পেট্রোলের পরিবর্তে ইথানলে চলবে নতুন TVS Apache RTR!
This page was last updated on 01-Aug-2021 10:11am , By Ashik Mahmud Bangla
ভারতের বাজারে সর্বপ্রথম ইথানল বেসড মোটরসাইকেল নিয়ে এল TVS। নতুন এই মডেলটির নাম দেওয়া হয়েছে TVS Apache RTR 200 Fi E100।
বাইকটি অন্য সব মোটরসাইকেল থেকে আলাদা, কারন এটি চলবে পেট্রোলের পরিবর্তে ইথানলে। নতুন এই প্রযুক্তির বাইকটি বাজারে বেশ ইতিবাচক সাড়া ফেলেছে। শুক্রবার ভারতের বাজারে ইথানল চালিত Apache RTR 200 Fi E100 বাইক আনল টিভিএস মোটর কোম্পানি। প্রাথমিক ভাবে দেশের যে রাজ্যগুলিতে সব থেকে বেশি আঁখ চাষ হয় সেই মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ এবং কর্নাটকের বাজারে এই বাইক বিক্রি শুরু করবে সংস্থাটি।
মূলত এই আখ গাছ থেকেই তৈরি হয় ইথানল। যদিও বর্তমানে ভারতে পেট্রল পাম্পের মতো কোনও ইথানল ভরার স্টেশন নেই। টিভিএস মোটর কোম্পানির ফ্ল্যাগশিপ ব্র্যান্ড হল টিভিএস অ্যাপাচি। গোটা বিশ্বে এখন পর্যন্ত ৩৫ লক্ষ অ্যাপাচি বাইক বিক্রি করেছে সংস্থাটি।
TVS Apache RTR 160 4V এর টেস্ট রাইড রিভিউ
ইথানল কি?
ইথানল এমন একটি জ্বালানি যাতে ৩৫ শতাংশ অক্সিজেন থাকে। আর সে কারণে এর ব্যবহারের ফলে নাইট্রোজেন অক্সাইড নির্গমন কমে যায়। এছাড়াও কার্বন মনোক্সাইড নির্গমন, সালফার-ডাই-অক্সাইড এবং বাতাসে ভাসমান অতিক্ষুদ্র কণা নির্গমন কমাতে সাহায্য করে ইথানল। পেট্রল ভেরিয়েন্টের মতোই ইথানলে চলা নতুন TVS Apache RTR 200 Fi E100 মোটরসাইকেলটিতে ব্যবহার করা হয়েছে ২০০ সিসি ইঞ্জিন।
মোটরসাইকেলের ইঞ্জিনে থাকছে ২০.৭ bhp শক্তি আর ১৮.১ NM টর্ক। এই মোটরসাইকেলে পেট্রল ভেরিয়েন্টের থেকে ৫০ শতাংশ কম বেঞ্জিন ও বিউটাডাইন গ্যাস নির্গত হবে। এছাড়াও, অত্যাধিক শক্তির জন্য এই মোটরসাইকেলে ব্যবহার করা হয়েছে টুইন স্প্রে টুইন পোর্ট সিস্টেম।
ডিজাইন এবং গ্রাফিক্স
বাইকটির ডিজাইন এপাচি আরটিয়ার ২০০ এর মতো হলেও গ্রাফিক্সে আছে কিছুটা পরিবর্তন।বাইকটি পরিবেশবান্ধব হওয়ায় এতে ব্যবহার করা হয়েছে হালকা সবুজ কালারের গ্রাফিক্স সাথে যুক্ত করা হয়েছে ইথানলের চিহ্ন।
ব্রেকিং
বাইকটিতে এপাচি আরটিয়ার ২০০ এর মতোই সামনে ব্যবহার করা হয়েছে ২৭০ মিমি ডিস্ক ব্রেক এবং পেছনে ব্যবহার করা হয়েছে ২৪০ মিমি ডিস্ক ব্রেক।
হুইল এবং টায়ার
সামনে এবং পিছনে উভয় চাকায় ব্যবহার করা হয়েছে ১৭ ইঞ্চি রিম,সাথে রয়েছে ৯০/৯০×১৭ টায়ার সামনে,এবং ১৩০/৭০×১৭ রেয়ার টায়ার। উভয় চাকা টিউবলেস।
সাসপেনশন
সামনে ব্যবহার করা হয়েছে ৩৭ মিমি টেলিস্কোপিক ফ্রক সাসপেনশন এবং মনোটিউব-মনোশক সাসপেনশন।
ফিচার
বাইকটিতে রয়েছে ডিজিটাল অডো মিটার,স্পীডো মিটার,ফুয়েল গজ,টেকোমিটার,স্টান্ড এলার্ম,লো ফুয়েল ইন্ডিকেটর সহ সকল ফিচার যা এপাচি আরটিয়ার ২০০ এ বিদ্যমান।
ব্যাটারি
বাইকটিতে ব্যবহার করা হয়েছে ১২ ভোল্টের ৯ এম্পিয়ার ব্যাটারি। বাইকটিতে সেলফ এবং কিক স্টাটার রয়েছে।
ভারতে এই মোটরসাইকেলটির দাম নির্ধারন করা হয়েছে ১লক্ষ ২০ হাজার রুপি। ইথানলে চলা এই TVS Apache RTR 200 Fi E100 ইতিমধ্যে বেশ সাড়া ফেলেছে। বাইকে এই ধরনের বায়ো জ্বালানী ব্যবহার করা পরিবেশ বান্ধব। ইথানল পেট্রোলের তুলনায় বাতাসে ৩৫ শতাংশ কম কার্বণ মনো অক্সাইড তৈরী করে, সুতরাং এই বাইকটি পেট্রোলের বাইকের তুলনায় পরিবেশ বন্ধব।