নেকেড স্পোর্ট বাইক একটি বহুমুখী স্ট্রিট মেশিন – বিশেষ সুবিধা ও অসুবিধা সমূহ

This page was last updated on 17-Nov-2024 09:09am , By Saleh Bangla

মোটরসাইকেলের জগতে নেকেড স্পোর্টবাইক হলো অন্যতম জনপ্রিয় একটি ক্যাটাগরীর মোটরসাইকেল, যা হাই-পারফর্মেন্স ইঞ্জিন এবং নেকেড বডি প্রোফাইল নিয়ে ডিজাইন করা হয়। আর নেকেড বডি প্রফাইল থাকা সত্বেও এরোডাইনামিক ফুল-ফেয়ারড স্পোর্টবাইকের বিপরীতে এই ক্যাটাগরীর মোটরসাইকেলও অনেক এ্যাডভান্সড টেকনলোজি ও ফিচার নিয়ে বাজারে আসে। 

তবে ব্যবহারযোগ্যতার দিক থেকে এসব মোটরসাইকেল তুলনামুলকভাবে অনেক বেশি ব্যবহারিক এবং বহুমুখী বৈশিষ্ট্যসম্পন্ন। ফলে নেকেড স্পোর্ট বাইকগুলির নিজস্ব কিছু ফিচার ও এডভান্সমেন্ট রয়েছে যেসব মিলিয়ে নেকেড স্পোর্টবাইককে অল-পারপোজ স্ট্রিট-মেশিনের আসন দেয়া যায়। তো সেইসূত্রেই আজ আমরা একটি বহুমুখী স্ট্রিট মেশিন হিসেবে নেকেড স্পোর্ট বাইকের বিশেষ সুবিধা ও অসুবিধা সমূহ আলোচনা করবো।

 

নেকেড স্পোর্ট বাইক – একটি বহুমুখী স্ট্রিট মেশিন

নেকেড স্পোর্টবাইক হলো হাই-পারফর্মেন্স স্ট্রিট মোটরসাইকেলের একটি অত্যন্ত জনপ্রিয় ক্যাটগরী যেটি নেকেড স্ট্রিট ফাইটার নামেও পরিচিত। এই মোটরসাইকেলগুলো মূলত: নেকেড বডি প্রফাইল নিয়ে আসে। তবে হাই-পারফর্মেন্স ইঞ্জিন ও অন্যান্য এ্যাডভান্সড ফিচারের কারনে এগুলি বহুমূখী উপযোগীতা সম্পন্ন হয়ে থ‍াকে। 

এতে নেকেড বডি ডিজাইনের সাথে সাথে স্পোর্টি আপরাইট হ্যান্ডেলবার ও আরামদায়ক আপরাইট সিটিং ও রাইডিং পজিশনের চমৎকার সমন্বয় থাকে। ফলে এসব মোটরসাইকেল প্রাত্যহিক জীবনে চলাচলের সাথে সাথে আরামদায়ক লং-ডিস্টেন্স রাইডের জন্যও প্রায় সবার কাছে অত্যন্ত জনপ্রিয়। তবে বিশেষ কিছু সুবিধার সাথে সাথে নেকেড স্পোর্টবাইকেরও কিছু দুর্বল দিক রয়েছে। তবে চলুন সেসব বিশেষ সুবিধা ও অসুবিধাসমূহ একনজরে দেখে নেয়া যাক।

নেকেড স্পোর্টবাইকের বিশেষ সুবিধাসমূহ

>> নেকেড স্পোর্টবাইকের সবচেয়ে বড় সুবিধা হলো এর আরামদায়ক সিটিং ও রাইডিং পজিশন। নেকেড স্পোর্ট বাইকগুলিতে সাধারণত ফুল-ফেয়ারড স্পোর্টবাইকের তুলনায় অনেক বেশি আরামদায়ক আপরাইট হ্যান্ডেলিং ও রাইডিং পজিশন দেয়া হয়। ফলে নেকেড স্পোর্টবাইকের এই কমিউটিং ফ্রেন্ডলি ডিজাইন এসব মোটরসাইকেলকে দৈনন্দিন ব্যবহারের জন্য অনেক বেশি ব্যবহারিক করে তোলে তো বটেই, এমনকি লং-ডিষ্টেন্স ট্রাভেলের জন্যও উপযুক্ত করে তোলে।

>> নেকেড স্পোর্ট বাইকগুলি এ্যাগ্রেসিভ ভাবে ডিজাইন করা স্পোর্টবাইকের তুলনায় অনেকবেশি বহুমুখী উপযোগীতাসম্পন্ন হয়ে থাকে, যা কিনা হাই-পারফর্মেন্স ও বাস্তব ব্যবহ‍ারোপযোগীতার একটি চমৎকার সমন্বয়। তাই নেকেড স্পোর্ট বাইকগুলি বিভিন্ন রাইডিং কন্ডিশনে তাদের উপযোগীতা সফলভাবে প্রমান করে। এসব মোটরসাইকেল মসৃণ শহুরে পথে যেমন চলে, তেমনি বাজে রাস্তায়ও সমান তালে চলতে পারে। সেইসাথে উইকএন্ড  অ্যাডভেঞ্চার বা লং-রাইডেও এসব মোটরসাইকেল সমানভাবে সাপোর্ট দিতে পারে।

