ইয়ামাহা ভ্যালেন্টাইন ক্যাশব্যাক অফার ফেব্রুয়ারী ২০২০ !
This page was last updated on 03-Aug-2024 03:33pm , By Ashik Mahmud Bangla
ইয়ামাহা এই ভালোবাসা দিবস উপলক্ষ্যে দিচ্ছে ভ্যালেন্টাইন ক্যাশব্যাক অফার ফেব্রুয়ারী ২০২০ । এই অফারে ইয়ামাহা ১০,০০০/- টাকার ক্যাশব্যাক অফার ।
প্রতিটি Yamaha FZS FI V3 (ABS), FZ FI V3 (ABS) এবং FZS FI V2 কিনলেই কাস্টোমার পেয়ে যাবেন ১০,০০০/- টাকার ক্যাশব্যাক । এই অফারটি চলবে আগামী ২৯ ফেব্রুয়ারী ২০২০ তারিখ পর্যন্ত ।
ক্যাশব্যাক অফার ফেব্রুয়ারী ২০২০
Model | Old Price | New Price | Cashback |
FZS FI V3 (ABS) | 263,000 | 253,000 | 10,000 |
FZ FI V3 (ABS) | 251,000 | 241,000 | 10,000 |
FZS FI V2 | 231,000 | 221,000 | 10,000 |
ইয়ামাহা ২০০৮ সালে প্রথম বারের মত এফজেডএস সিরিজটি লঞ্চ করে । ওই সময় সবাই অনেক অবাক হয়েছিল বাইকটি দেখে । কারন প্রথমবারের মত ১৫০সিসি সেগমেন্টে মোটা রেয়ার টায়ার হিসেবে যুক্ত করেছি ১৪০ সেকশন । যদিও এতে করে মাইলেজ, এক্সেলারেশন ও টপ স্পিডের ক্ষেত্রে কিছুটা কমে যাবে, তবে কন্ট্রোলিং, হ্যান্ডলিং ও ব্রেকিং ব্যালেন্স বেড়ে যাবে । Yamaha FZS বাংলাদেশের অন্যতম জনপ্রিয় মোটরসাইকেল সিরিজ । এই সিরিজের জনপ্রিয়তার অন্যতম কারন হচ্ছে কন্ট্রোলিং, ব্রেকিং এবং এর ব্যালেন্স । ইয়ামাহা বাইকটি ধীরে ধীরে ইম্প্রুভ করেছে । প্রথমে তারা নিয়ে এসেছে এফআই (ফুয়েল ইঞ্জেকশন), এরপর তারা গত বছর লঞ্চ এবিএস (এন্টিলক ব্রেকিং সিস্টেম) সহ বাইকটির থার্ড ভার্সন । এবিএস হচ্ছে সিঙ্গেল চ্যানেল এবিএস ।
Click For To See The Yamaha FZS FI V3 Review
FZS Fi V3 বাইকটিতে দেয়া হয়েছে ১৫০সিসি এয়ার কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন । ইঞ্জিন থেকে 13 BHP @ 8000 RPM এবং 12.8 NM টর্ক @ 6000 RPM শক্তি উৎপন্ন হয় । ইঞ্জিনের সাথে যুক্ত করা হয়েছে ৫ স্পিড গিয়ার বক্স । এই ভালোবাসা দিবস উপলক্ষ্যে এসিআই মোটরস লিমিটেড দিচ্ছে ক্যাশব্যাক অফার । এছাড়া ফেব্রুয়ারির শুরুতেই ইয়ামাহা নিয়ে এসেছিল Yamaha Leap Year Exclusive Offer 2020 – এসিআই মটরস । এই অফারটিও একটি ক্যাশব্যাক অফার ছিল । এই অফারে তারা ইয়ামাহা আর১৫ মনস্টার এডিশন, আর১৫, এফজেডএস ভার্সন ও ফ্রেজার দিয়েছিল ক্যাশব্যাক ।
ইয়ামাহা সব সময় তাদের কাস্টোমারদের কথা চিন্তা করে নতুন নতুন অফার নিয়ে হাজির হয় । এছাড়া তারা বাইকারদের জন্য বিভিন্ন সময়ে নানা ধরনের ইভেন্টের আয়োজন করে থাকে । ২০২০ সাল শুরু হয়েছে । এটি মাত্র দ্বিতীয় মাস । এর ই মধ্যে বিভিন্ন মোটরসাইকেল কোম্পানি গুলো তাদের অফার নিয়ে হাজির হয়েছে । আশা করা যাচ্ছে সামনে আমরা আরও বড় কিছু দেখতে পাবো ।
ধন্যবাদ ।