গিয়ারএক্স বাংলাদেশ নিয়ে এসেছ সম্পূর্ন নতুন হেলমেট মডেল KYT R2R
This page was last updated on 13-Jan-2025 10:29pm , By Raihan Opu Bangla
গিয়ারএক্স বাংলাদেশের মোটরসাইকেল এক্সেসরিজ এর সবচেয়ে বড় ব্র্যান্ড শপ। বিলমোলা, কেওয়াইটি, সৌমি সহ অনেক বিখ্যাত হেলমেট ব্র্যান্ডের অফিশিয়াল ডিস্ট্রিবিউটর হচ্ছে গিয়ারএক্স বাংলাদেশ। সম্প্রতি তারা কেওয়াইটি ব্র্যান্ডের নতুন একটি মডেল ও গ্রাফিক্স বাংলাদেশে নিয়ে আসতে যাচ্ছে।
গিয়ারএক্স বাংলাদেশ নিয়ে আসতে যাচ্ছে কেওয়াইটি এর নতুন গ্রাফিক্স মডেল R2R। এই মডেলের চারটি গ্রাফিক্স বাংলাদেশে নিয়ে এসেছে গিয়ারএক্স। এটি কেওয়াইটি এর সম্পূর্ন নতুন মডেল ও গ্রাফিক্স।
নতুন এই হেলমেটি অনেক বেশি প্রযুক্তি ও আধুনিক লুকস ডিজাইন সমৃদ্ধ করে তৈরি করা হয়েছে। এছাড়া এটি এরোডায়নামিক ও রেসিং ডিএনএ সমৃদ্ধ। কেওয়াইটি শুধু মাত্র গ্রাফিক্স ও ডিজাইন বা লুকসের ক্ষেত্রে এগিয়ে আছে তেমন নয়। এই হেলমেট গুলো বাইকারদের সেফটির ক্ষেত্রেও এগিয়ে রয়েছে।
অপর দিকে প্রথমবারের মতো বাংলাদেশে গিয়ারএক্স KYT R2R মডেলটি নিয়ে আসতে যাচ্ছে। কেওয়াইটি এর হেলমেট গুলো বাংলাদেশের বাইকারদের মাঝে বেশ জনপ্রিয়। বিশেষ ভাবে টিটি কোর্স মডেলের হেলমেট গুলো বাইকারদের নিত্য দিনের সঙ্গী হয়ে উঠেছে।
R2R মডেলটির এয়ারফ্লো ভেন্ট, শেল, ডিজাইন, লুকস সব কিছু মিলিয়ে একে অন্য সব মডেল থেকে আলাদা করে তুলেছে। ডাবল শেল বাইকারকে দুর্ঘটনার হাত থেকে রক্ষা করবে এবং অনেক বেশি সেফটি প্রদান করবে।
আমরা আশা করছি এই হেলমেটটি সবার ভাল লাগবে। এই হেলমেটটির দাম রাখা হয়েছে ১৯,০০০/- টাকা। সেফটি ও ডিজাইনের কারনে হেলমেট মডেলটি সবার আগ্রহের কারণে হয়ে উঠেছে। ধন্যবাদ।