হোন্ডা বসন্ত ক্যাশব্যাক অফার ২০২০ । বাইকবিডি

This page was last updated on 04-Aug-2024 08:01am , By Ashik Mahmud Bangla

বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড এই বসন্ত উপলক্ষ্যে নিয়ে এসেছে "হোন্ডা বসন্ত ক্যাশব্যাক অফার ২০২০" । এই অফারটি তারা হোন্ডা দিচ্ছে তাদের কমিউটার মোটরসাইকেল সিরিজের উপর । অফারটি চলবে স্টক থাকা পর্যন্ত । 

honda-cb-shine-sp-125-price-in-bangladesh

হোন্ডা এই অফারটি দিচ্ছে তাদের ১২৫সিসি সিরিজের অন্যতম স্টাইলিশ মোটরসাইকেল Honda CB Shine SP এর উপর । হোন্ডা সিবি সাইন এসপি এই বাইকটি বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড ৬ মাস আগে বাংলাদেশে লঞ্চ করেছে । বাইকটিতে দেয়া হয়েছে ১২৫সিসি এয়ার কুল ইঞ্জিন, যা থেকে 10.1 BHP @ 7500 RPM এবং 10.3 NM টর্ক @ 5500 RPM উৎপন্ন করতে পারে । এছাড়া বাইকটির ইঞ্জিনের সাথে দেয়া হয়েছে ৫ স্পিড গিয়ার বক্স, সাথে টিউবলেস টায়ার ও সামনে দেয়া হয়েছে ডিস্ক ব্রেক । এই বাইকটির ফ্রেম হচ্ছে ডায়মন্ড ফ্রেম, সামনের দিকে দেয়া হয়েছে ফ্রন্ট টেলিস্কোপিক সাসপেনশন এবং রেয়ারে দেয়া হয়েছে স্প্রিং লোডেড হাইড্রোলিক রেয়ার সাসপেনশন । অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ডিজিটাল-এনালগ স্পিডোমিটার, হ্যালোজেন হেড লাইট, সিল চেইন, ভিসকিয়াস এয়ার ফিল্টার এবং মেইন্টেনেন্স ফ্রী ব্যাটারি । সাইন এসপি এস ওজন হচ্ছে ১২০ কেজি এবং এর ফুয়েল ট্যাঙ্কে প্রায় ১০ লিটার ফুয়েল নেয়া যায় । বর্তমানে হোন্ডা সিবি সাইন এসপিতে দিচ্ছে ৫,০০০/- টাকার ক্যাশব্যাক এবং সেই সাথে একটি উইন্টার জ্যাকেট । হোন্ডা সিবি সাইন এসপি এর বর্তমান দাম হচ্ছে, ১২৬,৯০০/- টাকা ।honda-livo-110-price-in-bangladesh

বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড তাদের ১১০সিসি এর এক্সিকিউটীভ কমিউটার হোন্ডা লিভো তে দিচ্ছে বসন্ত ক্যাশব্যাক অফার । হোন্ডা লিভো এর বর্তমান দাম হচ্ছে, ডিস্ক ব্রেক ভার্সন ১,১৬,০০০/- টাকা এবং ড্রাম ব্রেক ভার্সন হচ্ছে ১,০৭,০০০/- টাকা । উভয় ভার্সনেই তারা দিচ্ছে ৬,১০০/- টাকার ক্যাশব্যাক । হোন্ডা ড্রিম নিও তাদের অন্যতম একটি কমিউটার মোটরসাইকেল । এই বাইকটির বর্তমান দাম হচ্ছে ৯৭,০০০/- টাকা, তারা এই বাইকটিতে দিচ্ছে ৩,১০০/- টাকার ক্যাশব্যাক । অপর দিকে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড দু মাসের ব্যবধানে দুটি নতুন ১৬০সিসি সেগমেন্টের মোটরসাইকেল বাংলাদেশে লঞ্চ করেছে । প্রথমত তারা লঞ্চ করেছে Honda X Blade যা Honda CB Trigger রিপ্লেসমেন্ট হিসেবে নিয়ে আসা হয়েছে । বর্তমানে হোন্ডা এক্স ব্লেড এর দাম হচ্ছে ১,৭২,৯০০/- টাকা ।

Honda X Blade First Impression

অন্যদিকে এক্স ব্লেড লঞ্চের এক মাস পরেই তারা নিয়ে এসেছে Honda CB Hornet 160R ABS ভার্সন । বাইকটী সিঙ্গেল চ্যানেল এবিএস (এন্টিলক ব্রেকিং সিস্টেম) যুক্ত । হোন্ডা সিবি হর্নেট ১৬০আর বর্তমানে দুটি ভার্সনে পাওয়া যাচ্ছে । যাদের মধ্যে সিবিএস ভার্সনের দাম হচ্ছে ১,৮৯,০০০/- টাকা এবং এবিএস ভার্সনের দাম হচ্ছে ২,৫৫,০০০/- টাকা ।

spring-cashback-offer-2020-honda-spring-cashback-offer-2020

হোন্ডা এক্স ব্লেড ও হোন্ডা সিবি হর্নেট বাইক দুটিতে দেয়া হয়েছে BSIV ইঞ্জিন । তবে অন্যান্য ফিচারের দিক থেকে বাইক দুটি সম্পূর্ন রূপে আলাদা । আমরা শীঘ্রই হোন্ডা এক্স ব্লেড ও হোন্ডা সিবি হর্নেট বাইক দুটির পার্থক্য নিয়ে হাজির হবো ।