>> নেকেড স্পোর্ট বাইকগুলি নেকেড ও এক্সপোজড ইঞ্জিন এবং মিনিমালিস্টিক এক্সটেরিয়র ডিজাইনের সাথে গঠনে ও ওজনে তুলনামূলকভাবে বেশ হালকা হয়ে থাকে। ফলে এসব মোটরসাইকেলের হ্যান্ডেলিং ও কন্ট্রোলিং খুবই সহজ ও চটপটে ধরনের। সেইসাথে এর রিল্যাক্সড আপরাইট সিটিং ও রাইডিং মোড একজন রাইডারকে আরো বেশি রাস্তা ও এমনকি পারিপার্শ্বিক পরিবেশের সাথে সংযুক্ত থাকতে সাহায্য করে। এই সুবিধাগুলি কার্যকরভাবে রাইডিংয়ে সামগ্রিক নিরাপত্তা যেমন বাড়ায়, তেমনি একজন রাইডারকে আচমকা বাজে পরিস্থিতিও কার্যকরভাবে মোকাবেলা করতে সহায়তা করে।

>> নেকেড স্পোর্ট বাইকের বিশেষ সুবিধাগুলোর মধ্যে এসবের লোয়ার মেইনটেন্যান্স কস্ট অন্যতম একটি উল্লেখযোগ্য দিক।  স্পোর্টবাইকের তুলনায়, নেকেড স্পোর্ট বাইকগুলি ডিজাইন এবং এক্সটেরিয়র প্রফাইলে অনেকটাই মিনিমালিষ্টিক ধরনের ও কম জটিল। ফলে কার্যকরভাবেই এসব মোটরসাইকেলের মেইনটেন্যান্সে ঝামেলা কম এবং এসবে তুলনামূলকভাবে খরচও কম হয়। আর সবমিলিয়ে নেকেড ও সিম্পল  ডিজাইন এবং নেকেড মেশিনারির অবস্থান এসব মোটরসাইকেলে সার্বিক সার্ভিসিং খরচ ও ঝামেলা কমানোর সাথে সাথে প্রচুর সময়ও বাঁচায়।

নেকেড স্পোর্ট বাইকের দুর্বল দিকসমূহ

>> নেকেড স্পোর্ট বাইকগুলির অল্পকিছু দুর্বল দিকের মধ্যে বড় দুর্বল দিক হলো, এসব মোটরসাইকেলে এরোডাইনামিক ফেয়ারিংয়ের অনুপস্থিতি ও নেকেড বডি প্রফাইলের কারনে তা হাই-স্পিড রাইডিংয়ে বাতাসের সাথে বাজেভাবে লড়াই করে। এর ফলে একজন রাইডার হাই-স্পিড রাইডিংয়ে যেমন উইন্ড-ব্লাস্টের সম্মূখীন হন, তেমনি বাইকের সাথে সাথে নিজের শরীরেও প্রবল বাতাসের চাপ অনুভব করেন। এই সমস্যা লং-রাইডে তো বটেই, বিরুপ আবহাওয়ায় স্বল্প দূরত্বের রাইডেও একজন রাইডারকে অত্যন্ত বিরক্ত ও অল্প সময়েই ক্লান্ত করে তুলতে পারে।

>> নেকেড স্পোর্ট বাইকগুলি ফুল-ফেয়ারড স্পোর্টবাইকের বিপরীতে নেকেড ফ্রেম, এক্সপোজড ইঞ্জিন, ও নেকেড বডি প্রোফাইলের সাথে আসে। এই নেকেড ও এ্যাগেসিভলি “র” লুক ও ডিজাইন অনেকেরই বেশ ভালো লাগলেও সলিড স্পোর্টবাইকের তুলনায় এসব নেকেড স্ট্রিট-ফাইটার দৃশ্যত: অনেকটাই কম আকর্ষণীয়। আর অনেক রাইডারদের কাছেই মনে হতে পারে এসব নেকেড মোটরসাইকেল অনেকটাই কম স্টাইলিশ ধরনের।

>> নেকেড স্পোর্টবাইকগুলি মূলত: রোড-বাইক ক্যাটাগরীতে নেকেড স্ট্রিট-ফাইটার মোটরসাইকেল হিসেবে বিশ্বব্যাপী পরিচিত। ফলে এসব মোটরসাইকেল স্ট্রিট-রাইডিং ফোকাসড এবং এসব মোটরসাইকেল কেবলমাত্র স্ট্রিট-পারফরম্যান্স ফিচার নিয়েই বাজারে আসে। আর একারনেই যদিও নেকেড স্পোর্টবাইকগুলি চমৎকার রোড পারফরম্যান্স, সুপারিয়র হ্যান্ডেলিং ক্যারেক্টারিস্টিকস, এবং সহজ কন্ট্রোলিং ফিচার নিয়ে আসে তবুও তারা টাফ ট্র্যাক-রেসিং পারফরম্যান্স দিতে পারে না।

 

সুতরাং বন্ধুরা, নেকেড স্পোর্টবাইকের বিশেষ সুবিধা ও অসুবিধাগুলি নিরপেক্ষ বিচারে বলা যায়, এসব মোটরসাইকেল প্রায় নিখুঁত ধরনের স্ট্রিট-মেশিন। আর বাস্তব ব্যাবহারের ক্ষেত্র বিচারে এর অসুবিধাগুলোও তেমন জোড়ালো কিছু নয়। তবে সবকিছুর উপরে যেকোনো মোটরসাইকেল পছন্দ করা বা না করা একজন রাইডারের নিজস্ব পছন্দ, ব্যবহারের উদ্দেশ্য, এবং রাইডিং স্টাইলের উপরই নির্ভর করে। তবে যারা দৈনন্দিন জীবনের চলাচলে হাই-পারফর্মেন্সের সাথে সাথে একটি আরামদায়ক এবং বহুমুখী ব্যবহারোপযোগী মোটরসাইকেল পেতে চান তাদের জন্য নেকেড স্পোর্টবাইক একটি চমৎকার পছন্দ হতে পারে।