ওভারটেকিং করার সঠিক নিয়ম - ১৩ টি টিপস - জানুন বিস্তারিত

This page was last updated on 29-Jul-2024 12:20am , By Raihan Opu Bangla

মহাসড়কে বাইক নিয়ে ওভারটেকিং বেশ ঝুকিপূর্ণ একটা জিনিস, আপনি যদি ওভারটেকিং করার সঠিক নিয়ম না জেনে থাকেন তাহলে আপনি অনেক বড় দূর্ঘটনার সম্মুখীন হতে পারেন। আজ আপনাদের সাথে ওভারটেকিং করার সঠিক নিয়ম নিয়ে আলোচনা করবো, যদি আপনি এই বিষয়গুলো মেনে চলেন আশাকরি আপনি বাইক নিয়ে নিরাপদে চলতে পারবেন।

ওভারটেকিং করার সঠিক নিয়

ওভারটেকিং করার সঠিক নিয়ম -

১- ওভারটেকিং করার সময় গতি সব সময় আপনার নিয়ন্ত্রণের মধ্যে রাখুন। যেহেতু আমরা বাংলাদেশে বসবাস করি আমাদের দেশের রাস্তায় কখন কে সামনে চলে আসবে আপনি নিজেও বলতে পারবেন না। তাই ওভারটেকিং এর সময় এমন গতি রাখুন যেটা আপনি চাইলে নিয়ন্ত্রণ করতে পারবেন। 

২- যে লাইনে গাড়ি চলছে তার সামনের ও পেছনের গাড়িকে সিগন্যাল দিয়ে তারপর ওভারটেক করুন। ইন্ডিকেটর লাইট , হর্ণ , পাস লাইট ব্যবহার করুন। অনেকেই ওভারটেক করার সময় হর্ণ দেন না, এই কাজটা করবেন না। আস্তে হলেও একটা হর্ণ দিয়ে নিন, কারণ আপনি নিজেও জানেন না আপনি যাকে ওভারটেক করছেন সে আপনাকে খেয়াল করছে কিনা। 

ওভারটেক

৩- ওভারটেকিং করার সময় নজর রাখতে হবে যে রাস্তার মধ্যখানে থেকে বাইক যেন বেশি ডানে না সরে যায়। তাহলে হুট করে বিপরীত দিক থেকে কিছু আসলে আপনার নিয়ন্ত্রণ করা কষ্ট হয়ে যাবে।  

৪- ওভারটেকিং করার সময় বিপরীত দিক থেকে আসা গাড়িরগুলোর দিকে ভালোভাবে নজর রাখতে হবে। আপনার যদি বিন্দুমাত্র সন্দেহ থাকে সেক্ষেত্রে অল্প গ্যাপ দিয়ে কখনো ওভারটেক করবেন না। সময়ের চাইতে নিজের জীবনের মূল্য অনেক বেশি। 

৫- ওভারটেক করার সময় বাইকের গিয়ার একটা কমিয়ে নিন, আর বাইকের গতি বৃদ্ধি করে যতটা দ্রুত সম্ভব ওভারটেকিং শেষ করে ফেলুন। আপনি যদি লম্বা সময় নিয়ে ওভারটেক করেন এবং পিছে যদি দ্রুত গতির কোন পরিবহণ থাকে তাহলে আপনি সমস্যায় পরে যেতে পারেন। 

ওভারটেক

৬- কখনো বিপজ্জনক ভাবে ওভারটেকিং করা যাবে না। আপনার যদি মনে হয় আপনি বের হয়ে যাবেন বের হয়ে যান। সবার রাইডিং স্টাইল এক না, আপনার রাইডিং স্টাইল কেমন সেটা আপনাকে বুঝে নিতে হবে। 

৭- আপনি ওভারটেক করার সময় অন্য কেউ আপনাকে ওভারটেক করছে কিনা লুকিং গ্লাসে সেটা ভালোভাবে খেয়াল করুন। 

৮-  বহু যানবাহন বা লোকজন আছে এমন রাস্তায়  ঘন ঘন ওভারটেকিং করবেন না, আর এই সময় নিজের বাইকের গতি নিয়ন্ত্রণে রাখুন। 

৯- পথ আঁকাবাঁকা হলে অথবা দুই দিক থেকে গাড়ি চলাচল এমন রাস্তায় ওভারটেক করার সময় সর্ব্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন। হুট করে কোন গাড়ির পেছনের থেকে বের হয়ে টান দিতে যাবেন না। 

পথ আঁকাবাঁকা

১০-  বড় গাড়ি ওভারটেক করার সময় সামনে গ্যাপ কত্তা আছে সেটা ভালোভাবে মেপে নিন। আপনার হিসাবে যদি একটু ভুল হয় আপনার জীবনটা আর নাও থাকতে পারে। 

১১- গলি মহল্লা এই সব জায়গায় রিক্সা ওভারটেক করার সময় বিশেষ সাবধানতা অবলম্বন করুন। রিক্সা কিন্তু পরিবহনের চাইতে বেশি ঝুকিপূর্ণ, অনেকের সাথেই হয়তো এই ধরনের কোন সমস্যা হয়েছে। 

১২- কোন রাস্তার মোর ঘোরার সময় ওভারটেকিং করবেন না, দেখবেন আপনি নিরাপদ থাকবেন। 

১৩- ওভারটেকিং করার সময় হেলমেটের ভাইজর বন্ধ করে নিন, রাস্তায় অনেক ছোট ছোট নুড়ি পাথর থাকে । যদি একটা মুখে এসে বা চোখে লাগে তাহলে বাইকে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

বিপদ কখনো বলে আসে না, তবে আপনি যদি ওভারটেকিং করার সঠিক নিয়ম মেনে ওভারটেক করেন আপনি অনেকটাই নিরাপদ থাকতে পারবেন। সব সময় ভালোমানের হেলমেট ব্যবহার করুন।

Best Bikes

Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 212000.00

View all Best Bikes

Upcoming Bikes

Zontes 703 RR

Zontes 703 RR

Price: 0.00

I-am RAPID

I-am RAPID

Price: 0.00

Salida ZL 9

Salida ZL 9

Price: 0.00

View all Upcoming Bikes