বাংলাদেশের টপ ৫টি চাইনিজ বাইক!

This page was last updated on 16-Jul-2024 09:03am , By Raihan Opu Bangla

বাইকবিডি এ পর্যন্ত প্রায় ৬৩টি বাইকের রিভিউ করে এসেছে তাদের মধ্যে বেশির ভাগ বাইক ছিল চাইনিজ বাইক। হ্যা, এটা সত্য যে মেইড ইন চায়না শোনার সাথে সাথে আমাদের মাথায় যেটা আসে সেটা হচ্ছে ভাল না। হ্যা, আমরাও এটা বলছি যে কিছু বাইক রয়েছে যার ভ্যালু খুব কম। তবে এদের ই মধ্যে কিছু বাইক রয়েছে, যা বাংলাদেশের বাইকারদের দৃষ্টি আকৃষণ করেছে এবং আজ আমরা বাংলাদেশে পাওয়া যায় এমন ৫টি টপ চাইনিজ বাইক নিয়ে আলোচনা করব।

বাংলাদেশের টপ ৫টি চাইনিজ বাইক!

top 5 chinese bike in bangladesh ৫টি টপ চাইনিজ বাইক

বাইকবিডি বাংলাদেশের কিছু এক্সক্লুসিভ বাইক টেস্ট রাইড করেছে বা রিভিউ করেছে। আজ আমরা বাংলাদেশের ৫টি টপ এক্সক্লুসিভ চাইনিজ বাইক সম্পর্কে বলব। এই বাইক গুলো ১০০০ কিলোমিটারের বেশি রাইড করা হয়েছে তাই এখানে সেই বাইক গুলো ধরা হয়েছে।


  1. CF Moto 150NK

বাইকটির আন্ডার পাওয়ার হাই স্পিড কর্নারিং এর ক্ষেত্রে আমাকে অনেক বেশি আনন্দ দিয়েছে তাই বাইকটির প্রতি আমার একটি আলাদা ভালবাসা তৈরি করেছে। বাইকটি আপনাকে অনুভব করাবে যে আপনি এলাইভ! যখন বাংলাদেশে বেস্ট বিল্ড কোয়ালিটি চাইনিজ বাইকের ক্ষেত্রে আসে তবে এই বাইকটি থাকবে।

cf moto 150 nk in bangladesh test ride blue color

 এই বাইকটি ডিজাইন করেছে কিসকা। তারা সেই যারা কেটিএম বাইক ডিজাইন করে থাকে। বাইকটি দেখতে অনেকটা রাগী প্রেডেটোর এর মত মনে হয়। এই বাইকটি রাইড করে তারা আনন্দ পাবেন যারা ক্লিফ এর কর্নারে রাইড করতে চান। বাইকটি একটি রাইডার্স বাইক। CF Moto150 NK বর্তমানে বাইকটির দাম: 190,000/- BDT


Test Ride Review of CF Moto 150 NK: Test Ride Review Of CFMoto 150NK



  1. Keeway RKR150 CBS Sports

প্রথম কথা হচ্ছে এই বাইকটির সাথে স্পোর্টস কথাটি যায় না। এটি ১৫০সিসির সাধারণ একটি কমিউটার বাইক। বাইকটি একদম সাধারণ, আরামদায়ক এবং বাইকটির রাইড করা অনেক সহজ।keeway rks 150 cbs riding test ride red color

এছাড়া বাইকটিতে দেয়া হয়েছে সিবিএস ব্রেকিং সিস্টেম, কিন্তু বাইকটির বেস্ট পার্ট হচ্ছে আপনি বাইকটি স্পিডে রাইড করতে চাইবেন না। Keeway RKR150 CBS Sports বাইকটির বর্তমান দাম: 149,900/- BDT



  1. Benelli 165S

আমি এটা স্বীকার করছি যে বাইকটি M Slaz এর কাছ থেকে অনেকটা অনুপ্রানিত তবে তারা বাইকটি ক্ষেত্রে সেধরনের কোন ভুল করেনি। বাইকটি ইঞ্জিন বা বাইকটি নেকেড হওয়ার কারণে বাইকটি ১৩৫ কিলোমিটার প্রতি ঘন্টায় রাইড করতে পারে।benelli 165s test ride top 5 chinese bike in bangladesh

 এই বাইকটির অন্যতম দিক হচ্ছে এর বাইকটির বিল্ড কোয়ালিটি, ইটালিয়ান ব্র্যান্ড কিন্তু চায়না মেইড এটা বিশ্বাস হতে চাইবে না। এছাড়া ব্রেকিং এর ক্ষেত্রে দেয়া হয়েছে সিবিএস, তাই ব্রেকিং এর ক্ষেত্রেও বাইকটি অসাধারণ পারফর্ম করে থাকে। বর্তমানে Benelli 165S: 225,500/- BDT


See Benelli 165s Test Ride Review



  1. Lifan KPR165 FI

কেপিআর এর সব বাইকটি ই তাদের নিজ নিজ জায়গাতে বেস্ট! তবে কার্বুরেটর ভার্সনটিতে ৫ বছর ধরে থাকা স্বত্ত্বেও তারা ছোট ছোট কিছু সমস্যার সমাধান করতে পারেনি। তবে তারা ১৬৫সিসির ভার্সনটিতে কিছু পরিবর্তন এনে ছিল, তাও আমার মনের মত হয়নি যা আমি খুজতেছিলাম।lifan kpr165 fi chinese bike sport bike in bangladesh

যদি আপনি কেপিআর ক্রয় করতে চান, তবে আমি বলব আপনি  Lifan KPR165 FI বাইকটি ক্রয় করেন। কারণ সিসি রাইডের ক্ষেত্রে ০-১১০ কিলোমিটারে অনেক স্পোর্টস বাইককে পেছনে ফেলতে সক্ষম। আমি এখনও খুশি যে বাইকটি তে এবিএস বা সিবিএস কোনটি যুক্ত করা হয়নি। Lifan KPR165 Fi বর্তমান দাম: 210,000/- BDT


See Lifan KPR165Fi Test Ride Review



  1. Haojue DR160R

গত ১৭ বছর ধরে হাওজু চায়নাতে নাম্বার ১ ব্র্যান্ড। এরচেয়ে বেশি কিছু বলার বা লেখার নেই হাওজুর ব্যাপারে। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। আর  DR160 R বাইকটির ব্যাপারে কিছু বলার নেই।haojue dr160 one of the best chinese bike in bangladesh

বাইকটির ইঞ্জিন, ব্রেক এবং কন্ট্রোল সব কিছুই দারূন। বাইকটির সবাইক এক বাক্যে পছন্দ করবে। যখন আপনি বাইকটি রাইড করবেন তখন আপনি এর প্রেমে পরে যাবেন। বাইকটি তার পারফর্মেন্সে আপনাকে মুগ্ধ করবে। যদিও আমরা প্রাইস নিয়ে কিছুটা অভিযোগ আছে বা অনেকেই করে থাকেন। 


২ লাখ দিয়ে একটি চাইনিজ নেকেড স্পোর্টস বাইক কেনার কথা অনেকেই ভাববেন না, তবে যারা ক্রয় করবেন তারা আফসোস করবে না এটা বলে দিতে পারি। Haojue DR160R বাইকটির বর্তমান দাম: 199,500/- BDT


See Haojue DR160R Test Ride Review