার ব্যবস্থা রাখা হয়েছিল। 

সুজুকির নতুন বাইকটি দ্রুত বাংলাদেশের সব সুজুকি মোটরসাইকেল শোরুমে পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে। এছাড়া আপনি চাইলে বাইকটি বাংলাদেশের যেকোন সুজুকি শোরুমে প্রি-বুকিং করতে পারবেন। 

সুজুকি বাইকের দাম

বাইক ও বাইক সম্পর্কিত সকল খবর, মোটরসাইকেল ব্র্যান্ড, দাম, টিপস সহ সব কিছু জানতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ।