ফেব্রুয়ারিতে আবারও বাড়বে মোটরসাইকেলের দাম

This page was last updated on 11-Aug-2024 03:44pm , By Raihan Opu Bangla

বৈশ্বিক পরিস্থিতি অনেক আগেই নাজুক অবস্থায় চলছে। বিশ্বের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব সব কিছুর উপর পরেছে। বিশেষ ভাবে নিত্য প্রয়োজননীয় জিনিসপত্রের দাম দিন দিন বেড়েই চলেছে। এরই প্রভাবের অন্যতম একটি দিক হচ্ছে ফেব্রুয়ারির মাঝামাঝি পুনরায় বাড়তে পারে মোটরসাইকেল দাম

আবারও বাড়বে মোটরসাইকেলের দাম

ফেব্রুয়ারিতে আবারও বাড়বে মোটরসাইকেলের দাম

সম্প্রতি আমরা জানতে পেরেছি যে বিশ্ব বাজার পরিস্থিত, স্টোরেজ, উৎপাদন খরচ, কাচমালা সহ আনুষাঙ্গিক অনেক কিছুর দাম ও খরচ বেড়ে গিয়েছে। তাই এমন পরিস্থিতি মোটরসাইকেলের দাম আরও কয়েক ধাপ বাড়ার সম্ভাবনা রয়েছে বলে আমরা ধারনা করছি। 

যেসব পরিস্থিতির কারণে মোটরসাইকেলের দাম বৃদ্ধি হতে পারেঃ

১। বিশ্ববাজারে ডলারের দাম বৃদ্ধি ও ডলার মূল্যের অস্থিতিশীল অবস্থার কারণে। 

২। LC সমস্যার কারণে। 

৩। ব্যাংক সুদের হার বেড়েছে। 

৪। ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের কারণে বিশ্ববাজারে অস্থিতিশীল পরিস্থিতির কারণে Raw Materials ও শিপিং চার্জ। 

৫। শিপমেন্ট খরচ বাড়ার কারণে ইম্পোর্ট খরচ বেড়েছে। 

৬। গাড়ির দামও ইতিমধ্যে বেড়েছে, আগে ১৮ থেকে ২০ লাখের গাড়ি এখন দাম বেড়ে ২৫ থেকে ২৬ লাখ টাকা হয়েছে। 

ইতিমধ্যেই সুজুকি মোটরসাইকেলের মূল্য বেড়েছে যা ফেব্রুয়ারির ১ তারিখ থেকেই কার্যকর হয়েছে এবং অন্যান্য কোম্পানিগুলোও দাম বাড়াতে পারে। ইয়ামাহা মোটরসাইকেল - এসিআই মটর্স ও তাদের মুল্য বৃদ্ধি করেছে। তবে কাস্টমারের কথা চিন্তা করে তারা তাদের ক্যাশব্যাক অফার চালু রেখেছে।

আবারও বাড়বে মোটরসাইকেলের দাম

যদিও আরও কোন কোম্পানি দাম বাড়িয়েছে কিনা আমরা এখনও জানতে পারিনি। তবে পরিস্থিতি অনুযায়ী সবাই কম বেশি দাম বাড়াবে বলে আমরা ধারণা করছি। এতে করে মোটরসাইকেল মার্কেটে বেশ বড় ধরনের পরিবর্তন আসবে বলে আমরা ধারনা করছি। 

Also Read: Yamaha Motorcycle Showroom In Bangladesh

এই পরিস্থিতে মোটরসাইকেলের বিক্রয় কতটা প্রভাব পরবে সেটা দাম বাড়ার পর আসলে জানা যাবে। এছাড়া উচ্চ সিসির মোটরসাইকেলে বাংলাদেশের লঞ্চ হতে যাচ্ছে শীঘ্রই। এখন দেখার বিষয় দাম বাড়ার সাথে সাথে এই পারিপার্শ্বিক পরিস্থিতির কতটা প্রভাব ফেলবে।

সুতরাং যারা বাইক কেনার চিন্তা করছেন যতদ্রুত সম্ভব কিনে ফেলা উচিত এবং ১৫ ফেব্রুয়ারির আগেই কেনা উচিত। আর দাম ঠিক কত শতাংশ বাড়বে সেটা এখন ই বলা সম্ভব নয়। তাই আপনার পছন্দের বাইকটি এখনই ক্রয় করে ফেলুন। ধন্যবাদ। 

Best Bikes

Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 212000.00

View all Best Bikes

Upcoming Bikes

Zontes 703 RR

Zontes 703 RR

Price: 0.00

I-am RAPID

I-am RAPID

Price: 0.00

Salida ZL 9

Salida ZL 9

Price: 0.00

View all Upcoming Bikes