চীনের বাজারে লঞ্চ হল ৩৫০সিসির Harley-Davidson X 350

This page was last updated on 18-Jan-2025 12:04pm , By Raihan Opu Bangla

মোটরসাইকেল জগতের এক বিখ্যাত নাম হচ্ছে হার্লে ডেভিডসন। এই কোম্পানির কথা শোনেনি বা নাম জানে না এমন মোটরসাইকেল প্রেমী পাওয়া খুব দুঃস্কর। মোটরসাইকেল জগতে হার্লে ডেভিডসন তাদের ঐতিহ্য ধরে রেখেছে। সম্প্রতি চায়নার সাংহাই এর এক মোটর শোতে হার্লে তাদের নতুন Harley-Davidson X 350 বাইকটি শো করেছে।

Also Read: Harley Davidson Fat Bob Price In Bangladesh | BikeBD

চীনের বাজারে লঞ্চ হল ৩৫০সিসির Harley-Davidson X 350

হার্লে ডেভিডসন এই বাইকটি তাদের চাইনিজ পার্টনার QJ Motor এর সাথে মিলে ডেভলপ করেছে। আর শোতে বাইকটি সবার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। তাছাড়া হার্লের নাম শুনলে সবার আকর্ষণ তৈরি হয়, যা স্বাভাবিক। 

Also Read: Harley Davidson Fat Bob Price In Bangladesh | BikeBD

এই নতুন Harley-Davidson X 350 বাইকটি ডিজাইন করা হয়েছে একদম নিও রেট্রো লুকস ও স্টাইল দিয়ে। এই বাইকটি ডিজাইন হার্লে ডেভিডসনের বিখ্যাত এবং আইকনিক Harley-Davidson XR1200X বাইকটি থেকে নেয়া হয়েছে। বাইকটিকে প্রথম দৃষ্টিতে দেখলে মনে হতে পারে যে ক্যাফে রেসার। 

হার্লে ডেভিডসনের নতুন এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে ৩৫৩সিসি ইন লাইন টুইন সিলিন্ডার, লিকুইড কুল ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে সর্বোচ্চ ৩৬.২বিএইচপি এবং ৩১এনএম টর্ক  উৎপন্ন করতে সক্ষম। এই শক্তি ট্রান্সফারের জন্য বাইকটিতে একটি সিক্স স্পিড গিয়ারবক্স যুক্ত করা হয়েছে। 

Also Read: Harley Davidson LiveWire S2 Del Mar Price in Bangladesh

ফিচার্সের কথায় যদি আসি তবে বাইকটির ফিচার্স এখনও সেভাবে জানা যায়নি, তবে বাইকটিতে সেমি ডিজিটাল ইন্সুট্রুমেন্ট ক্লাস্টার ব্যবহার করা হয়েছে। সেই সাথে এই লাইটিং সিস্টেম পুরোপুরি ভাবে এলইডি এবং দেয়া হয়েছে ডুয়েল চ্যানেল এবিএস। 

Also Read: Harley Davidson Forty Eight Price In Bangladesh

দামের ব্যাপারে যদি বলা হয় তবে বাইকটির দাম ধরা হয়েছে চায়নাতে এর দাম হচ্ছে ৩৩,৩৮৮ ইয়েন, যা বাংলাদেশি টাকায় প্রায় ৫,১৫২৫৬ টাকা।

Also Read: Harley Davidson Roadster Price in BD

হার্লে ডেভিডসন ও QJ Motor মিলে এই বাইকটি ডেভলপ করেছে। বাইকটি মোটরশো এর অন্যতম প্রধান আকর্ষণ ছিল। আশা করা যাচ্ছে বাইকটি বাইকারদের মন আকর্ষণ করতে সক্ষম হবে। ধন্যবাদ।