অবিশ্বাস্য দামে বাজাজ বাংলাদেশ লঞ্চ করল Bajaj Pulsar N250

This page was last updated on 14-Jan-2025 07:57pm , By Raihan Opu Bangla

অবশেষে অপেক্ষার অবসান হল, বাংলাদেশে লঞ্চ হয়ে গেল উচ্চ সিসির প্রথম মোটরসাইকেল Bajaj Pulsar N250। এটি বাংলাদেশের বাইক ইন্ডাস্ট্রির জন্য অন্যতম একটি ঐতিহাসিক দিন। বাংলাদেশে প্রথমবারের মত উচ্চ সিসির বাইক লঞ্চ করেছে বাজাজ। 

বাজাজ বাংলাদেশ অবিশ্বাস্য দামে লঞ্চ করল Bajaj Pulsar N250

বাজাজ বাংলাদেশ লঞ্চ করল Bajaj Pulsar N250

এক জমকালো আয়োজনের মাধ্যমে বাংলাদেশে লঞ্চ হল বাজাজের নতুন Bajaj Pulsar N250। বাইকটি পালসার এন সিরিজের নতুন এবং বড় ভার্সন। এর আগে বাংলাদেশে সিসি লিমিটেশনের কারণে বাজাজ বাংলাদেশ এই সিরিজের ছোট ভার্সন Bajaj Pulsar N160 লঞ্চ করেছিল। 

Also Read: নতুন রূপে আসছে বাজাজ পালসার ১৫০এনএস

যদিও বর্তমানে বাংলাদেশে অনেক গুলো মোটরসাইকেল ব্র্যান্ড তাদের উচ্চ সিসির মোটরসাইকেল লঞ্চ করতে চাচ্ছে তবে পরিবেশ পরিস্থিতি হয়ত অনুকুলে না থাকার দরূণ তারা লঞ্চ করতে পারেনি। তবে বাজাজ তাদের এই মোটরসাইকেলটি লঞ্চ করে সবাইকে তাদের দিকে আকৃষ্ট করতে সক্ষম হয়েছে। 

Bajaj Pulsar N250

এছাড়া লিমিটেশন বাড়ানোর পর থেকেই সবাই অপেক্ষায় ছিল বাংলাদেশে উচ্চ সিসির মোটরসাইকেল লঞ্চ হবে। সেই অপেক্ষায় অবসান ঘটিয়ে বাজাজ বাংলাদেশে লঞ্চ করে ফেলেছে তাদের Bajaj Pulsar N250

Bajaj Pulsar N250 Bike

এই বাইকটিতে দেয়া হয়েছে সিঙ্গেল সিলিন্ডার, ফোর স্ট্রোক, SOHC, ২ ভাল্ব, ওয়েল কুল্ড, ফুয়েল ইঞ্জেকশন (এফআই) ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে সর্বোচ্চ 24.20 বিএইচপি @ 8750 RPM and 21.50 NM টর্ক @ 6500 RPM। তো বোঝা যাচ্ছে বাইকটির ইঞ্জিন বেশ শক্তিশালী ইঞ্জিন। যারা উচ্চ সিসির নেকেড স্পোর্টস বাইক পছন্দ করেন তাদের জন্য বাইকটি বেশ আকর্ষণীয় হবে বলেই আমরা ধারনা করছি। 

অবিশ্বাস্য দামে বাজাজ বাংলাদেশ লঞ্চ করল Bajaj Pulsar N250

এর সাথে বাইকটিতে দেয়া হয়েছে ডুয়েল ডিস্ক, মনোশক এর সাথে নাট্রক্স গ্যাস চার্জড, ডিজিটাল মিটার এর সাথে এনালগ আরপিএম মিটার, সহ বেশ আধুনিক প্রযুক্তি যুক্ত করা হয়েছে। 

উচ্চ সিসির বাইকের দাম নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিল, বাজাজ এই বাইকটি দাম রেখে, ৩,৩৯,৯৯৯/- টাকা। 

Bajaj Pulsar N250 বাংলাদেশ লঞ্চ করল

বাইকটি সম্পর্কে বিস্তারিত জানতে আপনার কাছাকাছি বাজাজ মোটরসাইকেল শোরুমে যোগাযোগ করুন। এছাড়া বাইক ও বাইক সম্পর্কিত সকল তথ্য জানার জন্য আমাদের ওয়েব সাইট ভিজিট করতে পারেন। ধন্যবাদ।