বাইকারদের নিয়ে পিঠা উৎসব আয়োজন করল সিএফমোটো বাংলাদেশ
This page was last updated on 31-Jan-2026 11:13am , By Arif Raihan Opu
শীত এলেই বাঙালি সংস্কৃতিতে এক বিশেষ উষ্ণতার ছোঁয়া লাগে। গ্রাম থেকে শহর—সবখানেই পিঠা-পুলির আয়োজন হয়ে ওঠে শীতকালীন উৎসবের অন্যতম অনুষঙ্গ। সেই ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুনভাবে উদযাপন করতে এবং বাইকারদের মধ্যে ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় করার লক্ষ্য নিয়ে পিঠা উৎসবের আয়োজন করেছে সিএফমোটো বাংলাদেশ।

সিএফমোটো বাংলাদেশ পিঠা উৎসব ২০২৬
শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬ তারিখে রাজধানীর মিরপুরে অবস্থিত সিএফমোটো ফ্ল্যাগশিপ শোরুম প্রাঙ্গণে এই ব্যতিক্রমী আয়োজন অনুষ্ঠিত হয়।
আরও পড়ুনঃ বাংলাদেশে সকল মোটরসাইকেলের দাম

আমন্ত্রিত বাইকারদের অংশগ্রহণে আয়োজিত এ পিঠা উৎসবটি ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর। শীতের আমেজকে কেন্দ্র করে পুরো আয়োজনজুড়ে ফুটে ওঠে গ্রাম বাংলার চিরচেনা ঐতিহ্য।


অনুষ্ঠানের মূল থিম ছিল— “শীতের আমেজে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী রকমারি পিঠার আয়োজন”। সেই থিম অনুযায়ী ভেন্যুটি সাজানো হয় গ্রামীণ আবহে। বাঁশ, পাট, খড়সহ গ্রামবাংলার নানা উপকরণ দিয়ে সাজানো পরিবেশে যেন শহরের মাঝেই তৈরি হয়েছিল এক টুকরো গ্রাম।
আরও পড়ুনঃ বাংলাদেশে সকল সিএফমোটো মোটরসাইকেলের দাম

আয়োজনের সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে অংশগ্রহণকারীদের ঐতিহ্যবাহী বাঙালি পোশাক। পুরুষেরা পাঞ্জাবি আর নারীরা শাড়িতে অংশ নেন উৎসবে, যা পুরো অনুষ্ঠানকে করে তোলে আরও রঙিন ও প্রাণবন্ত। বিভিন্ন ধরনের ভাপা, চিতই, পাটিসাপটা, দুধচিতইসহ নানা রকম ঐতিহ্যবাহী পিঠার স্বাদ উপভোগ করেন অতিথিরা।
আরও পড়ুনঃ সকল সিএফমোটো শোরুম দেখতে এখানে ক্লিক করুন

এই পিঠা উৎসবে উপস্থিত ছিলেন সিএফমোটো বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা জানান, এ ধরনের আয়োজন শুধু আনন্দ বা উৎসবের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এর মাধ্যমে বাঙালি সংস্কৃতির চর্চা এবং বাইকারদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় হয়। ভবিষ্যতেও এমন সামাজিক ও সাংস্কৃতিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশার কথাও জানান তারা।
বাইক ও বাইকিং–সংক্রান্ত সর্বশেষ খবর, আয়োজন ও আপডেট জানতে নিয়মিত চোখ রাখুন বাইকবিডির সঙ্গে।