খুলনা বিভাগে নতুন বছরে নতুন দুইটি শোরুমের কার্যক্রম শুরু করলো জনপ্রিয় ইভি ব্র্যান্ড রিভো বাংলাদেশ
This page was last updated on 11-Jan-2026 02:47pm , By Arif Raihan Opu
সারা বিশ্বে ইলেকট্রিক ভেহিকলের চাহিদা ও জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। পরিবেশবান্ধব প্রযুক্তি, জ্বালানি সাশ্রয় এবং কম রক্ষণাবেক্ষণ খরচের কারণে বাংলাদেশেও ইভি মার্কেটে বেশ দিন দিন আরও প্রতিযোগিতাপূর্ণ হয়ে উঠছে। এই প্রতিযোগিতাপূর্ণ মার্কেটে REVOO ব্র্যান্ডের ইলেকট্রনিক বাইকগুলো ইতিমধ্যেই সাশ্রয়ী ও পরিবেশবান্ধব হওয়ার কারনে স্বল্প সময়ে যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে।

খুলনা বিভাগে রিভোর নতুন দুটি শোরুম
এই জনপ্রিয়তা ধরে রাখতে এবং বাইকারদের দোরগোড়ায় পৌছাতে রিভো বিভিন্ন জেলায় রিভো বাংলাদেশ ধারাবাহিকভাবে তাদের শোরুম ও ডিলার নেটওয়ার্ক সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে। এই ধারাবাহিকতার অংশ হিসেবে নতুন বছরে খুলনা বিভাগের দুইটি জেলা নড়াইল ও মাগুরায় তাদের নতুন দুইটি শোরুম উদ্বোধন করেছে রিভো বাংলাদেশ।
আরও পড়ুনঃ বাংলাদেশে সকল ইলেক্ট্রিক স্কুটারের দাম

শিল্প আর সংস্কৃতির শহর নড়াইলে রিভো বাংলাদেশের নতুন শোরুম – বাইক পয়েন্ট। ঠিকানা- থানা মোড়, নড়াইল সদর, নড়াইল। ফোন- ০১৯১৫-৭০০৩০০।
ঐতিহ্যবাহী ইতিহাসের শহর মাগুরায় রিভো বাংলাদেশের নতুন শোরুম – ই-বাজ। ঠিকানা-পারনান্দুয়ালি, বেপারীপাড়া বড় মসজিদের পূর্ব পাশে, বিশ্বরোড সংলগ্ন, মাগুরা। ফোন- ০১৩২০-৬৩৯০৬৮


মাত্র ৪৯,৯৫০ টাকার বিশেষ স্পেশাল অফার প্রাইস থেকে আপনার পছন্দের রিভো ইলেক্ট্রিক বাইক ক্রয় করতে পারবেন রিভো বাংলাদেশ এর অফিশিয়াল শোরুম গুলো থেকে। এর পাশাপাশি বিভিন্ন অফার, সার্ভিসিং ও ওয়ারেন্টি সার্ভিস এবং ডোরস্টেপ সার্ভিস তো বরাবরের মত থাকছেই আপনার হাতের নাগালে।
আরো বিস্তারিত জানতে দ্রুত নিকটস্থ Revoo শোরুম এবং রিভো বাংলাদেশের অফিশিয়াল ফেসবুক পেজ ভিজিট করতে পারেন।