চোরাই বাইকের চেসিস নম্বর চেনার ৩ টি উপায়

This page was last updated on 29-Jul-2024 08:57am , By Ashik Mahmud Bangla

চোরাই বাইকের চেসিস নম্বর কেমন হয় সেটা জানার ইচ্ছা কিন্তু আমাদের অনেকের আছে। কারন সেকেন্ড হ্যান্ড বাইক কেনার সময় বাইকটা চোরাই কিনা সেটা চেক করা খুব বেশি জরুরী। আজ আমি আপনাদের এমন কিছু পদ্ধতি শিখিয়ে দিবো যেটা জানলে আপনারা খুব সহজে এটা বুঝতে পারবেন যে চেসিস নম্বর আসল নাকি নকল।

চোরাই বাইকের চেসিস নম্বর যেমন হয় 

আসল চেসিস নম্বর আর নকল চেসিস নম্বরের মধ্যে বেশ কিছু পার্থক্য কিন্তু আছে,


১- চোরাই বাইকের চেসিস নম্বর এর মধ্যে কাটাকাটি থাকে, অর্থাৎ চেসিস নম্বরের যে ডিজিটগুলো থাকে সেগুলোর একটি দুটি খোদাই করে পরিবর্তন করা থাকে। আপনি যদি ভালোভাবে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন ০ কে 8 বানানো , কিছু সংখ্যা পরিবর্তন এই ধরণের হয়ে থাকে।


২- চোরাই বাইকের চেসিসে চেসিস নম্বরের ওয়ার্ডের প্যার্টনে কোন মিল থাকে না, কিছু ওয়ার্ডের ফরমেট একরকম আবার কিছু ওয়ার্ডের ফরমেট অন্যরকম। আবার অনেক সময় দেখা যায় চেসিস নম্বরের লাইনটা ঠিক থাকে না, প্রথম দিকে সোজা থাকে পরে গিয়ে লাইনটা বাকা হয়ে যায়।


৩- একটা চোরাই বাইকে যে কাজটা করা হয় সেটা হচ্ছে আসল চেসিস নম্বরের উপর পান্স করে নকল চেসিস নম্বর বসানো হয়ে থাকে। যার হলে আপনি পরিস্কারভাবে চেসিস নম্বরটা বুঝতে পারবেন না। দেখা যাবে কিছু নম্বর ক্লিয়ার আবার কিছু ডিজিট অস্পষ্ট।


মূলত এই তিনটি জিনিস চেক করে চেসিস নম্বর আসল নাকি নকল সেটা বোঝা যায়। তাই আপনি যখন কোন সেকেন্ডহ্যান্ড বাইক কিনবেন তখন আপনার সন্দেহ হলে অবশ্যই অভিজ্ঞ কারও সাহায্য নিন এই ব্যাপারে।