টিভিএস মোটরসাইকেল ঘোষনা করল তাদের বাইকের নতুন দাম
This page was last updated on 08-Jul-2024 11:43am , By Saleh Bangla
টিভিএস মোটরসাইকেল কিছু দিন আগে তাদের কমিউটার মোটরসাইকেলের দাম কমিয়ে ছিল । তাদের দুটি কমিউটার মোটরসাইকেল দুটি হলো টিভিএস মেট্রো ১০০ এবং টিভিএস মেট্রো ১১০ । ঠিক তার দু দিন পর তারা আবার নতুন দাম ঘোষনা করেছে । এবার তারা তাদেরে অন্যান্য মডেলের বাইকেরও দাম কমিয়ে এনেছে ।
টিভিএস মোটরসাইকেল এর নতুন প্রাইসঃ
Models | Old Price | New Price |
Apache RTR 160 (Single Disc) | 1,77,900 | 1,74,900 |
Apache RTR 160 (Dual Disc) | 1,86,900 | 1,81,900 |
Stryker 125 | 1,29,900 | 1,23,900 |
Metro Plus 110 (Disc Brake) | 1,23,900 | 1,16,900 |
Metro Plus 110 (Drum Brake) | 1,18,900 | 1,09,900 |
Metro 100 (Electric Start) | 1,04,900 | 94,900 |
Metro 100 (Kick Start) | 95,900 | 88,900 |
Wego 110 | 1,46,900 | 1,44,900 |
Jupiter 110 | 1,64,900 | 1,42,900 |
টেবিল থেকে দেখা যাচ্ছে যে তারা সর্বোচ্চ ২২,০০০ হাজার টাকা থেকে সর্বনিম্ন দুই হাজার টাকা পর্যন্ত দাম কমিয়ে এনেছে । তবে বর্তমানে সবাই যে বাইকটি সম্পর্কে বেশি জানতে চাচ্ছে সেটি হলো টিভিএস এপাচি আরটিআর ১৬০ ৪ভি, যেটা মাত্র কিছু দিন আগেই লঞ্চ হয়েছে । আপনি বাইকটি সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলে এর ফার্স্ট ইম্প্রেশন দেখে নিতে পারেন ।
টিভিএস তাদের মেট্রো ১০০ সিসি এবং মেট্রো ১১০ সিসির নতুন দাম ঘোষনা করার দু দিন পর ই তারা তাদের অন্যান্য মডেলের বাইকের নতুন দাম ঘোষনা করেছে । এই নতুন দামে তারা ১৬০ সিরিজের টিভিএস এপাচি আরটিআর ১৬০ এর দাম কমিয়েছে । বাইকটি ১৬০সিসি এর পুরাতন ভার্সন । বাইকটি সম্পর্কে জানতে আপনি আমাদের টেস্ট রাইড রিভিউ পরতে পারেন অথবা দেখে নিতে পারেন এর টেস্ট রাইড ভিডিও রিভিউ । টিভিএস তাদের ১২৫সিসি এবং স্কুটার সেগমেন্ট এর দামও কমিয়েছে । তারা ১২৫সিসি সেগমেন্টের অন্যতম স্টাইলিশ বাইক টিভিএস স্ট্রাইকার । ১২৫সিসি সেগমেন্টে গর্জিয়াস লুকস ও স্টাইলিশ ডিজাইন এর অন্যতম দাবীদার । এছাড়া ফিচারের ক্ষেত্রেও বাইকটি এগিয়ে আছে ।
স্কুটার সেগমেন্টে তাদের রয়েছে স্টাইলিশ দুটি স্কুটার । তাদের একটি হচ্ছে টিভিএস উইগো ১১০ এবং অন্যটি হচ্ছে টিভিএস জুপিটার । টিভিএস উইগো স্টাইলিশ ও কমফোর্টেবল রাইডের জন্য বেশি জনপ্রিয় । এছাড়া ফিচারের দিক থেকে অন্যান্য স্কুটার কে পেছনে ফেলবে । আর অপর দিকে জুপিটার একটু কম স্টাইলিশ তবে আকর্ষনীয় ।
এখন বলা যায়, টিভিএস তাদের নতুন দাম ঘোষনার পর বাংলাদেশের মোটরসাইকেল মার্কেটে অনেক আলোড়ন সৃষ্টি হবে । প্রতিযোগীতার বাজার বাড়বে । এছাড়া অন্যান্য কোম্পানি তাদের মোটরসাইকেলের দাম নতুন ভাবে চিন্তা করবে । সময়েই বলে দেবে কি হবে । ধন্যবাদ সবাইকে ।